ETV Bharat / state

মানিক বাড়ি ফিরতেই বাধভাঙা উচ্ছ্বাস বলরামপুর গ্রামে

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 1, 2023, 11:00 PM IST

Manik Talukder: মাস ছয়েক আগে মানিক বাবু উত্তরাখন্ডের উত্তর কাশি এলাকায় সুড়ঙ্গে হায়দরাবাদের এক কোম্পানির হয়ে ইলেকট্রিশিয়ানের কাজে যায় । সেই সুড়ঙ্গে ধ্বস নামে । সেখানে বিভিন্ন রাজ্যের মোট 41 জন শ্রমিক আটকে পড়ে । তাদের মধ্যে বাংলার 3 জন ছিলেন ।

Manik Talukder News
উত্তরাখণ্ডের টানেলে আটকে পড়া শ্রমিক মানিক তালুকদার বাড়ি

উত্তরাখণ্ডের টানেলে আটকে পড়া শ্রমিক মানিক তালুকদার

তুফানগঞ্জ, 1 ডিসেম্বর: উত্তরাখণ্ডের টানেলে আটকে পড়া তুফানগঞ্জের বাসিন্দা মানিক তালুকদার বাড়ি ফিরতেই উচ্ছ্বাস বলরামপুর গ্রামে । ব্যান্ড পার্টি সহযোগে তাকে স্বাগত জানানো হয় । প্রশাসনের কর্তাব্যাক্তিদের পাশাপাশি গ্রামের বাসিন্দারা হাজির হয়েছিলেন তাদের প্রিয় মানিককে দেখতে ৷

এদিন মানিক বাবু জানান, প্রথমদিকে ভয় লাগলেও পরে যোগাযোগ হয়ে যাওয়ার দারুন ভয় অনেকটা কেটেছে । তবে এরাজ্যে কর্ম সংস্থানের ব্যবস্থা থাকলে আর বাইরে যেতে হত না বলে মানিক জানান । দীর্ঘদিন ধরেই দেশের বিভিন্ন টানেলে বিদ্যুতের কাজ করে আসছেন তুফানগঞ্জের মানিক তালুকদার । মাস ছয়েক আগে মানিক বাবু উত্তরাখন্ডের উত্তর কাশি এলাকায় সুড়ঙ্গে হায়দরাবাদের এক কোম্পানির হয়ে ইলেকট্রিশিয়ানের কাজে যায় । সেই সুড়ঙ্গে ধ্বস নামে । সেখানে বিভিন্ন রাজ্যের মোট 41 জন শ্রমিক আটকে পড়ে । তাদের মধ্যে বাংলার 3 জন ছিলেন । দীর্ঘ 17 দিনের লড়াই শেষে গত মঙ্গলবার মানিক বাবু সহ বাকি 41 জনকে উদ্ধার করা হয় ।

এরপর বৃহস্পতিবার উত্তরকাশি থেকে বিমানে দিল্লি নিয়ে আসা হয় । রাতে সেখান থেকে শুক্রবার বিমানে দিল্লি থেকে বাগডোগরা বিমান বন্দরে পৌছয় । সেখান থেকে প্রশাসনের কর্তাদের উপস্থিতিতে সড়ক পথে বলরামপুর গ্রামে নিজের বাড়িতে । এদিন বিকেল থেকেই মানিক তালুকদারের বাড়িতে ভিড় জমায় গ্রামের বাসিন্দারা । মানিক বাবু বাড়িতে পৌছাতেই বাধ ভাঙে মানুষের । সবাই একে অপরকে মিষ্টি মুখ করান । উল্লাসে মেতে ওঠেন । ব্যান্ড পার্টি হাজির ছিল । বাজি-পটকা ফাটানো হয় । মানিক তালুকদারের ছেলে মনি তালুকদার বলেন, বলার ভাষা নেই । মানিক বাবুর স্ত্রী সোমা তালুকদার এদিন আবেগতাড়িত হয়ে পড়েন স্বামীকে দেখে ।

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.