ETV Bharat / state

TMC in Birbhum: অনুব্রত গড়ে বিজেপিতে যোগ তৃণমূলের পঞ্চায়েত প্রধানের

author img

By

Published : Jun 12, 2023, 6:20 AM IST

Updated : Jun 12, 2023, 6:33 AM IST

অনুব্রত গড়ে তৃণমূলের রক্তক্ষরণ চরমে ৷ একই দিনে দুই জায়গায় দল ছাড়লেন দুই নেতা ৷ মল্লারপুরের পর এবার ময়ূরেশ্বরে দল ছাড়লেন পঞ্চায়েত প্রধান ৷

Etv Bharat
বিজেপিতে যোগ পঞ্চায়েত প্রধানের

বিজেপিতে যোগ পঞ্চায়েত প্রধানের

ময়ূরেশ্বর, 12 জুন: রাজ্যে পঞ্চায়েত ভোট হতে গোনা আর কয়েক দিন বাকি ৷ শুরু হয়ে গিয়েছে মনোনয়ন পত্র জমা দেওয়ার কাজ । আর ঠিক সেই আবহেই তৃণমূলের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত অনুব্রত মণ্ডলের বীরভূমে রক্তক্ষরণ অব্যাহত শাসকদলের ৷ প্রার্থী কে হবেন, তা নিয়েও শুরু হয়েছে চরম গোষ্ঠীদ্বন্দ্ব ৷ এমনকী দল ছাড়ারও হিড়িক লেগেছে বীরভূমে ৷ যদিও বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনও গুরুত্ব দিচ্ছে না তৃণমূল ৷

একই দিনে বীরভূমের দুই জায়গায় দল ছাড়লেন দুই নেতা ৷ মল্লারপুরে দল ছেড়েছেন তৃণমূলের বুথ সভাপতি ৷ তিনি কংগ্রেসে যোগ দিয়ে তৃণমূলের কার্যালয়ও দখল করে নিয়েছেন ৷ অন্যদিকে, ক্ষোভ প্রকাশ করে কয়েকশো তৃণমূল কর্মী-সমর্থকদের নিয়ে রবিবার বীরভূমের দক্ষিণগ্রাম পঞ্চায়েতের প্রধান সদলবলে যোগ দিলেন বিজেপিতে । আর তাই নিয়ে চিন্তার ভাঁজ শাসক দলের কপালে ।

পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই অনুব্রত মণ্ডলের বীরভূমে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের নির্বাচিত গ্রাম পঞ্চায়েতের প্রধান-সহ প্রায় 100 জন কর্মী ও সমর্থক। ঘটনাটি বীরভূমে ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের দক্ষিণগ্রাম গ্রাম পঞ্চায়েতে । এদিন দক্ষিণগ্রাম গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের নির্বাচিত প্রধান শিউলি দে তাঁর অনুগামী তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা বিজেপিতে যোগ দিলেন । তাঁদের হাতে দলের পতাকা তুলে দিলেন বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার কনভেনর অর্জুন সাহা ।

আরও পড়ুন: মনোনয়ন জমাকে কেন্দ্র করে অশান্তি, তৃণমূল-পুলিশের বিরুদ্ধে কমিশনে অধীর

বিজেপি তে যোগদানের পর শিউলি দে তোপ দেগেছেন প্রাক্তন দলের বিরুদ্ধে ৷ তিনি বলেন, "তৃণমূল চোরদের দল তাই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলাম । আমি অর্জুন সাহার হাত ধরে বিজেপিতে যোগদান করলাম ।" যদিও শাসক দলের নেতারা এই দল বদলকে গুরুত্ব দিতে নারাজ । তাঁদের বক্তব্য, গ্রামের মানুষ নবজোয়ার কর্মসূচিতে প্রার্থী বাছাইয়ে তাঁকে বাদ দিয়েছে । উনি গ্রামের মানুষের কোনও কাজই করেননি । প্রার্থী পদ না মেলাতেই তিনি দল বদল করেছেন ৷

Last Updated : Jun 12, 2023, 6:33 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.