ETV Bharat / state

Bhai Phonta 2022: সেই শীতলকুচিতে গণভাইফোঁটা, সম্প্রীতির বার্তা

author img

By

Published : Oct 28, 2022, 7:09 AM IST

শীতলকুচির 5/126 নং বুথে সম্প্রীতির বার্তা দিতে হল দীপাবলি উৎসব ৷ পাশাপাশি এলাকায় ভ্রাতৃত্বের বন্ধনে আয়োজিত হল সম্প্রীতির গণভাইফোঁটাও (Mass Bhai Phonta) ।

Sitalkuchi
ETV Bharat

শীতলকুচি, 28 অক্টোবর: গণভাইফোঁটা হল কোচবিহারের শীতলকুচি বিধানসভার মাথাভাঙার 1 নং ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের আমতলী 5/126 নং বুথে । সম্প্রীতির এই অনুষ্ঠানের আয়োজন করে জোরপাটকি 5/126 নং সম্প্রীতি দীপাবলি উৎসব কমিটি । এলাকায় সম্প্রীতির বার্তা দিতেই দীপাবলি উৎসব পালিত হল বলে জানানো হয়েছে ৷ এলাকার মানুষ যাতে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়, সেই বার্তা দিতে এই সম্প্রীতির গণভাইফোঁটা ।

প্রসঙ্গত, গত বিধানসভা ভোটের দিন শীতলকুচি বিধানসভার অন্তগত মাথাভাঙ্গা 1 নং ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের আমতলী 5/126 নং বুথে কেন্দ্রীয়বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছিল চারজন গ্রামবাসীর । এই ঘটনার পর এলাকায় আতঙ্কের সৃষ্টি হয় । দীর্ঘদিন পেরিয়ে গেলেও এলাকায় চাপা উত্তেনা থেকেই গিয়েছিল। আর, সেই পরিবেশকে সরিয়ে দিয়ে সম্প্রীতির পরিবেশ নিয়ে আসতে সম্প্রীতির দীপাবলি ও সম্প্রীতির গণভাইফোঁটার আয়োজন করে এলাকার মানুষ । মানুষ বৃহত্তর এই সমাজে ভ্রাতৃত্ব, প্রেম, সহানুভূতি নিয়ে বাঁচতে চায় ।

আরও পড়ুন: 'বিরাট' মিষ্টি ও থালিতে কোহলিকে ভাইফোঁটা, বিশ্বকাপের মরশুমে চমক হাওড়ার রেস্তরাঁর

আয়োজক কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি আলিজার রহমান বলেন, "গত বিধানসভা নির্বাচনের দিনে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে চার জন ভোটারের । এরপর থেকে এলাকায় অশান্তির বাতাবরণ তৈরি হয় । সেই অন্ধকারকে দূর করতেই আমাদের এই উদ্যোগ ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.