ETV Bharat / state

Tmc election Campaign : তৃণমূলের দেওয়াল লিখনে 'নারায়ণ দেবনাথ' স্মরণ, হাজির নন্টে-ফন্টে

author img

By

Published : Feb 2, 2022, 7:46 PM IST

Tmc election Campaign
Tmc election Campaign

ভোটের দেওয়াল লিখনে প্রয়াত কিংবদন্তি নারায়ণ দেবনাথকে শ্রদ্ধা জানাচ্ছে বোলপুর তৃণমূল কংগ্রেস ৷ তাঁর সৃষ্ট কালজয়ী চরিত্রগুলি শোভা পাচ্ছে দেওয়ালে দেওয়ালে (Tmc election Campaign at bolpur) ৷

বোলপুর, 2 ফেব্রুয়ারি : ভোট এলেই সেজে ওঠে গৃহস্থের বাড়ির দেওয়াল ৷ সাদা দেওয়ালের উপর রঙিন ব্যঙ্গচিত্র আর প্রতিপক্ষ দলকে কটাক্ষ করে মজাদার ছড়া, কার্টুন ৷ অতি বেরসিক মানুষটিও যাতে একবারটি ঘাড় ঘুরিয়ে মুচকি হাসেন ৷ সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করতে ফের একবার অভিনব প্রয়াস দেখা গেল তৃণমূল কংগ্রেসের তরফে ৷ বোলপুর পৌরসভার ভোটের (bolpur municipality election) প্রচারের জন্য দেওয়াল জুড়ে আঁকা হচ্ছে কার্টুন ৷ সেখানে যেমন রয়েছে হাল আমলের ছোটা ভীম, মোটু পাতলুরা ৷ তেমনই জায়গা পেয়েছে আপামর বাঙালির ছোটবেলার ভালবাসা নন্টে-ফন্টে, বাঁটুল'দা ৷ শ্রদ্ধা জানানো হয়েছে সদ্য প্রয়াত কিংবদন্তি নারায়ণ দেবনাথকে ৷

Tmc election Campaign
ভোটের প্রচারে গৃহস্থের দেওয়ালে তৃণমূলের আঁকা কার্টুন

নির্বাচনের দিন এখনও ঘোষণা করা হয়নি ৷ তবে ভোটের প্রচারে এগিয়ে থাকতে মাঠে নেমে পড়েছে তৃণমূল (Tmc election Campaign at bolpur) ৷ বীরভূম জেলার অন্যান্য পৌরসভার থেকে বাড়তি নজর থাকবে বোলপুর পৌরসভায় ৷ তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের গড় হিসেবে পরিচিত এই এলাকা ৷ তাঁর নির্দেশেই বোলপুরের রুচিসম্পন্ন, সংস্কৃতি মনস্ক মানুষদের জন্য ভোটের প্রচারে রাখা হয়েছে অভিনবত্ব ৷ পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের দেওয়ালে দেওয়ালে শোভা পাচ্ছে ছোটা ভীম, ছুটকি, মোটু-পাতলুরা ৷ শ্রদ্ধা জানানো হয়েছে প্রয়াত নারায়ণ দেবনাথকে ৷ প্রয়াত কার্টুনিস্ট যে তাঁর কালজয়ী সৃষ্টিগুলির মধ্যেই বেঁচে থাকবেন, সেই বার্তাই দেওয়া হয়েছে দেওয়াল জুড়ে ৷

তৃণমূলের দেওয়াল লিখনে 'নারায়ণ দেবনাথ' স্মরণ, হাজির নন্টে-ফন্টে

আরও পড়ুন : new version of Narayan Debnath creations: অভিভাবকহীন বাঁটুল, হাঁদা-ভোঁদারা; নতুন সংখ্যা পাওয়া নিয়ে অনিশ্চয়তা

এই বিষয়ে স্থানীয় তৃণমূল নেতা চন্দন মণ্ডল বলেন, "শান্তিনিকেতনের 2 নম্বর ওয়ার্ডের মানুষ শিল্প, সংস্কৃতি প্রিয় ৷ তাই শিল্পের ছোঁয়ায় একটু অন্যভাবে ভোটে প্রচার করছি আমরা ৷ নারায়ণ দেবনাথকে শ্রদ্ধা জানাতে তাঁর সৃষ্ট কার্টুন চরিত্রগুলি এঁকে দেওয়াল লিখন শুরু করা হয়েছে ৷"

Tmc election Campaign
আঁকা হচ্ছে কার্টুন চরিত্র

গত 18 জানুয়ারি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা কমিক্স জগতের দিকপাল মানুষটি ৷ বয়স হয়েছিল 96 বছর ৷ বয়সজনিত কারণে দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন ৷ তাঁর চলে যাওয়া বাংলা সাহিত্য জগতের অপূরণীয় ক্ষতি ৷ কারণ বাঙালি আজও তার শৈশবকে উদযাপন করে নারায়ণ দেবনাথের হাত ধরেই ৷ তাঁর দৌলতেই টিনটিন, অ্যাসটেরিক্স, ব্যাটম্যান, সুপারম্যানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে শিশু মনে আজও রাজত্ব করে চলেছে হাঁদা-ভোঁদা, বাঁটুল, নন্টে-ফন্টেরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.