ETV Bharat / state

কাটমানি ফেরত চাওয়ায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ, গ্রেপ্তার BJP কর্মী

author img

By

Published : Aug 22, 2019, 5:16 PM IST

Updated : Aug 22, 2019, 8:23 PM IST

গ্রেপ্তারির প্রতিবাদে আজ BJP কর্মীরা মেখলিগঞ্জ থানা ঘেরাও করে ৷ অভিযোগ ওঠে, পুলিশ মিথ্যা মামলায় তাদের ফাঁসাচ্ছে ৷

কাটমানি ফেরত চাওয়ায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ, গ্রেপ্তার BJP কর্মী

কোচবিহার, 22 অগাস্ট : কোচবিহারের মেখলিগঞ্জে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর মন্টু মণ্ডলের বিষ খাওয়ার ঘটনায় এক BJP কর্মীকে গ্রেপ্তার করল পুলিশ ৷ বিষ খাওয়ার পর পুলিশের কাছে দেওয়া মন্টুর বয়ানের ভিত্তিতেই ওই BJP কর্মীকে গ্রেপ্তার করা হয় ৷ এই ঘটনার প্রতিবাদে আজ BJP কর্মীরা মেখলিগঞ্জ থানা ঘেরাও করে ৷ অভিযোগ ওঠে, পুলিশ মিথ্যা মামলায় তাদের ফাঁসাচ্ছে ৷

গতকাল মেখলিগঞ্জ পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মন্টু মণ্ডল বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ৷ মন্টুর অভিযোগ, তাঁকে কাটমানি ফেরতের জন্য চাপ দেওয়ায় তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন৷ হাসপাতালে চিকিৎসা চলাকালীন পুলিশের কাছে এই বয়ান দেন তিনি ৷ কয়েকজন BJP কর্মীর নামে চাপ দেওয়ার অভিযোগও করেন ৷

গতরাতেই পুলিশ 15-20 জন BJP কর্মীর বাড়িতে তল্লাশি চালায় ৷ তাঁদের মধ্যে বলাই কবিরাজকে গ্রেপ্তার করা হয় ৷ গ্রেপ্তারির প্রতিবাদের আজ সকাল থেকে মেখলিগঞ্জ থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে BJP কর্মীরা ৷ আজ মন্টুর স্ত্রী অভিযুক্ত BJP কর্মীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ৷

স্থানীয়দের অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ওয়ার্ডের বাসিন্দাদের কাছ থেকে কাটমানি নিয়েছেন মন্টু ৷ প্রায় 14 লাখ টাকা কাটমানি ফেরতের দাবিতে একমাস ধরে বিক্ষোভ দেখাচ্ছেন বাসিন্দারা ৷ বিক্ষোভের জেরে টাকা ফিরিয়ে দেওয়ায় লিখিত প্রতিশ্রুতিও দেন মন্টু ৷ 12 অগাস্ট কয়েকজন বাসিন্দাকে ফিরিয়ে দেন টাকা ৷ বাকি টাকা গতকাল (বুধবার) ফেরাবেন বলে জানিয়েছিলেন ৷ গতকাল সকালে স্থানীয়রা মন্টুর বাড়ির সামনে বিক্ষোভ দেখান ৷ বিকেলে টাকা ফেরানোর দাবিতে ফের বিক্ষোভ দেখান তাঁরা । সেই সময় নিজের ঘরে বিষ খান ওই কাউন্সিলর ৷ তাঁকে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে ভরতি করা হয় । সেখানেই তাঁর চিকিৎসা চলছে ৷

ভিডিয়োয় শুনুন বক্তব্য

চিকিৎসা চলাকালীন পুলিশের কাছে তিনি কয়েকজন BJP কর্মীর বিরুদ্ধে বয়ান দেন ৷ অভিযোগ পেয়ে গতরাতেই অভিযুক্ত BJP কর্মীদের বাড়িতে হানা দেয় পুলিশ । বলাই কবিরাজকে গ্রেপ্তার করে ৷ মন্টুর ছেলে সুমনের দাবি, স্থানীয় বাসিন্দাদের কাটমানি ফেরতের চাপেই মন্টু বিষ খেয়েছে ৷

BJP-র মেখলিগঞ্জ দক্ষিণ মণ্ডলের সভাপতি দধিরাম রায় বলেন, "কাউন্সিলর মন্টু মণ্ডল বাসিন্দাদের ফাঁসানোর জন্য বিষ খেয়েছেন ৷ পুলিশ BJP কর্মীদের গ্রেপ্তার করে মিথ্যা মামলা দিচ্ছে ৷"

Intro:কাটমানির চাপে তৃণমূল কাউন্সিলরেরর বিষপান ,বিজেপি কর্মীদের বাড়িতে পাল্টা তল্লাশী পুলিশের , আটক বিজেপি কর্মী ,থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপির ৷

কোচবিহার :২২ আগস্ট :

কোচবিহারের মেখলিগঞ্জে মেখলিগঞ্জ পৌরসভার তৃণমূল কাউন্সিলর মন্টু মন্ডল কাটমানি ফেরতের চাপে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন ৷ অভিযোগ ,মন্টু মণ্ডলের বিষ পানের এই ঘটনায় পুলিশ গতকাল রাতেই পাল্টা তল্লাশি চালায় বিজেপি কর্মীদের একাধিক বাড়িতে ৷ একজন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে মেখলিগঞ্জ থানার পুলিশ৷গ্রেপ্তার করা বিজেপি কর্মীর নাম বলাই কবিরাজ ৷ আজ সকাল থেকে মেখলিগঞ্জ থানা ঘেরাও করে বিজেপি কর্মীরা ৷নির্দোষ বিজেপি কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে থানায় সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা ৷বিজেপির অভিযোগ "পুলিশ তাদের কর্মীদের মিথ্যা কেস সাজিয়ে গ্রেপ্তার করছে ৷ তৃণমূল কাউন্সিলর টাকা ফেরত দিতে চেয়ে ওই সময়ে নিজে ঘরের মধ্যে বিষ পান করেন ৷

উল্লেখ্য যে ,মেখলিগঞ্জ পৌর সভার ৪নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মন্টু মন্ডল গত ২১ তারিখ বুধ বার কাটমানির টাকায় ফেরত দেবেন বলে বাসিন্দাদের আসতে বলেন ,গতকাল বিকালে দিকে তিনি ঘরের মধ্যেই বিষ পান করেন ৷দোষ চাপিয়ে দেন বিজেপির ওপর ৷ অভিযোগ পৌরবাসিন্দাদের কাছ থেকে ১৪লক্ষ টাকা কাটমানি নিয়েছেন প্রধান মন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দেবেন বলে ৷


অভিযুক্ত মন্টু মন্ডল বিষ পান করার পরই গত রাতেই মেখলিগঞ্জ থানার পুলিশ এক বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে ৷ প্রতিবাদে আজ দিনভর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি ৷


তৃণমূল কাউন্সিলর মন্টু মণ্ডলের পুত্র সুমন মন্ডল জানান "বাসিন্দাদের কাট মানির চাপেই বাবা বিষ পান করেন "


মেখলিগঞ্জ বিজেপি র দক্ষিণ মন্ডল সভাপতি দধিরাম রায় জানান "কাউন্সিলর মন্টু মণ্ডলের বাড়িতে সাধারণ মানুষরা টাকা নিতে গেলে নিজেই বিষ পান করে সাধারণ মানুষকে ফাঁসানোর চেষ্টা করছে ৷ আমাদের এক বিজেপি কর্মীকে পুলিশ গ্রেপ্তারে করে ,মিথ্যা মামলা দিচ্ছে পুলিশ ,এর প্রতিবাদে আজকের এই কর্মসূচি "৷Body:COB Conclusion:
Last Updated : Aug 22, 2019, 8:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.