ETV Bharat / state

রথের দিন ভক্তদের জন্য খোলা হল তারাপীঠ মন্দির

author img

By

Published : Jun 23, 2020, 3:22 PM IST

লকডাউনের জেরে কোরোনা সংক্রমণ রুখতে বন্ধ হয়েছিল তারাপীঠ মন্দির ৷ আজ প্রায় 93 দিন পর অবশেষে খোলা হল তারাপীঠ মন্দির ৷ বিভিন্ন বিধিনিষেধ মেনেই মন্দির খোলা হল বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ ৷

তারাপীঠ মন্দির
তারাপীঠ মন্দির

তারাপীঠ, 23 জুন : দুই দফা মন্দির কমিটির বৈঠকের পর অবশেষে আজ প্রায় 93 দিন পর পুণ্যার্থীদের জন্য খোলা হল তারাপীঠ মন্দির । কোরোনা সতর্কতার প্রতিটি নিয়ম বিধি মেনে ভক্তদের জন্য খুলে দেওয়া হল মন্দিরের দরজা । তবে ভক্তরা মূর্তিকে স্পর্শ করে পুজো দিতে পারবে না । সতর্কতার জন্যই গর্ভগৃহে প্রবেশের উপর নিষেধাজ্ঞা বহাল থাকবে ।

আজ সকালে মন্দির খোলার পর থেকেই ভিড় ছিল মন্দির চত্বরে । তবে স্থানীয় ভক্তরাই ছিলেন সংখ্যাই বেশি ৷ ট্রেন বন্ধের কারণে বাইরে থেকে ভক্তরা আসতে পারেননি বলে মনে করা হচ্ছে । মন্দিরে ঢোকার তিনটি মূল প্রবেশদ্বারে বসানো হয়েছে স্যানিটাইজ়ার টানেল । মন্দিরে ঢোকার আগে ভক্তদের স্ক্রিনিং টেস্ট করছেন নিরাপত্তাকর্মীরা । মন্দিরে আগত প্রত্যেকের হাতে দেওয়া হচ্ছে স্যানিটাইজ়ার । মন্দির চত্বরে মাইকে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং অন্যান্য প্রতিটি সতর্কতামূলক প্রচার করা হচ্ছে । তবে মন্দিরের গর্ভগৃহে প্রবেশে এখনও নিষেধাজ্ঞা রয়েছে । মন্দির কমিটি সূত্রে জানা যায়, গর্ভগৃহ অনেক ছোটো হওয়ার জন্য সামাজিক দূরত্বের কথা মাথায় রেখে এই নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে ।

পশ্চিম মেদিনীপুর থেকে আগত পূণ্যার্থী রানু মাহার বলেন, "আগে থেকেই ভেবেছিলাম মায়ের মন্দির যেদিন খুলবে সেদিনই মায়ের দর্শনে যাব ৷ তাই গাড়ি ভাড়া করে মায়ের পুজো দিতে এসেছি ।" স্থানীয় দর্শনার্থী রিনা বড়ুয়া বলেন, "মা তারার কাছে পুজো দিয়ে চাইলাম যাতে খুব তাড়াতাড়ি আমরা কোরোনা থেকে মুক্তি পায় । মন্দির চত্বরে সতর্কতার যথেষ্ট ব্যবস্থা আছে ৷ তবে আরও সামাজিক দূরত্ব বজায় রাখলে ভালো হত ।" তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, "মন্দির কমিটির প্রত্যেকটি সেবায়তের সঙ্গে আলোচনা করে 93 দিন পর রথযাত্রা দিনটিকে বেছে আমরা আজ সকালেই মন্দির খুলেছি । মায়ের আশীর্বাদে আশা রাখি শুধু ভারত নয়, সারা পৃথিবী খুব তাড়াতাড়ি কোরোনামুক্ত হবে । আমরা প্রতিটি ভক্তের দীর্ঘায়ু কামনা করি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.