ETV Bharat / state

Rape Allegation Against TMC Leader: ধর্ষণে অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত প্রধান, অভিযোগ দায়ের

author img

By

Published : Mar 6, 2023, 11:07 PM IST

কোচবিহারের মেখলিগঞ্জে এক তরুণীকে চাকরির প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে তৃণমূলের দখলে থাকা এক পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে (TMC Leader accused of rape) ৷

ETV Bharat
ফাইল ছবি

মেখলিগঞ্জ, 6 মার্চ: চাকরির প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ তরুণীকে ৷ ফের শারীরিক সম্পর্ক না-করলে খুনের হুমকি ! অভিযোগের তির তৃণমূল নেতা তথা গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে । ঘটনা কোচবিহারের মেখলিগঞ্জের ৷ অভিযুক্ত তৃণমূল নেতার নাম সুনীল রায় । তিনি মেখলিগঞ্জ ব্লকের নিজতরফ গ্রাম পঞ্চায়েতের প্রধান (rape allegation in Mekliganj) ।

নিগৃহীতা তরুণী মেখলিগঞ্জ পুলিশের কাছে ওই তৃণমূল নেতার নেমে লিখিত অভিযোগ জানিয়েছেন । অভিযোগ, চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ওই যুবতির কাছ থেকে সুনীল রায় প্রথমে 50 হাজার টাকা নেন ৷ এরপর দু'মাস আগে ইন্টারভিউ দেওয়ার কথা বলে ওই তরুণীকে শিলিগুড়িতে নিয়ে যান ওই তৃণমূল নেতা (Mekliganj rape case) ৷

অভিযোগ, সেখানে ইন্টারভিউ তো হয়ইনি ওই তরুণীর, উলটে তাঁকে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন ওই ব্যক্তি ৷ তরুণীর, আরও অভিযোগ, এই ঘটনা যাতে কাউকে জানানো না-হয়, তার জন্য ওই তরুণীর পরিবারকে হুমকিও দেওয়া হয় ৷ অভিযোগকারিণীর দাবি, অভিযুক্ত ব্যক্তি একজন প্রভাবশালী নেতা, তাই ভয়ে তিনি এতদিন থানায় অভিযোগ দায়ের করেননি ৷

মেখলিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়েরের পরে সোমবার ওই তরুণী জানান, তাঁকে চাকরির মিথ্যা প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়েছে । নেওয়া হয় 50 হাজার টাকা ৷ দোষী তৃণমূল নেতার কঠোর শাস্তির দাবি জানিয়েছেন ওই নিগৃহীতা ৷ এই ঘটনা জানাজানি হতেই এলাকায় ও স্থানীয় রাজনীতিতে আলোড়ন তৈরি হয়েছে ৷ অভিযুক্ত খোদ পঞ্চায়েত প্রধান হওয়ায় বিষয়টি অন্য মাত্রা পেয়েছে ৷ যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যা বলে দাবি সুনীল রায়ের ৷ পঞ্চায়েত ভোটের আগে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে বলে দাবি তার ৷

আরও পড়ুন: ছাড়তে রাজি নন প্রাক্তন ! মদ খাইয়ে, মাথায় রড দিয়ে মেরে পথের কাঁটা সরাল প্রেমিক-প্রেমিকা

অভিযুক্তের দাবি, ওই তরুণীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে । তাঁকে স্ত্রী'র মর্যাদাও দিয়েছেন তিনি । বিয়েও করেছেন । আলাদা বাড়িও তৈরি করে দিয়েছেন । এখন চাপ দিয়ে তাঁর মত পাল্টানো হয়েছে বলে দাবি অভিযুক্ত পঞ্চায়েত প্রধানের ৷ তবে বিবাহিত হওয়া ও পরিবার থাকা সত্ত্বেও কেন তিনি দ্বিতীয় বিয়ে করলেন সেই প্রশ্নও উঠেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.