ETV Bharat / state

তুফানগঞ্জে BJP-র গোষ্ঠী সংঘর্ষ, আহত 6

author img

By

Published : Aug 29, 2020, 7:34 PM IST

এলাকার পুরোনো ও নতুন BJP কর্মীদের মধ্যে এলাকা দখল ঘিরে বিরোধ বলে অভিযোগ । BJP-র দুই গোষ্ঠীর সংঘর্ষে জখম অন্তত 6 জন ।

group clash
group clash

কোচবিহার, 29 অগাস্ট : BJP-র গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত তুফানগঞ্জের দেওচড়াই মোড় এলাকা । দুই গোষ্ঠীর সংঘর্ষে জখম অন্তত 6 জন । এদের মধ্যে তিনজন তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন । বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে । এলাকার পুরোনো ও নতুন BJP কর্মীদের মধ্যে এলাকা দখলকে কেন্দ্র করে এই বিরোধ বলে অভিযোগ ।

জানা গিয়েছে, দেওচড়াই এলাকার BJP নেতা বিমল সরকারের সঙ্গে স্থানীয় জেলা পরিষদের 28 নম্বর মণ্ডলের নেতা দিলীপ বর্মনের বিরোধ দীর্ঘদিনের । আজ সকালে দেওচড়াই মোড়ে দিলীপ বর্মনের অনুগামীরা স্থানীয় একটি বাড়িতে মিটিং করছিল । সেই সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায় । অন্তত 6 জন জখম হয় ।

BJP নেতা বিমল সরকারের অনুগামী তথা জেলা যুব মোর্চার সম্পাদক রাজীব সরকার বলেন, “দিলীপ বাহিনীর লোকজন এসে ঝামেলা করেছে । তাতে আমাদের পুরোনো কয়েকজন কর্মী জখম হয়েছে । প্রাক্তন এক পঞ্চায়েত সদস্যার শ্লীলতাহানি করেছে ।” অপরদিকে, দিলীপ বর্মন এর অনুগামী তথা 28 নম্বর মণ্ডলের সম্পাদক অনুপম বর্মন বলেন, “সাংগঠনিক বৈঠক চলছিল । সেই সময় তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতি হামলা চালায় । ঘটনায় আমাদের তিনজন জখম হয়েছে ।”

গোটা ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে তুফানগঞ্জ থানার পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.