ETV Bharat / state

Tortoise Released: সুস্থ করে শিবরাত্রিতে বানেশ্বর মন্দিরের দিঘিতে ছাড়া হল 8 কচ্ছপ

author img

By

Published : Feb 19, 2023, 12:59 PM IST

ETV Bharat
শিবদিঘিতে ছাড়া হল কচ্ছপ

কোচবিহারের বানেশ্বর শিবমন্দির সংলগ্ন দিঘিতে (Baneswar Shiva Temple) শিব চতুর্দশীতে ছাড়া হল 8টি কচ্ছপ ৷

শিবদিঘিতে কচ্ছপ ছাড়া নিয়ে কোচবিহার জেলা পরিষদ কর্মাধ্যক্ষের বক্তব্য

কোচবিহার, 19 ফেব্রুয়ারি: শিবচতুর্দশীর দিন কোচবিহারে বানেশ্বর মন্দির সংলগ্ন শিবদিঘিতে ছাড়া হল 8টি কচ্ছপ (8 Turtles Released)৷ শনিবার সকালে বনদফতরের কর্মীরা ওই কচ্ছপগুলি ছাড়েন । যদিও এই বিষয়টি নিয়ে বনদফতরের কর্তারা কোনও মন্তব্য করতে চাননি ।

প্রসঙ্গত, কোচবিহারের (Cooch Behar News) বানেশ্বর শিবমন্দিরের পাশেই রয়েছে, ঐতিহ্যবাহী একটি দিঘি । যা এলাকায় শিবদিঘি নামেই পরিচিত ৷ কয়েকশো বছর ধরে কোচবিহার দেবত্ব ট্রাস্টের অধীনে থাকা এই শিবদিঘিতে হাজার খানেক ছোট বড় কচ্ছপ তথা মোহন রয়েছে (Tortoise)। এগুলিকে স্থানীয় বাসিন্দারা দেবতা জ্ঞানে পুজো করে থাকেন । তাঁরাই কচ্ছপগুলিকে মোহন নামে ডাকেন ৷ কিন্তু কয়েকমাস আগে এই শিবদিঘিতে মড়ক লাগে । সেখানে থাকা বেশ কিছু মোহন অসুস্থ হয়ে পড়ে ৷ এমনকী এবং আট থেকে দশটি মোহন মারাও যায় । এই ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়ে এলাকার বাসিন্দাদের মধ্যে ।

তাঁদের অভিযোগ ছিল ওই শিবদিঘিতে মড়ক লেগে একের পর এক মোহনের মৃত্যু হলেও প্রশাসনের তাতে কোনও হেলদোল নেই । বিষয়টি নিয়ে ক্ষোভ ছড়ালে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া শুরু করে জেলা প্রশাসন । এরপর প্রশাসনের পক্ষ থেকে জল পরিশোধন করা-সহ একাধিক উদ্যোগ নেওয়া হয় । পাশাপাশি অসুস্থ মোহনগুলোকে শিবদিঘি থেকে তুলে বনদফতরের পক্ষ থেকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় স্থানীয় সোনাপুর চিকিৎসাকেন্দ্রে । সেখানে দীর্ঘদিন চিকিৎসার পর কচ্ছপগুলি সুস্থ হয়ে উঠলে শিবচতুর্দশীর সকালে সেগুলি ফের শিবদিঘিতে ছেড়ে দেওয়া হয় । মোহন রক্ষা কমিটির পক্ষে কোচবিহার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পরিমল বর্মন জানান, আজকে একটা ভালো দিনে এই মোহনগুলি ছাড়া হল । প্রশাসনের এই উদ্যোগে খুশি বাসিন্দারা । তাঁরা সকলেই এই কচ্ছপগুলিকে দেবতা জ্ঞানে পুজো করে থাকেন ৷

আরও পড়ুন : স্ত্রী'র সোশাল মিডিয়ায় পোস্টে বিপদে স্বামী! গ্রেফতার বন দফতরের হাতে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.