ETV Bharat / state

Dabangshu Bhattacharya: যতদিন সুস্থ আছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকবেন, মত দেবাংশুর

author img

By

Published : Oct 22, 2022, 2:59 PM IST

Updated : Oct 22, 2022, 3:48 PM IST

যতদিন সুস্থ শরীরে আছেন ততদিন মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ এমনটাই মত তৃণমূলের মুখপাত্র ও যুব নেতা দেবাংশু ভট্টাচার্যের (Dabangshu Bhattacharya) ৷ কোচবিহারের মাথাভাঙ্গায় বিজয়া সম্মিলনীতে এসে একথা বলেন তিনি ৷

Dabangshu Bhattacharya says Mamata Banerjee to remain CM as long as she is healthy
Dabangshu Bhattacharya says Mamata Banerjee to remain CM as long as she is healthy

কোচবিহার, 22 অক্টোবর: 'মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যতদিন সুস্থ শরীরে আছেন ততদিন মুখ্যমন্ত্রী থাকবেন, কারও আটকানোর ক্ষমতা নেই ।' শুক্রবার রাতে কোচবিহারের মাথাভাঙা শহরের নজরুল সদনে বিজয়া সম্মিলনীতে এসে এমনটাই মঞ্চে বললেন তৃণমূলের মুখপাত্র ও যুব নেতা দেবাংশু ভট্টাচার্য (Dabangshu Bhattacharya) ।

তিনি আরও বলেন, "2021 সালে বিজেপি যদি ক্ষমতায় আসত, ঘুরে সিপিএম ফিরে আসত । সিপিএমের (CPIM) ক্যাডারগুলোই তো গোপনে ভোট দিয়েছে বিজেপিতে । দেবাংশু বলেন, "আমার নেতা যে ব্যক্তি, তিনি বস্তি থেকে উঠে আসা হাওয়াই চটি পরা মেয়ে ৷ তিনি সিপিএমের সাম্রাজ্য গুটিয়ে দিয়েছেন । আর এই রাগ যাবে কোথায়? । তাই 2021 এর নির্বাচনে কমরেডরা গোপনে গোপনে ছাপ দিয়েছে বিজেপিতে (BJP) । এদের প্রথম লক্ষ্য মমতাকে সরানো ।"

দেবাশুর বক্তব্য, "উপরওয়ালা যদি সঙ্গে থাকে, রাখে হরি মারে কে । মমতা বন্দ্যোপাধ্যায়কে হরি রেখেছে, তোরা মারার কে । মমতা আবার থাকবে, যতদিন সুস্থ শরীরে আছেন ততদিন মুখ্যমন্ত্রী থাকবেন (Mamata Banerjee to remain CM as long as she is healthy) ৷ কারও আটকানোর ক্ষমতা নেই ।"

যতদিন সুস্থ আছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকবেন, মত দেবাংশুর

আরও পড়ুন: দাঁত উপরে ফেলা হবে, পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিজেপিকে হুঁশিয়ারি উদয়ন গুহ ও পার্থপ্রতীম রায়ের

এদিন তিনি মঞ্চে বিজেপিকেও একহাত নেন । মোদিকে নিশানা করে দেবাংশু বলেন, "সাধারণ মানুষের ব্যাংকের টাকা কেটে নিচ্ছে মোদি সরকার ৷ আর সেই টাকা দিয়ে দলের কাজ করছেন ।" বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে আসন্ন পঞ্চায়েত ভোটের প্রস্তুতির পর্বের বিষয় নিয়েও বেশ কিছু বক্তব্য রাখেন দেবাংশু ভট্টাচার্য । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক উন্নয়নমূলক কাজের খতিয়ান তিনি তুলে ধরেন দলের কর্মী সমর্থকদের মধ্যে ।

Last Updated :Oct 22, 2022, 3:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.