ETV Bharat / state

Tmc Vote Campaign Via Phone Calls: 'বিজেপি ভাতে মারতে চাইছে', শেষ লগ্নেও ভোট পেতে ফোন কলে প্রচার তৃণমূলের

author img

By

Published : Jul 7, 2023, 11:06 PM IST

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা ৷ তারপরেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ৷ ভোটের প্রস্তুতি শেষ হলেও এখনও প্রচার চালিয়ে যাচ্ছে শাসক শিবির ৷ অভিযোগ উঠেছে ফোন কলের মাধ্যমে জোড়াফুলে ভোট দেওয়ার কথা বলা হচ্ছে সাধারণ মানুষকে ৷ তৃণমূলের অভিনব ভোট প্রচারের কৌশল নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে ৷

Etv Bharat
শেষ লগ্নেও ভোট পেতে ফোন কলে প্রচার তৃণমূলের

বোলপুর, 7 জুলাই: রাত পোহালেই পঞ্চায়েত নির্বাচন। কমিশনের নিয়ম অনুযায়ী সমস্ত প্রচার বন্ধ ৷ কিন্তু, শাসক দলের তরফে এখনও চলছে ভোট প্রচার ৷ তবে এই প্রচার জনসমক্ষে গিয়ে নয় ৷ বরং অভিনব কৌশল বেছে নিয়েছে শাসক শিবির তৃণমূল ৷ ফোন কলের মাধ্যমে বিজেপির বিরুদ্ধে চলছে প্রচার ৷ যা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে।

8 জুলাই রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। আর মাত্র কয়েক ঘন্টা বাকি। শেষের দিকে চলছে জোর প্রস্তুতি। 6 জুলাই বিকেল 4টেয় পর্যন্ত প্রচার করার সময়সীমা ছিল ৷ তারপর থেকে প্রচার করলে, নিয়ম অনুযায়ী, নির্বাচন বিধি ভঙ্গে ব্যবস্থা নেয় কমিশন ৷

কিন্তু, অভিযোগ শুক্রবারও ফোন কলের মাধ্যমে শেষ ঘন্টায় প্রচার চালাচ্ছে তৃণমূল-কংগ্রেস। 11725312168-সহ এই ধরনের একাধিক নম্বর থেকে বহু মানুষের ফোনে মহিলা কন্ঠে কম্পিউটারাইজড ফোন আসছে ৷ তাতে বলা হচ্ছে, "জানেন কি বাংলায় জিততে পারেনি বলে কেন্দ্রের বিজেপি সরকার আপনাদের একশ দিনের টাকা ও আবাস যোজনার টাকা আটকে রেখেছে ৷ আপনাদের ভাত কেড়ে নিয়ে ভাতেও মারতে চাইছে বিজেপি ৷ জানেন বিজেপি সরকারের কাছে বকেয়া কত? প্রায় 15 হাজার কোটি টাকা ৷ আপনাদের হকের একশ দিনের এবং আবাস যোজনার টাকা ছিনিয়ে আনতে আমাদের হাত শক্ত করুন ৷ আগামী 8 জুলাই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল-কংগ্রেসকে জোড়াফুল চিহ্নে ভোট দিন।"

আরও পড়ুন: লেহর চরম ঠান্ডা থেকে দক্ষিণবঙ্গের আর্দ্রতা, কতটা খাপ খাইয়ে কাজ করতে পারবে বাহিনী ?

এভাবেই প্রত্যেকের ফোনে ফোনে ভোটের প্রাক্কালে প্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । এটা কি নির্বাচন বিধি ভঙ্গ নয়? তা নিয়েই উঠছে প্রশ্ন । উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর থেকেই মনোনয়ন পত্র জমা দিতে পিছিয়ে থাকলেও প্রচারে এগিয়ে থেকেছে তৃণমূল। এমনকী, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রচার শেষ হওয়ার পরেও দেখা গিয়েছে বিধি ভঙ্গ করে বিভিন্ন জায়গায় প্রচার করেছে শাসক দল ৷ কারণ 2024-এর লোকসভা নির্বাচনের আগে এই পঞ্চায়েত নির্বাচন তৃণমূলের কাছে বড় চ্যালেঞ্জ ৷ তাই রাজ্যের সব-কটি পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ দখলে মরিয়া তৃণমূল-কংগ্রেস। আর এই জন্য শেষ লগ্নেও ফোন কলের মাধ্যমে বিজেপি বিরোধী প্রচার চালাচ্ছে রাজ্যের শাসক দল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.