ETV Bharat / state

উদ্ধার তাজা বোমা, ফের চাঞ্চল্য কোচবিহারে

author img

By

Published : Apr 11, 2021, 4:31 PM IST

উদ্ধার তাজা বোমা, বিক্ষোভ গ্রামবাসীদের
উদ্ধার তাজা বোমা, বিক্ষোভ গ্রামবাসীদের

বোমা উদ্ধার হওয়ার পর স্থানীয়রা বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ তাঁদের দাবি কে বা কারা কোন অভিসন্ধিতে এই বোমা মজুত করেছিল তা তদন্ত করতে হবে ৷ গ্রামে তাণ্ডব ও বোমা উদ্ধারের ঘটনায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা ৷

কোচবিহার, 11 এপ্রিল : চলতি বিধানসভা নির্বাচনে চতুর্থ দফায় স্পটলাইটে কোচবিহার ৷ ভোটের দিন শীতলকুচি বিধানসভা এলাকায় প্রাণ হারিয়েছেন 5 জন ৷ আর নির্বাচনের পরদিনই তাজা বোমা উদ্ধার নিয়ে ফের চাঞ্চল্য তৈরি হল কোচবিহারে ৷

ঘটনাটি ঘটেছে রবিবার সকালে মাথাভাঙ্গা 1 নম্বর ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের বামনদোলা সংলগ্ন রাজ্য সড়কে । ঘটনায় আতঙ্কে রয়েছেন বাসিন্দারা । গতকাল রাতে একটি বাড়িতে ভাঙচুরও করা হয় বলে অভিযোগ । আজ সকালে ওই এলাকার ভুট্টা ক্ষেত থেকে উদ্ধার হয় তাজা বোমা ।

বোমা উদ্ধার হওয়ার পর স্থানীয়রা বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ তাঁদের দাবি কে বা কারা কোন অভিসন্ধিতে এই বোমা মজুত করেছিল তা তদন্ত করতে হবে ৷ গ্রামে তাণ্ডব ও বোমা উদ্ধারের ঘটনায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা ৷ যদিও বাড়ি ভাঙচুর এবং বোমা উদ্ধারের বিষয়ে স্থানীয়রা নির্দিষ্টি কোনও রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ করেননি ৷

উদ্ধার তাজা বোমা, বিক্ষোভ গ্রামবাসীদের

আজ সকালে এলাকায় বোমা দেখতে পেয়ে স্থানীয়রা মাথাভাঙা থানায় খবর দেন ৷ এরপর প্রতিবাদ জানিয়ে মাথাভাঙ্গা-ময়নাগুড়ি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। মাথাভাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থানে এসে বোমাটি উদ্ধার করে নিয়ে যায় । পুলিশ ঘটনার তদন্তের আশ্বাস দিলে স্থানীয়রা অবরোধ তুলে নেন ।

আরও পড়ুন : শীতলকুচির গ্রামে এসে পৌঁছাল মৃতদেহ, কান্নায় ভারী বাতাস

স্থানীয় বাসিন্দা মলিন বর্মণ, সুকুমার বর্মণরা বলেন, ‘‘গ্রামের একটি বাড়ি ভাঙচুর চলে গতকাল রাতে ৷ আজ সকালে গ্রাম থেকে উদ্ধার হয় তাজা বোমা । আমরা এর প্রতিবাদ জানাচ্ছি ।’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.