ETV Bharat / state

তৃণমূলের জেলা সভাপতির বাড়ি লক্ষ্য করে গুলি, চাঞ্চল্য কোচবিহারে

author img

By

Published : Jul 18, 2021, 5:41 PM IST

তৃণমূলের জেলা সভাপতির বাড়ি লক্ষ্য করে গুলি
তৃণমূলের জেলা সভাপতির বাড়ি লক্ষ্য করে গুলি

যদিও কে বা কারা গুলি চালিয়েছে এ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে । বিজেপির দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে জেলা সভাপতির বাড়ি লক্ষ্য করে গুলি চালানো হতে পারে । গোটা বিষয়টি নিয়ে জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় বলেন, ‘‘এদিন দুপুরে আমার বাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়েছে । গোটা বিষয়টি পুলিশকে তদন্ত করে দেখতে বলা হয়েছে ।’’

কোচবিহার, 18 জুলাই : কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায়ের বাড়ি লক্ষ্য করে গুলি ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায় । রবিবার দুপুর আড়াইটা নাগাদ জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায়ের জিরানপুর এলাকায় তাঁর পৈতৃক বাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয় ।

যদিও কে বা কারা গুলি চালিয়েছে এ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে । বিজেপির দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে জেলা সভাপতির বাড়ি লক্ষ্য করে গুলি চালানো হতে পারে । গোটা বিষয়টি নিয়ে জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় বলেন, ‘‘এদিন দুপুরে আমার বাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়েছে । গোটা বিষয়টি পুলিশকে তদন্ত করে দেখতে বলা হয়েছে ।’’

কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় কোচবিহার শহরের পাটাকুড়া এলাকার বাড়িতে থাকেন ৷ অপরদিকে তাঁর বাবা-মা ও দাদা জিরানপুর এলাকায় আদি বাড়িতে থাকেন । প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায়ের বিরোধ চরমে । গত পঞ্চায়েত নির্বাচনে পার্থবাবুর বৌদিকে হারিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের অনুগামীদের বিরুদ্ধে । পাল্টা রবীন্দ্রনাথ ঘোষকে হেনস্তার অভিযোগ উঠেছিল পার্থর অনুগামীদের বিরুদ্ধে । এই টানাপোড়েনের মাঝেই রবিবার দুপুরে জেলা তৃণমূল সভাপতির বাড়িতে গুলি চালানোর ঘটনা ঘটে ৷

আরও পড়ুন : সাদা-কালোর দ্বন্দ্ব, ম্যান্ডেলার জন্মবার্ষিকীতে আরও বেশি প্রাসঙ্গিক বর্ণবৈষম্য

খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় । ঘটনাস্থলে গিয়েছেন পার্থবাবু নিজেও । এদিন তিনি বলেন, ‘‘কে বা কারা গুলি চালিয়েছে জানা নেই । পুলিশকে বলা হয়েছে গোটা বিষয়টি খতিয়ে দেখতে ।’’ স্থানীয় সূত্রে জানা গিয়েছে একটি মোটর বাইকে দু’জন এসে পার্থবাবুর বাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায় ৷

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.