ETV Bharat / state

Panchayat Elections 2023: পঞ্চায়েত নির্বাচনের প্রচারে কোচবিহারে মমতা বন্দ্যোপাধ্যায়

author img

By

Published : Jun 25, 2023, 10:14 PM IST

Updated : Jun 25, 2023, 11:05 PM IST

কোচবিহারে সোমবার সভা রয়েছে তাঁর ৷ সেখান থেকেই কার্যত পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রবিবার বিকেলে কোচবিহারে পৌঁছন তিনি ৷

ETV Bharat
পঞ্চায়েত নির্বাচনের প্রচারে কোচবিহারে মমতা বন্দ্যোপাধ্যায়

পঞ্চায়েত নির্বাচনের প্রচারে কোচবিহারে মমতা বন্দ্যোপাধ্যায়

কোচবিহার, 25 জুন: হাতে আর দুটো সপ্তাহও নেই ৷ মনোনয়ন পর্ব শেষ হওয়ার পর প্রার্থী তালিকা চূড়ান্ত হতেই শুরু হয়ে গিয়েছে জোরকদমে প্রচার পর্ব ৷ শাসক থেকে বিরোধী, কেউই পিছিয়ে নেই ৷ বিনা যুদ্ধে কেউ কাউকে একচুলও জমি ছাড়তে নারাজ ৷

পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রবিবার বিকেলে হেলিকপ্টারে কোচবিহার এবিএন শীল কলেজে হেলিপ্যাডে নামেন । এরপর সেখান থেকে কোচবিহার বিশ্বসিংহ রোডের এক বেসরকারি হোটেলে ওঠেন । আগামিকাল সোমবার কোচবিহার-1 ব্লকের চান্দামারি প্রাণনাথ হাইস্কুলে নির্বাচনী সভা রয়েছে । সেই সভাতেই বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তৃণমূল সূত্রের খবর, কোচবিহার থেকেই মুখ্যমন্ত্রী পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু করতে চলেছেন ।

আগামী 8 জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ৷ ইতিমধ্যেই নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠছে কোচবিহার জেলা । এবারে তৃণমূলের অধিকাংশ আসনে বিজেপি যেমন প্রার্থী দিয়েছে, পাশাপাশি বাম-কংগ্রেসও প্রার্থী দিয়েছে । তবে এই জেলার শীতলকুচি, মাথাভাঙা-1, মাথাভাঙা-2, কোচবিহার-2, তুফানগঞ্জ-2 ব্লকে বিজেপির সংগঠন শক্তিশালী । গত 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে এই জেলার গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের অধিকাংশ আসনে তৃণমূল জয়ী হয় ।

তবুও 2019 সালের লোকসভা নির্বাচন ও 2021 সালের বিধানসভা নির্বাচনে কোচবিহারে ভালো ফল করে বিজেপি । জেলার তুফানগঞ্জ, নাটাবাড়ি, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, শীতলকুচি ও মাথাভাঙা বিধানসভা কেন্দ্রে বিজেপি জয়ী হয় । ফলে বিজেপির সংগঠন শক্তিশালী হওয়ায় আগামী বছরের লোকসভা নির্বাচনে সিঁদুরে মেঘ দেখছে তৃণমূল । তাই লোকসভা নির্বাচনের আগে আগামী পঞ্চায়েত নির্বাচনকে গুরুত্ব দিচ্ছে তৃণমূল । মনে করা হচ্ছে সেই কারণেই কোচবিহার দিয়ে প্রচার শুরু করছেন খোদ তৃণমূল সুপ্রিমো ৷

আরও পড়ুন : মঙ্গলে নদিয়া থেকে পঞ্চায়েতের প্রচার শুরু অভিষেকের, 5 জুলাই পর্যন্ত ঘুরবেন একাধিক জেলায়

Last Updated : Jun 25, 2023, 11:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.