ETV Bharat / state

Cooch Behar News : পরিশ্রুত পানীয় জলের পাম্প হাউস বসল কোচবিহারে

author img

By

Published : Apr 24, 2022, 9:46 PM IST

Filtered drinking water pump house inaugurates in Cooch Behar
পরিস্রুত পানীয় জলের পাম্প হাউজের সূচনা কোচবিহারে

কোচবিহার পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের নতুন পাম্প হাউসের উদ্বোধন হল (Cooch Behar Municipality) ৷ উদ্বোধন করলেন চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ ।

কোচবিহার, 24 এপ্রিল: কোচবিহার পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের নতুন পাম্প হাউসের উদ্বোধন করলেন চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ (Filtered drinking water pump house inaugurates in Cooch Behar) । রবিবার দুপুরে এই পাম্প হাউসের উদ্বোধন হয় । এর ফলে ওই এলাকার বাসিন্দারা বাড়ি বাড়ি পরিস্রুত পানীয় জল পাবেন ।

চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, "19 নং ওয়ার্ডের বাসিন্দাদের বাড়ি বাড়ি পরিস্রুত পানীয় জল পৌঁছে দিতেই এই উদ্যোগ (Cooch Behar Municipality) । কোচবিহার শহরে পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের । বহু এলাকায় আজও নোংরা জল সরবরাহ হয় । আবার কোথাও সরু সুতোর মত জল পড়ে । ফলে বাসিন্দাদের ভোগান্তি চরমে ।" জল সমস্যা সমাধানের 2013 সাল নাগাদ তৎকালীন চেয়ারম্যান কুন্ডু তোর্সা নদী থেকে পানীয় জল নিয়ে এসে তা পরিস্রুত করে বাড়ি বাড়ি সরবরাহের উদ্যোগ নেন । কিন্তু কুড়ি হাজার বাড়ির মধ্যে এখন অন্তত সাত থেকে আট হাজার বাড়িতে পানীয় জলের সংযোগ পৌঁছায়নি । এনিয়ে বাসিন্দাদের মধ্যে ক্ষোভ জন্মায় ।

পরবর্তীতে গত কয়েকবছরে 4 জন চেয়ারম্যান পরিবর্তিত হলেও কাজ হয়নি । সম্প্রতি কোচবিহার পৌরসভার চেয়ারম্যান হওয়ার পর রবীন্দ্রনাথ ঘোষ নিজেই জানিয়েছেন, "জল সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে । তারই অঙ্গ হিসেবে এদিন 19 নম্বর ওয়ার্ডের পানীয় জল প্রকল্পের অন্তর্গত পাম্প হাউসের সূচনা হল ।"

আরও পড়ুন : Mohammed Salim in Cooch Behar : রাজ্যে মদ খেয়ে মরলে ৫ লাখ, ঝড়ে মরলে ২ লাখ, কটাক্ষ সেলিমের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.