ETV Bharat / state

Durga Puja 2022: বড়দেবীর দুর্গাপুজো বিশ্বের 'সবচেয়ে পুরনো', স্বীকৃতির দাবিতে কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি বিজেপি বিধায়কের

author img

By

Published : Sep 9, 2022, 12:53 PM IST

বরিশার সাবর্ণ রায় চৌধুরী জমিদার বাড়ির পুজোকে সবচেয়ে পুরনো পুজো হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে যা 1610 সালে শুরু হয়েছে । কিন্তু কোচবিহারে বড় দেবীর পুজা শুরু হয়েছে 1533 সালে ৷ বড় দেবীর এই পুজোকে যাতে পুরনো পবজৌ হিসাবে স্বীকৃতি দেওয়া হয় সেজন্য উদ্যোগ নিলেন নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামী (BJP MLA Letter to Central Minister) ।

Durga Puja 2022
বড়দেবীর দুর্গাপুজো

কোচবিহার, 9 সেপ্টেম্বর: কোচবিহারের বড় দেবীর পুজো পৃথিবীর 'সবচেয়ে পুরনো দুর্গাপুজো' । সেই পুজোর স্বীকৃতি চেয়ে কেন্দ্রীয় তথ্য ও সংস্কৃতি মন্ত্রী গঙ্গারামু কিষান রেড্ডির দ্বারস্থ হলেন কোচবিহারের বিজেপি বিধায়ক মিহির গোস্বামী (BJP MLA Letter to Central Minister) ।

এই মর্মে বুধবার তিনি কেন্দ্রীয় তথ্য ও সংস্কৃতি দফতরের মন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন । এদিন তিনি বলেন, "সম্প্রতি কলকাতার দুর্গাপুজোকে হেরিটেজের স্বীকৃতি দিয়েছে ইউনেসকো । রাজ্যজুড়ে চলছে ইউনেসকো ধন্যবাদ দেওয়ার পালা । সেখানে কলকাতার বরিশার সাবর্ণ রায় চৌধুরী জমিদার বাড়ির পুজোকে সবচেয়ে পুরনো পুজো হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে যা 1610 সালে শুরু হয়েছে । কিন্তু কোচবিহারে বড় দেবীর পুজা শুরু হয়েছে 1533 সালে । এর থেকে পরিষ্কার এটা আমাদের রাজ্য তথা ভারত ও বিশ্বের সবচেয়ে পুরনো দুর্গাপুজাে ।" বড় দেবীর এই পুজোকে যাতে স্বীকৃতি দেওয়া হয় সেজন্য উদ্যোগ গ্রহণের দাবি জানান নাটাবাড়ির বিধায়ক ।

বিধায়ক মিহির গোস্বামী বলেন, "এই পুজোকে কেন্দ্র করে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় । এই পুজো বিশ্বের সবচেয়ে পুরনো পুজো । তাই এই পুজোর স্বীকৃতির দাবিতে কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি পাঠিয়েছি ।"

আরও পড়ুন: ভিনরাজ্যের পুজোতে বাংলা গানের রমরমা, পৌরহিত্যে বাংলার মহিলা পুরোহিত দল শুভমস্তু

কোচবিহার দেবত্র ত্রাস্ট সূত্রে জানা গিয়েছে, 500 বছর আগে কোচবিহারের মহারাজা নর নারায়ণ স্বপ্নাদেশ পেয়ে বড়দেবীর পুজো শুরু করেন । প্রতিমা তৈরিতে 7 হাত লম্বা ময়নাকাঠের প্রয়োজন হয় । প্রথা মেনে প্রথমে ডাঙরাই মন্দিরে শ্রাবন মাসের শুক্লাষ্টমী তিথিতে ময়নাকাঠের পুজো হয় । পরে সন্ধ্যায় শোভাযাত্রা সহকারে সেই ময়নাকাঠ নিয়ে যাওয়া হয় কোচবিহারের মদনমোহন মন্দির চত্বরের কাঠামিয়া মন্দিরে । সেখানে একমাস পুজো হবার পর রাধাষ্টমী তিথিতে সেই ময়নাকাঠ নিয়ে যাওয়া হয় দেবী বাড়ির মন্দিরে । সেখানে ময়নাকাঠের ওপরেই তৈরি হয় বড় দেবীর মূর্তি । দেবী এখানে রক্তবর্না । বড় দেবীর পাশে লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক থাকে না । থাকে জয়া ও বিজয়া । মহালয়ার পর প্রতিপদ থেকে ঘট বসিয়ে পুজো শুরু হয় । পুজো চলে দশমী পর্যন্ত । আগে নরবলির প্রচলন থাকলেও বর্তমানে অষ্টমী তিথিতে মোষ বলি হয় । দশমীতে কোচবিহার শহর পরিক্রমা করে লম্বাদিঘিতে বিসর্জন হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.