ETV Bharat / state

Rail Roko Protest: উত্তরবঙ্গকে আলাদা রাজ্যের দাবিতে রেল রোকো আন্দোলনের ডাক

author img

By

Published : Nov 17, 2022, 11:43 AM IST

Rail Roko Protest
উত্তরবঙ্গকে আলাদা রাজ্যের দাবিতে রেল রোকো আন্দোলনের ডাক

আলাদা রাজ্যের দাবিতে এবার উত্তরবঙ্গজুড়ে রেল রোকো আন্দোলনের (Rail Roko Protest) ডাক দিল কামতাপুর পিপলস পার্টি এবং কামতাপুর প্রগ্রেসিভ পার্টি (Kamtapur Progressive Party) ।

কোচবিহার, 17 নভেম্বর: উত্তরবঙ্গের 8টি জেলা মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারকে নিয়ে আলাদা রাজ্যের দাবি জানালেন কামতাপুর পিপলস পার্টি (Kamtapur People's Party) নেতৃত্ব।

বুধবার কোচবিহারের মাথাভাঙা পঞ্চানন স্মৃতি ভবনে সাংবাদিক বৈঠক করেন কামতাপুর পিপলস পার্টির কোচবিহার জেলা কমিটির সভাপতি কংশরাজ বর্মন ও নেতৃত্ব। তিনি বলেন, "জেলাশাসকের মাধ্যমে আবেদন জানিয়েছি যে যত দ্রুত সম্ভব উত্তরবঙ্গের (North Bengal) 8টি জেলাকে নিয়ে আলাদা রাজ্য ঘোষণা করা হোক ৷ আমাদের এই দাবি পূরণ না-হলে রেল রোকো আন্দোলন (Rail Roko Protest) করব।"

উত্তরবঙ্গজুড়ে রেল রোকো আন্দোলনের ডাক দিল কামতাপুর পিপলস পার্টি

এদিন সাংবাদিক বৈঠকে নেতৃত্ব জানান, আলাদা রাজ্যের দাবিতে কামতাপুর পিপলস পার্টি এবং কামতাপুর প্রগ্রেসিভ পার্টি মিলিত হয়ে আগামী 6 ডিসেম্বর আলাদা রাজ্যের দাবিতে রেল রোকো আন্দোলন করার ডাক দেওয়া হয়েছে। সেই সিদ্ধান্তও এদিন নেওয়া হয়েছে। আলাদা রাজ্যের দাবি প্রসঙ্গে কংশরাজ বর্মন বলেন, "উত্তরবঙ্গকে কেন্দ্র ও রাজ্য সরকার বঞ্চনা করেছে। তাই সামগ্রিক উন্নতির জন্য আমরা উত্তরবঙ্গের আট জেলাকে নিয়ে আলাদা রাজ্যের দাবি তুলেছি।"

আরও পড়ুন: ফি বৃদ্ধির প্রতিবাদে ছাত্র বিক্ষোভে উত্তাল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.