ETV Bharat / state

তুফানগঞ্জে তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ, খুনের অভিযোগ

author img

By

Published : Dec 24, 2020, 12:22 PM IST

তৃণমূল কর্মীর দেহ উদ্ধার ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে । বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল । অন্যদিকে, বিজেপির অভিযোগ, শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খুন হয়েছেন বৃদ্ধ ।

Coochbehar
তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার তুফানগঞ্জে

কোচবিহার, 24 ডিসেম্বর : তুফানগঞ্জ-2 ব্লকের রামপুর-2 গ্রাম পঞ্চায়েতের সিংগীমারি এলাকায় তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার । মৃতের নাম খালেক মিঞা (70) । বিজেপি আশ্রিতরা দলের এই কর্মীকে খুন করেছে বলে তৃণমূলের অভিযোগ ।

তৃণমূল নেতা নিরঞ্জন সরকার বলেন, খালেক মিঞার বাড়িতে গতকাল বিজেপির চার কর্মী গিয়েছিল । ভয় দেখায় তাঁকে । তারপর আজ খালেকের রক্তাক্ত দেহ উদ্ধার হয় । তৃণমূলের লোকজন যাতে রাতে বাইরে বের না হতে পারে, তাই পরিকল্পিতভাবে খুন করেছে ।

অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির । বিজেপি নেতা উৎপল দাস বলেন, "এই খুন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল । আজ আমাদের মিছিল আছে । তাতে বাধা দিতেই এই খুন । একজন বৃদ্ধকে খুন করে বিজেপি রাজনীতি করবে, এটা অকল্পনীয় বিষয় ।"

আজ ঘটনাস্থানে বক্সিরহাট থানার পুলিশ এসে তৃণমূল কর্মীরা তাদের ঘিরে বিক্ষোভ দেখায় । ঘটনার তদন্তের আশ্বাস দেয় পুলিশ । মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.