ETV Bharat / state

নববর্ষে যৌন কর্মীদের ডিম-ভাত খাওয়ালেন প্রাক্তন সাংসদ

author img

By

Published : Apr 14, 2020, 6:56 PM IST

Updated : Apr 14, 2020, 7:03 PM IST

Former MP
পার্থপ্রতীম রায়

লকডাউনের মাঝে যৌনপল্লির বাসিন্দারা চরম সমস্যায় আছেন। আজ কোচবিহার শহরের 6 নম্বর ওয়ার্ডের প্রিয়গঞ্জ কলোনিতে 300 জন যৌনকর্মীকে দুপুরের খাবার দেন প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায় । তিনি বলেন, লকডাউনের মাঝে যৌনপল্লির বাসিন্দারা চরম সমস্যায় আছেন। সরকার তাঁদের সাহায্য করছে। তবুও এদিন দুপুরে তাঁদের রান্না করা খাবারের ব্যবস্থা করা হল। বছরের প্রথম দিন । তাই মিষ্টিমুখও করানো হয় তাঁদের। এদিকে আজ তাঁদের হাতে মাস্ক তুলে দেন কোচবিহারের কোতয়ালি থানার IC সৌমজিৎ রায়।


কোচবিহার, 14 এপ্রিল : বাংলা বছরের প্রথম দিনে যৌনকর্মীদের জন্য খাবারের ব্যবস্থা করলেন কোচবিহারের প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়। আজ কোচবিহার শহরের 6 নম্বর ওয়ার্ডের প্রিয়গঞ্জ কলোনিতে 300 জন যৌনকর্মীকে দুপুরের খাবার দেন তিনি। প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায় বলেন, লকডাউনের মাঝে যৌনপল্লির বাসিন্দারা চরম সমস্যায় আছেন। সরকার তাঁদের সাহায্য করছে। তবুও এদিন দুপুরে তাঁদের রান্না করা খাবারের ব্যবস্থা করা হল।

দ্বিতীয় পর্যায়ের লকডাউন 3 মে পর্যন্ত চলবে। এই পরিস্থিতিতে কোচবিহারের যৌনকর্মীরা সমস্যায় আছেন। রেশনের মাধ্যমে সরকার বিনামূল্যে চাল, গম ও আটা দেওয়ার ব্যবস্থা করেছে। তবুও সমস্যা মিটছে না। এই পরিস্থিতিতে নতুন বছরের প্রথমদিনের দুপুরে রান্না করা খাবারের ব্যবস্থা করলেন প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়। যৌনকর্মীদের রান্না করা খাবারের মধ্যে ডাল, ভাত, ভাজা, সোয়াবিনের তরকারি ও ডিম দিলেন।

বছরের প্রথম দিন । তাই মিষ্টিমুখও করানো হয় তাঁদের। এদিকে আজ তাঁদের হাতে মাস্ক তুলে দেন কোচবিহারের কোতয়ালি থানার IC সৌমজিৎ রায়। তিনি বলেন,যতটা সম্ভব বাড়িতে বাড়িতে থাকলেই মানুষ নিরাপদে থাকবে।

Last Updated :Apr 14, 2020, 7:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.