ETV Bharat / state

হোয়াটসঅ্যাপে ছড়িয়েছিল মাধ্যমিকের প্রশ্ন, মেনে নিলেন পর্ষদ সভাপতি

author img

By

Published : May 21, 2019, 10:31 PM IST

Updated : May 21, 2019, 11:22 PM IST

কল্যাণময় গঙ্গোপাধ্যায়

মাধ্যমিকের শুরুর দিন থেকে পর পর ছ'টি পরীক্ষায় প্রশ্নপত্র হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়েছিল । তবে এই বিষয়ে এর আগে মুখ খোলেননি পর্ষদ সভাপতি কল‍্যাণময় গঙ্গোপাধ্যায় । আজ ফলাফল ঘোষণার দিন হোয়াটসঅ্যাপ গ্রুপের উল্লেখ করে তিনি জানান, তাঁরা ও প্রশাসন যথাযথ ব্যবস্থা নিয়েছেন ।

কলকাতা, 21 মে : এ বছরের মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে হয়নি । আজ মাধ্যমিকের ফলাফল ঘোষণার দিন কার্যত সেই কথা স্বীকার করে নিলেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় । চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা শুরুর দিন থেকে পরপর ছয়টি পরীক্ষায় পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই প্রশ্নপত্র হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ে । তবে এই বিষয়ে এর আগে মুখ খোলেননি পর্ষদ সভাপতি কল‍্যাণময় গঙ্গোপাধ্যায় । আজ ফলাফল ঘোষণার দিন পর্ষদ সভাপতি জানান, এবছর মোট 73 জনের পরীক্ষা বাতিল হয়েছে । গত বছর এই সংখ্যাটা ছিল মাত্র 17 জন । স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছিল, প্রশ্ন ফাঁসের জেরেই কি এ বছর পরীক্ষা বাতিলের সংখ্যাটা এতটা বৃদ্ধি পেল? সে বিষয়ে সরাসরি কোনও উত্তর না দিলেও কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানান, প্রশ্ন বেরিয়ে আসার বিষয়টি নিয়ে প্রশাসন সজাগ আছে ।

ভিডিয়োয় শুনুন কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের বক্তব্য


এই যে 73 জনের পরীক্ষা বাতিল হল এটা কি হোয়াটসঅ্যাপে প্রশ্নফাঁসের জের?

উত্তরে কল্যাণময় গঙ্গোপাধ্যায় বলেন, "এটা সব নয় । 136টা কেস আমার কাছে এসেছিল । যারা বিভিন্ন অসৎ উপায় অবলম্বন করেছিল বা কোথাও হয়তো খাতাতে কোনও কিছু গন্ডগোল আছে সেটা নিয়ে আমার কাছে এসেছিল । তার মধ্যে 73 জনের পরীক্ষা বাতিল করা হয়েছে । গত বছর 17 জনের পরীক্ষা বাতিল করা হয়েছিল । যতগুলো মোবাইল ধরা পড়েছে এই 73-এর মধ্যে সবাই আছে । এ বছরের জন্য তাদের পরীক্ষা বাতিল । সামনের বছর পরীক্ষা দিতে পারবে । "

মাধ‍্যমিক পরীক্ষা শুরুর আগে সাংবাদিক বৈঠক করে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি জানিয়েছিলেন, কোথাও কোনও মোবাইল ফোন থাকলে বা অসৎ উপায় অবলম্বন হলে তিনি নাকি কলকাতায় বসে খবর পেয়ে যাবেন । কিন্তু, গত বছরও দুর্নীতি হয়েছিল । এবছরও মাধ্যমিকে পর পর ছয়দিন পরীক্ষা শুরুর পরপরই প্রশ্নপত্র বাইরে বেরিয়ে যায় । ঘটনার তদন্তে নামে বিধাননগর সাইবার ক্রাইম । পরে তদন্ত শুরু করে CID । তদন্তে উঠে আসে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ । নাম খোকাবাবু 420 । গ্রেপ্তার করা হয় 5 জনকে ।

এত ব্যবস্থা নেওয়ার পরও কেন ব্যর্থ হলেন?

আজ সাংবাদিক বৈঠকে এই প্রশ্ন করা হলে কল‍্যাণময় গঙ্গোপাধ্যায় বলেন, "এই পরীক্ষার সময় আমরা যা যা ব্যবস্থা নিয়েছি সেটা সম্পূর্ণ ভালোভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনারা জানেন হয়তো শেষের দিকে বেরোয়নি প্রশ্নপত্র । যে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি হয়েছিল । সেই গ্রুপ থেকে আমরা তাদের হদিশ করেছিলাম এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি । এই ব্যাপারে অ্যাডমিনিস্ট্রেশন সম্পূর্ণ সজাগ আছে ।"

Intro:কলকাতা, 21 মে: এ বছরের মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে হয়নি। আজ মাধ্যমিকের ফলাফল ঘোষণার দিন কার্যত সেই কথা স্বীকার করে নিলেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা শুরুর প্রথম দিন থেকে পরপর ছয়টি পরীক্ষায় পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই প্রশ্নপত্র বাইরে বেরিয়ে আসে। নেপথ্যে হোয়াটসঅ্যাপ। তারপর থেকেই প্রশ্নফাঁস নিয়ে কোনও কথা বলেননি কল‍্যানময় গঙ্গোপাধ্যায়। আজ ফলাফল ঘোষণার দিন সভাপতি বাধ্য হলেন প্রশ্নফাঁস নিয়ে মুখ খুলতে। পর্ষদ সভাপতি জানান, এবছর মোট 73 জনের পরীক্ষা বাতিল হয়েছে। গত বছর এই সংখ্যাটা ছিল মাত্র 17 জন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছিল, প্রশ্ন ফাঁসের জেরেই কি এ বছর পরীক্ষা বাতিলের সংখ্যাটা এতটা বৃদ্ধি পেল? সে বিষয়ে সরাসরি কোনো উত্তর না দিলেও কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানান, প্রশ্ন বেরিয়ে আসার বিষয়টি নিয়ে প্রশাসন সজাগ আছে।


Body:এই যে 73 জনের পরীক্ষা বাতিল হল এটা কি হোয়াটসঅ্যাপে প্রশ্নফাঁসের জের? কল্যাণময় গঙ্গোপাধ্যায় বলেন, " এটা সব নয়। 136টা কেস আমার কাছে এসেছিল। যারা বিভিন্ন অসৎ উপায় অবলম্বন করেছিল বা কোথাও হয়তো খাতাতে কোনো কিছু গণ্ডগোল আছে সেটা নিয়ে আমার কাছে এসেছিল। তার মধ্যে 73টি পরীক্ষা বাতিল করা হয়েছে। কত বছর 17টা বাতিল করা হয়েছিল। যতগুলো মোবাইল ধরা পড়েছে এই 73-এর মধ্যে সবাই আছে। এ বছরের জন্য তাদের পরীক্ষা বাতিল। সামনের বছর পরীক্ষা দিতে পারবে।"

এ বছরের মাধ‍্যমিক পরীক্ষা শুরুর আগে সাংবাদিক বৈঠক করে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় বলেছিলেন, কোথাও কোনো মোবাইল ফোন থাকলে বা দুর্নীতি হলে তিনি নাকি কলকাতায় বসে খবর পেয়ে যাবেন। কিন্তু, গত বছরও দুর্নীতি হয় মাধ্যমিক পরীক্ষায়। এ বছরও, পরীক্ষা শুরুর দিন থেকে পরপর ছয়টি পরীক্ষায় পরীক্ষা শুরুর পর প্রশ্নপত্র বাইরে বেরিয়ে আসে। ঘটনার তদন্তে নামে বিধাননগর সাইবার ক্রাইম। তারপরে তদন্তে নামে CID। তদন্তে খোঁজ পাওয়া যায় একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের। নাম খোকাবাবু 420। গ্রেফতার করা হয় পাঁচজনকে। এত ব্যবস্থা নেওয়ার পরও কেন ব্যর্থ হলেন? আজ সাংবাদিক বৈঠকে এই প্রশ্ন করা হলে কল‍্যানময় গঙ্গোপাধ্যায় বলেন, "এই পরীক্ষার সময় আমরা যা যা ব্যবস্থা নিয়েছি, এই প্রশাসন, সেটা সম্পূর্ণ ভালোভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনারা জানেন হয়তো শেষের দিকে বেরোয়নি প্রশ্নপত্র। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি হয়েছিল। সেই গ্রুপ থেকে আমরা তাদের হদিশ করেছিলাম এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। এই ব্যাপারে প্রশাসন সম্পূর্ণ সজাগ আছে।"






Conclusion:
Last Updated :May 21, 2019, 11:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.