ETV Bharat / state

Alternative Poush Mela: দুর্নীতিগ্রস্তদের সঙ্গে এক মঞ্চে বসবেন না উপাচার্য, বিস্ফোরক প্রেস বিজ্ঞপ্তি বিশ্বভারতীর

author img

By

Published : Dec 22, 2022, 2:41 PM IST

Updated : Dec 22, 2022, 3:00 PM IST

দুর্নীতিগ্রস্তদের সঙ্গে এক মঞ্চে বসবেন না উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ৷ বিকল্প পৌষমেলা (Alternative Poush Mela) নিয়ে এমনই বিস্ফোরক প্রেস বিজ্ঞপ্তি জারি করল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷

visva bharati VC ETV Bharat
পৌষমেলা ও বিশ্বভারতীর উপাচার্যের ছবি

বোলপুর, 22 ডিসেম্বর: বিকল্প পৌষমেলার (Alternative Poush Mela) উদ্বোধনী অনুষ্ঠানে দুর্নীতিগ্রস্তদের সঙ্গে উপাচার্য এক মঞ্চে বসবেন না ৷ বিস্ফোরক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানাল বিশ্বভারতী কর্তৃপক্ষ (Visva Bharati Press Release)। বোলপুর ডাকবাংলো মাঠে বিকল্প পৌষমেলার উদ্বোধনে থাকছেন রাজ্যের মন্ত্রী, বিধায়ক ও আমলারা ৷ তাঁদের অনেককেই সিবিআই ডেকে জিজ্ঞাসাবাদ করেছে বলে উল্লেখ করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ । প্রসঙ্গত, বিশ্বভারতীর উপাচার্য (Visva Bharati Vice Chancellor) বিদ্যুৎ চক্রবর্তীকে বিকল্প পৌষমেলার অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিল বোলপুর পৌরসভা ।

হচ্ছে না মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী পৌষমেলা । রাজ্য সরকার বোলপুর ডাকবাংলো মাঠে বিকল্প পৌষমেলার আয়োজন করেছে ৷ 3 ডিসেম্বর এই মেলার উদ্বোধন । উদ্বোধনী অনুষ্ঠানে বোলপুর পৌরসভার পক্ষ থেকে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে আমন্ত্রণ জানানো হয়েছে । কিন্তু দেখা গেল মেলা কমিটির পক্ষ থেকে উদ্বোধনী অনুষ্ঠানে যে অতিথিদের তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে নাম নেই বিশ্বভারতীর উপাচার্যের । এই বিষয়টিকে উল্লেখ করে বৃহস্পতিবার বিস্ফোরক প্রেস বিজ্ঞপ্তি দিল বিশ্বভারতী কর্তৃপক্ষ ।

বিকল্প পৌষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকছেন রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও চন্দ্রনাথ সিংহ, বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়, বিশ্বভারতীর দুই প্রাক্তন উপাচার্য সুশান্ত দত্তগুপ্ত ও সবুজকলি সেন, বিধায়ক অভিজিৎ সিংহ, সাংসদ শতাব্দী রায়, জেলাশাসক বিধান রায়, জেলা পুলিশসুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী প্রমুখ ।

আরও পড়ুন: পৌষমেলার মাঠ দিতে নারাজ বিশ্বভারতী, লিখিত দিতে নির্দেশ হাইকোর্টের

বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক মহুয়া বন্দ্যোপাধ্যায়ের দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দুর্নীতিগ্রস্তদের সঙ্গে এক মঞ্চে বসতে পারবেন না বিশ্বভারতীর উপাচার্য । আরও উল্লেখ করা হয়, অনুষ্ঠানে অতিথিদের তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁদের অনেকেই সিবিআই-ইডি-র তদন্তের আওতায় আছেন ৷ তাই তাঁদের সঙ্গে মঞ্চে বসা বিশ্বভারতীর উপাচার্যের শোভা পায় না ৷ রাজ্যের নেতা-মন্ত্রী-আমলাদের কার্যত নিন্দা করা হয় এই প্রেস বিজ্ঞপ্তিতে । এমনকী বিশ্বভারতীর দুই প্রাক্তন উপাচার্যকেও তিরষ্কার করা হয় ।

প্রসঙ্গত, বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য সুশান্ত দত্তগুপ্তর বিরুদ্ধে নিয়োগ দুর্নীতি নিয়ে সিবিআই তদন্ত চলছে ৷ প্রাক্তন উপাচার্য সবুজকলি সেনকে বহিষ্কার করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ । এ ছাড়া বিকল্প পৌষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিতদের মধ্যে রাজ্যের মন্ত্রী-বিধায়ক-নেতাদের অনেকেই সিবিআই-ইডি-র তদন্তের আওতায় রয়েছেন । সেগুলির সরাসরি উল্লেখ করে এ দিন বিশ্বভারতী কর্তৃপক্ষ যে প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে তা নিয়ে রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে ।

Last Updated :Dec 22, 2022, 3:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.