ETV Bharat / state

Paresh Chandra Adhikary: মেয়ের চাকরির পর এবার মন্ত্রিত্ব খোয়ালেন পরেশ

author img

By

Published : Aug 3, 2022, 10:10 PM IST

মন্ত্রিত্ব গেল পরেশ চন্দ্র অধিকারীর(Paresh Chandra Adhikary)৷ মেয়ে চাকরি থেকে বরখাস্ত হওয়ার পর এবার মন্ত্রিত্ব হারালেন বাবা ৷

Paresh Chandra Adhikary
পরেশ চন্দ্র অধিকারী

কোচবিহার, 3 অগস্ট: মন্ত্রিসভা থেকে সরানো হল মেখলিগঞ্জের বিধায়ক তথা শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারীকে(Paresh chandra adhikary lose minister post)৷ তাঁর জায়গায় বুধবার মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন কোচবিহারের দিনহাটার বিধায়ক উদয়ন গুহ ৷ স্কুল সার্ভিসে মেয়ে অঙ্কিতা অধিকারীকে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ ৷ আদালতের নির্দেশে মেয়ের সেই চাকরি বাতিল হওয়ার ইস্যুতে রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে ৷ এরপরই পরেশ চন্দ্র অধিকারীর মন্ত্রিত্বকে জনগণের প্রশ্ন চিহ্নের মুখে পড়তে হয় ৷ তবে বুধবার পরেশ চন্দ্র অধিকারীকে মন্ত্রিসভা থেকে সরানোর পর নিশ্চুপ মেখলিগঞ্জ তৃণমূল নেতৃত্ব ৷ যদিও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়াও মেলেনি বিধায়ক পরেশ চন্দ্র অধিকারীর থেকে ৷

পরেশবাবু বর্তমানে স্কুল শিক্ষা প্রতিমন্ত্রী ও বাম আমলে খাদ্যমন্ত্রী ছিলেন ৷ ফরওয়ার্ড ব্লক থেকে তৃণমূলে যোগ দিতেই রাতারাতি মেয়ের নাম এসএসসি-র রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা পদের মেধা তালিকায় উঠে আসে । অঙ্কিতা অধিকারী নিজের বাড়ির পাশে ইন্দিরা গার্লস স্কুলে চাকরি পায় । কলকাতা হাইকোর্ট আইনি লড়াই চালিয়ে মন্ত্রীকন্যার চাকরি অবৈধ প্রমাণ করে তার জায়গায় চাকরি পান যোগ্য প্রার্থী ববিতা সরকার ।

আরও পড়ুন : সাতসকালে পার্থ-পরেশ-শান্তি প্রসাদের বাড়িতে ইডি, রাজ্যের 13 জায়গায় তল্লাশি

তবে পরেশ অনুগামীরা মন্ত্রীর পাশে থাকার বার্তা দিলেও বুধবার মন্ত্রিসভা থেকে ছাঁটাইয়ের পরে খুশি মেখলিগঞ্জ তৃণমূলের বেশ কিছু কর্মী-সমর্থক । যদিও এই বিষয়ে মেখলিগঞ্জ শহর তৃণমূলের সভাপতি বিষ্ণুপদ ঘোষ জানান, পরেশ চন্দ্র অধিকারী মেখলিগঞ্জে তৃণমূল কংগ্রেসকে এগিয়ে নিয়ে গিয়েছেন ৷ তিনি সর্বদা মানুষের পাশে রয়েছেন ৷ মানুষ তৃণমূলের সঙ্গে রয়েছে ৷

মেখলিগঞ্জের বিজেপি নেতা তথা জলপাইগুড়ি জেলা বিজেপি সম্পাদক দধিরাম রায় বলেন,"মন্ত্রিত্ব গিয়েছে শুনছি ৷ যে দুর্নীতি করেছেন তার জন্য উপযুক্ত জায়গা জেল ৷ যারা বই পড়ে পরিশ্রম করছে তাঁদেরকে সরিয়ে দিয়ে প্রভাব খাটিয়ে চাকরি পাইয়ে দিয়েছেন মেয়েকে ৷ মানুষ সব বুঝতে পেরেছে ৷"

আরও পড়ুন : পরেশ অধিকারী ইস্যুতে ক্ষোভ উগরে দিল কোচবিহারের তৃণমূলের শীর্ষ নেতৃত্ব

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.