ETV Bharat / state

কোরোনা মোকাবিলায় আগাম আইসোলেশন ওয়ার্ড বোলপুর মহকুমা হাসপাতালে

author img

By

Published : Mar 8, 2020, 10:08 PM IST

corona
কোরোনা

কোরোনা সংক্রমণ ঠেকাতে আগে ভাগেই বোলপুর মহকুমা হাসপাতালে তৈরি করা হল আইসোলেশন ওয়ার্ড ৷

বোলপুর, 8 মার্চ : কোরোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বোলপুর মহকুমা হাসপাতালে তৈরি করা হল 6 শয্যা বিশিষ্ট আইসোলেশন ওয়ার্ড ৷ এনিয়ে আজ রাজ্যের মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহ জেলার প্রশাসনিক আধিকারিক ও স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন । বৈঠকে উপস্থিত ছিলেন বোলপুরের মহকুমা শাসক অভ্র অধিকারী, ভারপ্রাপ্ত সুপার তীর্থঙ্কর চন্দ্র ও অন্য স্বাস্থ্যকর্মীরা ।

স্বাস্থ্যকর্মী, চিকিৎসকরা কীভাবে সাধারণ মানুষকে কোরোনা ভাইরাস থেকে সচেতন করবেন তা নিয়ে আলোচনা হয় আজকের বৈঠকে । চন্দ্রনাথবাবু বলেন, "মুখ্যমন্ত্রীর নির্দেশমতো আগাম শয্যা প্রস্তুত রেখেছি আমরা । সকলকে সতর্ক করা হচ্ছে । "

হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার বলেন, "কোরোনা ভাইরাস নিয়ে চারিদিকে যে আতঙ্ক ছড়িয়েছে তাই নিয়েই আজ আমাদের বৈঠক হয়েছে ৷ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সচেতনতামূলক প্রচারে বিশেষ নজর দিতে হবে ৷ সাধারণ মানুষকে বোঝাতে হবে ভয়ের কোনও কারণ নেই ৷ কয়েকটি স্বাস্থ্য বিধি মানলেই এটাকে প্রতিরোধ করা যাবে ৷ নিজেদের সুস্থ রাখা যাবে ৷ "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.