ETV Bharat / state

John Barla: আদালতে আত্মসমর্পণ, জামিন পেলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বারলা

author img

By

Published : Nov 19, 2022, 9:44 PM IST

John Barla
John Barla

তুফানগঞ্জ আদালতে আত্মসমর্পণ করে জামিন নিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বারলা (John Barla gets bail from Tufanganj court) ৷ 2019 সালের 4 এপ্রিল লোকসভা ভোটে (Lok Sabha Elections 2019) আদর্শ নির্বাচনী বিধি লাগু থাকলেও সরকারি অফিস চত্বরে ও বাইক মিছিল করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে ৷ সেই সময় আলিপুরদুয়ার (Alipurduar) লোকসভা আসনের বিজেপি (BJP) প্রার্থী হিসেবে তিনি সেখানে উপস্থিত ছিলেন ৷

কোচবিহার, 19 নভেম্বর: তুফানগঞ্জ মহকুমা দায়রা আদালতে আত্মসমর্পণ করলেন কেন্দ্রীয় সংখ্যালঘু প্রতিমন্ত্রী জন বারলা । 500 টাকার বন্ডে জামিন পেলেন সাংসদ (John Barla gets bail) । শনিবার সকালে তাঁর আইনজীবীদের ও বিধায়ক মালতীরাভা রায়কে সঙ্গে নিয়ে তুফানগঞ্জ মহকুমা দায়রা আদালতে (Tufanganj court) আসেন জন বারলা ।

প্রশাসনের অনুমতি ছাড়া গত 2019 সালের 4 এপ্রিল বারোকোদালি এলাকায় বাইক ও গাড়ির র‍্যালি হয় (Lok Sabha Elections 2019) । সরকারিভাবে যার কোনও অনুমতি ছিল না । প্রশাসন সেই র‍্যালি বন্ধ করে দেয় । এই ঘটনায় তুফানগঞ্জ ব্লক 2 স্পেশাল ইলেকশন আধিকারিকরা বক্সিরহাট থানায় বিধি লঙ্ঘনের মামলা দায়ের করেন । জন বারলা, হরেন্দ্রনাথ বর্মা, বিষ্ণু দাস এবং অরুণ পাকাধরার নামে এফআইআর করা হয় । বাকি তিনজন আদালতে হাজিরা দিলেও জন বারলা নির্ধারিত দিনে উপস্থিত ছিলেন না আদালতে ।

500 টাকার বন্ডে জামিন পেলেন সাংসদ

আরও পড়ুন: নিশীথের পর কেন্দ্রীয় মন্ত্রী জন বারলার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আদালতের

15 নভেম্বর তাঁকে শেষবার হাজিরা দিতে কড়া নির্দেশ দেয় তুফানগঞ্জ আদালত । কিন্তু তিনি হাজিরা দেননি । তুফানগঞ্জ আদালত এরপর গ্রেফতারি পরোয়ানা জারি করে । জামিন পেয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বারলা বলেন, "আমি সরকারিভাবে কোন নোটিশ পায়নি ৷ গতকাল সোশাল মিডিয়ায় ও টিভিতে খবর দেখে গ্রেফতারি পরোয়ানার কথা জানতে পারি । শুধুমাত্র বাইক র‍্যালির জন্য আমাকে গ্রেফতারি পরোয়ানা দেওয়া হয়েছে ৷ আজ 500 টাকার বিনিময়ে জামিন পেয়েছি ঠিকই কিন্তু আইনিপথে লড়াই করব ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.