ETV Bharat / state

বিশ্বভারতী বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি উপাচার্যের ! প্রকাশ্যে বিতর্কিত অডিয়ো

author img

By

Published : Mar 17, 2021, 2:28 PM IST

উপাচার্য কীভাবে ঐতিহ্যবাহী বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিতে পারেন তা নিয়ে রীতিমতো বিতর্ক শুরু হয়েছে ।

Bidyut Chakraborty
Bidyut Chakraborty

শান্তিনিকেতন, 17 মার্চ : ফের বিতর্কে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ৷ এবার ঐতিহ্যবাহী বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন তিনি ৷ অধ্যক্ষ-আধিকারিকদের নিয়ে ভার্চুয়াল একটি বৈঠকে এমনই হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছে তাঁকে ৷ ইতিমধ্যেই ওই অডিয়ো ছড়িয়ে পড়েছে । যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক । যদিও এই অডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ।

অতীতে একাধিকবার নানা বিষয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন বিশ্বভারতীর উপাচার্য । বেশ কিছু সিদ্ধান্তও নিয়েও বিতর্কে জড়িয়েছেন ৷ এবার বিশ্বভারতী বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি শোনা গেল উপাচার্যের গলায় । সম্প্রতি বিশ্বভারতীর আধিকারিক-অধ্যক্ষদের নিয়ে একটি ভার্চুয়াল বৈঠক করেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী । সেই বৈঠকে উপাচার্যের বক্তব্যের অডিয়ো ভাইরাল হয়েছে ৷ সেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে, "আমি যাওয়ার আগে বিশ্বভারতী বন্ধ করে দিয়ে যাব ৷ বিশ্বভারতী সব চোর-ডাকাতদের জায়গা । অনুব্রত মণ্ডল আমাকে পাগল বলছে ৷ আর আপনারা সেটা শুনছেন ৷ অনুব্রতর সঙ্গে তো আমার ব্যক্তিগত কোনও শত্রুতা নেই ।"

আরও পড়ুন : প্রথা ভেঙে অসময়ে বসন্ত উৎসব, নতুন বিতর্কে বিশ্বভারতী

উপাচার্য কীভাবে ঐতিহ্যবাহী বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিতে পারেন তা নিয়ে রীতিমতো বিতর্ক শুরু হয়েছে । যদিও এই অডিয়ো প্রসঙ্গে বিশ্বভারতীর তরফে কেউ কোনও মন্তব্য করতে চাননি ।

শুনুন সেই অডিয়ো
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.