ETV Bharat / state

করোনায় কেরালায় পাড়ি দেওয়া শ্রমিকের মৃত্যু

author img

By

Published : Jun 26, 2021, 4:10 PM IST

মৃত শ্রমিকের পরিবার
মৃত শ্রমিকের পরিবার

পরিবারের সদস্যদের মুখে দু‘মুঠো অন্ন তুলে দিতে বয়সের বাধা পেরিয়ে কেরালা গিয়েছিলেন মাথাভাঙার সুনীল বর্মন ৷ সেখানে গিয়ে করোনায় আক্রান্ত হন ৷ হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসাধীন থাকাকালীনই মারা যান তিনি ৷ ঠিকাদার সংস্থা মৃতদেহ পাঠাতে চাইলেও সৎকারের অর্থ না থাকায় রাজি হয়নি মৃতের স্ত্রী রেণু বর্মন ৷

মাথাভাঙা, 26 জুন : ভিনরাজ্যে কাজ করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন এক শ্রমিক ৷ মৃত শ্রমিকের নাম সুনীল বর্মন, বয়স 57 । বাড়ি মাথাভাঙা ২ ব্লকের ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের বালাবাড়ি এলাকায় । জানা গিয়েছে, 9 মাস আগে নির্মাণ শ্রমিকের (রাজমিস্ত্রির) কাজে কেরালায় পাড়ি দেন সুনীল । প্রৌঢ়ত্বে পৌঁছালেও পরিবারের অভাব অনটন মেটাতে কেরালায় গিয়েছিলেন তিনি । একটি বাচ্চা-সহ তাঁর পরিবারের 5 জন সদস্য রয়েছে ৷

আরও পড়ুন : শিশুমৃত্যুতে উত্তেজনা হাওড়ার বাঁকড়ায়, নার্সিংহোমের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ

মৃতের স্ত্রী রেণু বর্মন জানিয়েছেন, এলাকায় বাড়িতে বাড়িতে কাজ করে কোনওমতে তিনি সংসার চালাতেন । সংসারের হাল ফেরাতে গত বছর নভেম্বরে এলাকার বেশ কয়েকজনের সঙ্গে কেরালার কান্নুর জেলায় শ্রমিকের কাজ করতে যান সুনীল । সেখানে রাস্তা নির্মাণকারী একটি সংস্থায় রাজমিস্ত্রির সহায়কের কাজ করতেন তিনি ৷ বুধবার তিনি বাড়িতে ফোন করে তাঁর অসুস্থতার কথা জানান ৷ জ্বর-সহ অন্য়ান্য করোনা উপসর্গ ছিল তাঁর ৷ চিকিৎসাধীন অবস্থায় কেরালায় মারা যান তিনি । সংস্থার ঠিকাদার নিজস্ব খরচে বাড়িতে মৃতদেহ পাঠাতে চাইলেও পরিবার রাজি হয়নি ৷ মৃতের স্ত্রী জানান, তাঁদের আর্থিক অবস্থা খুবই খারাপ ৷ তাই মৃতদেহ সৎকারের টাকা নেই । ঠিকাদারকেই সুনীলের মৃতদেহ সৎকারের কথা জানিয়ে দেয় তাঁর পরিবার ।

রেণু বর্মন বলেন, "সপ্তাহখানেক আগে স্বামীর জ্বর হয় । বুধবার ফোনে জানতে পারি ওঁর প্রচণ্ড জ্বর ও কাশি হয়েছে ৷ স্থানীয় একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ওঁকে । বৃহস্পতিবার খবর আসে স্বামী মারা গিয়েছেন ।" এই অবস্থায় চরম অর্থাভাবে কী ভাবে সংসারের 5 জনের পেট ভরাবেন বুঝতে পারছেন না রেণুদেবী। সরকারি সাহায্যের আশা করছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.