ETV Bharat / state

NBSTC Bus Service: জেলার প্রবীণ নাগরিকদের রাসমেলা ঘোরানোর বন্দোবস্ত এনবিএসটিসি'র

author img

By

Published : Nov 3, 2022, 4:32 PM IST

NBSTC new service for senior citizen in Cooch Behar
NBSTC new service for senior citizen in Cooch Behar

প্রবীণ নাগরিকদের 200 বছরের প্রাচীন কোচবিহারের রাসমেলা ঘোরাতে উদ্যোগী হল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (North Bengal State Transport Corporation) ৷ বাসে চাপিয়ে তাদের মদনমোহন দর্শন শেষে রাস মেলায় ঘোরানো হবে ৷ যাত্রী পিছু খরচ হবে মাত্র 100 টাকা ।

কোচবিহার, 3 নভেম্বর: কোচবিহার (Cooch Behar) জেলার বিভিন্ন এলাকার প্রবীণ বাসিন্দাদের রাসমেলা ঘোরাতে বিশেষ উদ্যোগ নিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (North Bengal State Transport Corporation) । জেলার বিভিন্ন মহকুমা থেকে এনবিএসটিসি'র (NBSTC) বাসে চাপিয়ে ওই বাসিন্দাদের কোচবিহারে নিয়ে এসে রাস মেলায় ঘোরানো হবে । তারপর আবার তাদের নিজ নিজ মহকুমায় ছেড়ে দেওয়া হবে ।

200 বছরের প্রাচীন কোচবিহারের রাসমেলা ৷ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা প্রথম এই উদ্যোগ নিতে চলেছে ৷ সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, "কোচবিহার রাসমেলাকে ঘিরে মানুষের একটা আবেগ রয়েছে । বহু প্রবীণ বাসিন্দা রয়েছেন যারা রাসমেলায় ঘুরতে আসতে চান ৷ কিন্তু সঙ্গীর অভাবে তারা ঘুরতে পারে না ৷ তাই তাদের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে ।"

আগামী 7 নভেম্বর মদনমোহনের বাড়িতে রাস উৎসবের সূচনা করবেন কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান (Pawan Kadian) । আগে রাজারা রাসচক্র ঘুরিয়ে রাস উৎসবের সূচনা করলেও বর্তমানে কোচবিহার দেবত্র ত্রাস্ট বোর্ডের সভাপতি তথা জেলাশাসক পবন কাদিয়ান এই রাস উৎসবের সূচনা করেন ৷ পরদিন অর্থাৎ, 8 নভেম্বর ঐতিহ্যবাহী রাসমেলার সূচনা হবে। তা চলবে 20 দিন ।

এই রাসমেলা উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম মেলা । কয়েক হাজার দোকানদার দেশের বিভিন্ন প্রান্ত থেকে পসরা নিয়ে হাজির হয় এখানে । এই মেলাকে ঘিরে উত্তরবঙ্গ তথা অসমের বহু মানুষ আসে এখানে । কিন্তু জেলার বিভিন্ন প্রান্তে প্রবীণ বাসিন্দাদের এই মেলার আসার ইচ্ছে থাকলেও সঙ্গীর অভাবে সেই মেলা ঘুরতে পারে না তারা । তাই জেলার দিনহাটা, মাথাভাঙ্গা ও তুফানগঞ্জ মহকুমা থেকে সেই মেলা ঘোরানোর উদ্যোগ নিয়েছে এনবিএসটিসি (NBSTC Bus Service) ।

জেলার প্রবীণ নাগরিকদের রাসমেলা ঘোরানোর বন্দোবস্ত এনবিএসটিসি'র

প্রথমে বাসে চাপিয়ে তাদের কোচবিহারের মদনমোহন বাড়িতে নিয়ে আসা হবে । তারপর মদনমোহন দর্শন শেষে রাস মেলায় ঘোরানো হবে । এরপর বিকেল চারটে নাগাদ তাদের আবার বাসে করে নিয়ে নিজ নিজ এলাকায় ছেড়ে দেওয়া হবে । মেলা পরিদর্শন শেষে বিশেষ টিফিনের ব্যবস্থা রাখা হয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার তরফে । এর জন্য যাত্রী পিছু খরচ হবে মাত্র 100 টাকা ।

আরও পড়ুন: ফের এসি বাস পরিষেবা চালু করছে এনবিএসটিসি

এনবিএসটিসি'র এই উদ্যোগে খুশি এলাকার প্রবীণ বাসিন্দারা । পাশাপাশি রাসমেলার দিনগুলোতে গভীর রাত পর্যন্ত মেলায় আসা দর্শনার্থীদের বাড়ি ফিরতে কোচবিহার থেকে বিভিন্ন ডিপোতে বাস চালাবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.