ETV Bharat / state

কোচবিহারের মানসাইতে ঝাঁকে ঝাঁকে রুপোলি ইলিশ

author img

By

Published : Nov 5, 2019, 11:14 AM IST

ছবি

কোচবিহারের মানসাই নদীতে দেখা মিলেছে ইলিশের ৷ বিক্রি হচ্ছে 400-500 টাকা কেজি দরে ।

কোচবিহার, 5 নভেম্বর : দেরিতে হলেও মানসাইতে দেখা মিলেছে ইলিশের ৷ রুপোলি ইলিশ আসতে শুরু করেছে নিশিগঞ্জ,মাথাভাঙা বাজারে ৷ বিক্রি হচ্ছে 400-500 টাকা কেজি দরে ।

গত দু'দিন কোচবিহারের মাথাভাঙার নিশিগঞ্জের সোনাতলি, পূর্ব ভোগডাবরি গ্রামে মানসাই নদীতে জালে উঠল অসংখ্য ইলিশ ৷ ছোটো হলেও টাটকা ইলিশের জন্য লাইন পড়েছে দোকানে ৷ ক্রেতারা জানিয়েছেন, পদ্মার ইলিশের স্বাদে না পেলেও মানসাইয়ের ইলিশের স্বাদ বরফ চাপা দেওয়া ইলিশের থেকে অনেক ভালো ৷

কোচবিহারের জলঢাকা নদীর নিশিগঞ্জের কোদালধোয়া থেকে শীতলকুচির পূর্ব ভোগডাবরি দিয়ে বয়ে গেছে জলঢাকা নদী ৷ স্থান ভেদে বদলেছে নদীর নাম ৷ এই জলঢাকা নদীর মাথাভাঙায় স্থানীয় নাম মানসাই। পরে এই মানসাই সিতাইয়ে গিয়ে ধরলা নদীর নাম নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ৷ বাংলাদেশে এই নদী ব্রহ্মপুত্রের সঙ্গে মিশেছে। পাশাপাশি ব্রহ্মপুত্রের সঙ্গে সংযোগ রয়েছে পদ্মার। সাধারণত, ইলিশ সমুদ্রের মাছ কিন্তু ডিম পাড়ে নদীর মিষ্টি জলে। ফলে স্রোতের উলটো দিকে প্রায় ১২০০ কিমি দূরত্বের নদীতে চলে যায় ইলিশ। তাই প্রতিবছর স্বাভাবিক নিয়মে ব্রহ্মপুত্র থেকে ইলিশ আসে মানসাইয়ে ৷

জালে ইলিশ পেয়ে খুশি জেলেপাড়া ৷ জেলেরা বললেন, "এবারের বন্যায় মানসাই নদীভাঙনের যন্ত্রণা থাকা সত্ত্বেও মানসাইয়ে সুস্বাদু ইলিশ সব কষ্ট দূর করে দিয়েছে ৷ শুধু বাজারে বিক্রির জন্য নয়, ইলিশ পাওয়া গেলে তা নিজেদের খাওয়ার জন্যও রাখি। জালে ইলিশ উঠলে সব ক্লান্তি যেন দূর হয়ে যায়।"

Intro:কোচবিহারের জলঢাকা নদীতে(মানসাই ) দেখা মিলছে ইলিশের ৷

কোচবিহার :০৪ নভেম্বর :


কোচবিহারের জলঢাকা নদীতে ( স্থানীয় নাম মানসাই নদী) জেলেদের জালে ধরা পরছে ইলিশ ৷গতবারের চেয়ে এবার দেরিতে ইলিশ জেলেদের জালে উঠছে ৷ শুনে হয়ত অবাক হওয়ার কথা ৷কিন্তু,বাংলাদেশের পদ্মার ইলিশের চেয়ে আকারের ছোট এই ইলিশ ৷তবে ,মাছ চাষীদের কথায় এবার দেরিতে হলেও এখন দেখা মিলছে ইলিশ মাছের। ফলে প্রতিদিন সকাল থেকে নদীতে জাল ফেলছেন অসংখ্য জেলে।তাদের প্রত্যেকের টার্গেট মানসাইয়ে রুপোলি শস্য ইলিশকে কবজা করা। রবিবার এবং সোমবার কোচবিহারের জলঢাকা নদীপথের মাথাভাঙ্গার নিশিগঞ্জের সোনাতলি, পূর্ব ভোগডাবরি গ্রামে মানসাই নদীতে জেলেদের জালে অসংখ্য ইলিশ ধরা পড়েছে। সেই মাছ গুলি মাথাভাঙ্গা বাজার , নিশিগঞ্জ মাছবাজারে এদিন বিক্রিও হয়েছে। যদিও তা সবই ছোটো আকারের খোকা ইলিশ ।আর এই টাটকা ইলিশের জন্য অনেকই ছুটছেন বাজারে।

স্থানীয়দের দাবী ,বাংলাদেশের পদ্মার ইলিশের সাথে স্বাদে না মিললেও মানসাইয়ে ইলিশের স্বাদ বরফ চাপা দেওয়া ইলিশের থেকে অনেক ভালো৷ হারাধন রায়,গোবিন্দ বর্মন ,সুভাষ রায়রা জানান "এবারের বন্যায় মানসাই নদীভাঙনের যন্ত্রণা থাকা সত্ত্বেও মানসাইয়ে সুস্বাদু ইলিশের প্রতি আমাদের টান । শুধু বাজারে বিক্রির জন্য নয়, ইলিশ পাওয়া গেলে তা নিজেদের খাওয়ার জন্যই রাখি। জালে ইলিশ উঠলে সব ক্লান্তি দূর হয়ে যায়।চোখে মুখে সব কষ্ট দুর হয়ে যায়৷


কোচবিহারের নদীতে ইলিশ !, অনেকেই বিশ্বাসই করতে চান না। কিন্তু ,কোচবিহারের জলঢাকা নদীর নিশিগঞ্জের কোদালধোয়া থেকে শীতলকুচির পূর্ব ভোগডাবরির জলঢাকা নদীর (মানসাই নদীর) পার্শ্ববর্তী গ্রামগুলিতে স্থানীয় ইলিশের স্বাদ দীর্ঘদিনের। বিগত দুবছর ধরে হঠাৎ করে বেশি মাত্রায় এই ইলিশ জেলেদের জালে ধরা পরছে ৷আর এই ইলিশ নিশিগঞ্জ বা মাথাভাঙ্গার মাছবাজারেও দেখা মেলে ।

কিন্তু ইলিশ কী করে মানসাই নদীতে এল?প্রস্ন সবার ৷ এই জলঢাকা নদীর মাথাভাঙ্গায় স্থানীয় নাম মানসাই। বোরোলি সহ নানা সুস্বাদু নদীয়ালি মাছ সারা বছর পাওয়া যায় এখানে । কিন্তু সব কিছু ছাপিয়ে কখনো-কখনো যে ইলিশের দেখা মেলে তা অনেক মানুষে জানেন না ।


কোচবিহারের মৎস্য দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, স্বাদ ও গন্ধ একটু কম হলেও ছোটো আকারের ইলিশ মানসাইয়ে পাওয়া যায়।কিভাবে আসছে ইলিশ ? ঐ জলঢাকা নদীই স্থান ভেদে স্থানীয় নাম পরিবর্তন হয়েছে ৷ মাথাভাঙ্গার মানসাই নদী সিতাইয়ে গিয়ে ধরলা নদী নাম হয়ে তা বাংলাদেশে প্রবেশ করেছে। বাংলাদেশে এই নদী ব্রহ্মপুত্রের সঙ্গে মিশেছে। ব্রহ্মপুত্রের সঙ্গে সংযোগ রয়েছে পদ্মার।
আর এই নদীপথ প্রায় ৪৫০ কিমির কাছাকাছি দূরত্বের মধ্যে এই এলাকা । বাংলাদেশে পদ্মা, মেঘনা, ব্রহ্মপুত্রে পাওয়া যায় ইলিশ।সাধারণত , ইলিশ সমুদ্রের মাছ, কিন্তু ডিম পাড়ে নদীর মিষ্টি জলে। ফলে স্রোতের উলটো দিকে প্রায় ১২০০ কিমি দূরত্বের নদীতে চলে যায় ইলিশ।সমুদ্র থেকে নদীর সাদুজলে এই বিরাট বিচরন ক্ষেত্র ইলিশের ৷ ডিম ফুটে মাছ একটু বড়ো হলে ফের তারা সমুদ্রের নোনা জলে চলে যায়। তাই ব্রহ্মপুত্র থেকে ইলিশ মানসাইয়ে বুকে প্রতি বছর স্বাভাবিক নিয়মেই চলে আসে।


নিশিগঞ্জ বাজারের অনেক মাছ বিক্রেতারা জানান কয়েকদিন ধরেই মানসাইয়ে ইলিশ মাছ নিশিগঞ্জ বাজারে আসছে। এদিন মানসাইয়ে এই ইলিশ চারশো থেকে পাঁচশ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।বরফের ইলিশের চেয়ে মানসাই নদীর ইলিশ ক্রেতাও বেশি ৷Body:COB Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.