ETV Bharat / state

Ankita Adhikary Job Termination : আদালতের লিখিত নির্দেশ মেলেনি, অঙ্কিতাকে বরখাস্ত প্রসঙ্গে জানালেন স্কুলের প্রধান শিক্ষিকা

author img

By

Published : May 21, 2022, 8:00 AM IST

বুধবার অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta HC orders to terminate Ankita Adhikary from job) ৷

SSC Recruitment Scam
পরেশ অধিকারী কন্যা অঙ্কিতা

জলপাইগুড়ি, 21 মে : রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট । আদালতের এই নির্দেশের কপি হাতে না পেলেও জলপাইগুড়ির বাড়িতে বসে গোটা ঘটনা শুনেছেন অঙ্কিতার স্কুল মেখলিগঞ্জের ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রঞ্জনা রায় বসুনিয়া ৷ একসময় এই স্কুলেই পড়েছেন অঙ্কিতা । তিনি জানিয়েছেন (Ankita Adhikary Job Termination), ছাত্রী হিসেবে অঙ্কিতা ভালই ছিলেন । এমনকি শিক্ষকতার কাজটাও ভালভাবেই করছিলেন তিনি ৷

বর্তমানে রাজ্য রাজনীতিতে বিতর্কের কেন্দ্রে রয়েছে পরেশ কন্যা অঙ্কিতা অধিকারীর নিয়োগ বিতর্ক ৷ অভিযোগ, এসএসসিতে প্রভাব খাটিয়ে নিয়ম বহির্ভূতভাবে মেয়েকে স্কুলে শিক্ষকের চাকরি করে দিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী । শুক্রবার অঙ্কিতাকে চাকরি থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট । পাশাপাশি, তিনি যে ক'বছর চাকরি করেছেন ও বেতন পেয়েছেন, সেই সমস্ত টাকা দুই কিস্তিতে ফেরতের নির্দেশ দিয়েছে আদালত ।

আদালতের লিখিত নির্দেশ মেলেনি, জানালেন অঙ্কিতার স্কুলের প্রধান শিক্ষিকা

আরও পড়ুন : পরেশ কন্যা অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্তের ঘোষণায় খুশি মেখলিগঞ্জ

1994 সালে মেখলিগঞ্জের ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষিকা হিসেবে যোগ দেন রঞ্জনা দেবী । রাজ্যের প্রাক্তন খাদ্য মন্ত্রী তথা বর্তমান রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারী ওই স্কুলেরই ছাত্রী । রঞ্জনা রায় বসুনিয়া জানান, ছাত্রী হিসেবে ক্লাসে অন্যান্যদের থেকে এগিয়ে ছিল অঙ্কিতা । স্কুলে প্রথম হতো সে । 2007 সালে স্কুলের প্রধান শিক্ষিকার দায়িত্ব নেন রঞ্জনা রায় বসুনিয়া । 2018 সালে এই স্কুলেই রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা হিসেবে নিযুক্ত হন অঙ্কিতা ।

প্রধান শিক্ষিকা জানিয়েছেন, স্কুলের ছাত্রী হিসেবে ভাল হওয়ার পাশাপাশি শিক্ষিকা হিসেবেও ভাল কাজ করার চেষ্টা করতেন অঙ্কিতা । কিন্তু সাম্প্রতিক সব ঘটনা উল্টেপাল্টে দিয়েছে সব কিছু । অবশ্য, এই বিতর্ক থেকে নিজেকে সরিয়ে রাখতে চান রঞ্জনা রায় বসুনিয়া । তিনি বলেন, "কারও ব্যক্তিগত বিষয় নিয়ে আমার কোনও মন্তব্য নেই । নিজের দায়িত্ব পালন করে যেতে চাই । হাইকোর্টের রায় সবটাই শুনছি । কিন্তু লিখিত কোনও নির্দেশ হাতে পাইনি । এখন স্কুলে ছুটি চলছে । আদালত, সরকার যা নির্দেশ দেবে সেই মতই কাজ করা হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.