ETV Bharat / state

Awas Yojana Controversy: দলের পঞ্চায়েত সদস্য ও নেতাদের আবাস যোজনায় ঘর না নেওয়ার আবেদন কোচবিহার তৃণমূলের

author img

By

Published : Dec 21, 2022, 1:13 PM IST

Updated : Dec 21, 2022, 1:21 PM IST

আবাস যোজনা (Awas Yojana Controversy) নিয়ে বিতর্ক মেটাতে এ বার তৎপর হল কোচবিহার তৃণমূল (Cooch Behar TMC)৷ দলের পঞ্চায়েত সদস্য ও নেতাদের আবাস যোজনায় ঘর না নেওয়ার আবেদন জানিয়েছেন জেলা তৃণমূল সভাপতি (Cooch Behar News)৷

TMC Flag ETV Bharat
তৃণমূলের পতাকা ও চিঠির ছবি

কোচবিহার, 21 ডিসেম্বর: প্রধানমন্ত্রী আবাস যোজনায় (Awas Yojana Controversy) শাসকদলের নেতা থেকে পঞ্চায়েত প্রধানদের নাম চলে আসায় অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস (Cooch Behar News)। কারণ বহু গরিব মানুষ আছেন যাঁদের নাম প্রাপকদের তালিকায় নেই, অথচ দলের এমন অনেক সচ্ছল নেতাকর্মী রয়েছেন যাঁদের নাম তালিকায় রয়েছে । আর এমনটা চলতে থাকলে পঞ্চায়েত নির্বাচনে অস্বস্তিতে পড়তে হবে, এটা বুঝতে পেরেই এ বার প্রধানমন্ত্রী আবাস যোজনায় (Awas Yojana Scheme) ঘর না নেওয়ার জন্য নির্দেশিকা জারি করল জেলা তৃণমূল নেতৃত্ব (Cooch Behar TMC)।

কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছেন এবং তিনি জানিয়েছেন যে, দলের পঞ্চায়েত সদস্য/পঞ্চায়েত পদপ্রার্থী কিংবা তাঁদের ঘনিষ্ঠদের নাম যোজনার প্রাপকদের তালিকায় থাকলেও তা আত্মত্যাগ করতে হবে ৷ আর এ ভাবেই বিজেপির স্বজনপোষণের অভিযোগের মুখে ঝামা ঘসে দেওয়া যাবে । যদিও গোটা বিষয়টিকে কটাক্ষ করেছে বিজেপি ।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগে প্রধানমন্ত্রী আবাস যোজনায় রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে কোচবিহার জেলাতে খসড়া তালিকা প্রকাশ হয় । খসড়া তালিকা প্রকাশ হতেই দেখা যায় যে, বহু এলাকাতে গ্রাম পঞ্চায়েত প্রধান পরিবারের সদস্য ও ঘনিষ্ঠদের নাম রয়েছে ওই খসড়া তালিকায় । কোনও কোনও ক্ষেত্রে আবার তৃণমূল নেতা ও তাঁদের ঘনিষ্ঠদের নামও রয়েছে । অথচ প্রকৃত গরিব যাঁরা তাঁদের সেই তালিকায় নাম নেই । ইতিমধ্যেই বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে এ নিয়ে ক্ষোভ বিক্ষোভ শুরু হয়েছে । আর এই ক্ষোভ যদি চলতে থাকে, তাহলে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দলে খারাপ প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা তৃণমূল নেতৃত্বের । আর সেই কারণেই এ বার আসরে নামল জেলা তৃণমূল নেতৃত্ব ।

আরও পড়ুন: সিপিএম করায় মিলছে না আবাস যোজনার ঘর, দেগঙ্গায় স্থানীয়দের বিক্ষোভ

মঙ্গলবার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক দলীয় কর্মীদের উদ্দেশে একটি লিখিত বিজ্ঞপ্তি জারি করে আবাস যোজনার ঘর না নেওয়ার আবেদন জানিয়েছেন । তিনি সেই চিঠিতে লিখেছেন, "মমতা বন্দ্যোপাধ্যায় বহু আত্মত্যাগের মধ্যে দিয়ে এই দল গড়েছেন । আমাদের দলের বহু পঞ্চায়েত, নেতা রয়েছেন যাঁদের থাকার মতো ভালো ঘর নেই । টিনের চালের ভাঙা ঘরে থাকেন । তাঁরা সেই ঘর নিলে বিজেপি স্বজনপোষণের অভিযোগ তুলবে । তাই ওই ঘর নেওয়া ঠিক হবে না । সেই ঘর না নিলে বিজেপির স্বজনপোষণের অভিযোগের মুখে ঝামা ঘষে দেওয়া যাবে ।"

তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, "দলের বহু কর্মী এমন রয়েছেন যাঁদের বাড়িতে ভালো ঘর নেই, তাঁদের ঘর দরকার । কিন্তু সেই ঘর নিলে বিজেপির স্বজনপোষণের অভিযোগ তুলছে । তাই দলীয় কর্মীদের আত্মত্যাগের কথা বলেছি ।"

অপরদিকে, এই নিয়ে শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপি ৷ কোচবিহার বিজেপির সভাপতি সুকুমার রায় বলেন, "বিপাকে পড়ে এখন নিজেদের মুখ রক্ষার্থে এসব পন্থা অবলম্বন করছে তৃণমূল । এতে লাভ হবে না ।"

Last Updated : Dec 21, 2022, 1:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.