ETV Bharat / state

Kaali Remark Row: তন্ত্র মতে মা তারার ভোগে লাগে মাংস, কারনসুধা ও মৎস্য; মহুয়ার টুইট বিতর্কে মন্তব্য তারাপীঠ মন্দির কমিটির সভাপতির

author img

By

Published : Jul 6, 2022, 9:52 PM IST

Updated : Jul 6, 2022, 10:54 PM IST

তন্ত্র মতে পুজো হলে মা তারার ভোগে পাঠার মাংস, কারনসুধা ও মৎস্য লাগে বলে মহুয়া মৈত্রের(Mahua Moitra) টুইট বিতর্কে জানালেন তারাপীঠ মন্দির কমিটির সভাপতি(Tarapith Mandir president) তারাময় মুখোপাধ্যায় ৷

Tarapith Mandir president on Mahua Moitra Remark Row
Kaali Remark Row

তারাপীঠ, 6 জুলাই: মহুয়া মৈত্রের(Mahua Moitra)মন্তব্যকে ঘিরে সরগরম বঙ্গ রাজনীতি । দেবী কালীকে নিয়ে সাংসদ মহুয়া মৈত্রর মন্তব্যে ঘিরে বিতর্ক ছড়িয়েছে । যদিও এর দায় নেয়নি তৃণমূল । দলের তরফে টুইট বার্তায় বলা হয়, একটি বেসরকারি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে করা মহুয়া মৈত্রর মন্তব্য সম্পূর্ণভাবে তাঁর ব্যক্তিগত এবং দল কোনওভাবে ওই মন্তব্যের সমর্থন করে না ।

আর এদিন মহুয়া মৈত্রের মন্তব্যের পরিপ্রেক্ষিতে তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, "তন্ত্র মতে পুজো হলে মায়ের ভোগে মাংস থাকবে । এই মাংস হবে মন্দির ভিতরে বলিদানের পাঁঠার মাংস । তার সঙ্গে থাকবে কারনসুধা ও মৎস্য । এইভাবে ভোগ দিয়ে প্রাচীনকাল থেকে মা-তারাকে আরাধনা করা হচ্ছে । একইভাবে নিরামিষ ভোগ দিয়েও পুজোও দেওয়া হয় মাকে ।"(Tarapith Mandir president on Mahua Moitra Remark Row)

প্রসঙ্গত, কানাডার একটি তথ্যচিত্রের পোস্টারে কালীর ছবি নিয়ে বিতর্কের সূত্রপাত । একটি বেসরকারি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে মহুয়া বলেন, "আমার কাছে মা কালী অন্যরকম ৷ তিনি মাংস খান, সুরা পানকারী দেবী ৷" তারপরই বিতর্ক ছড়ায় ।

আরও পড়ুন: নূপুর শর্মাকে গ্রেফতারের দাবি উঠলে, মহুয়া নয় কেন? ‘কালী’ বিতর্কে প্রশ্ন লকেটের

মহুয়ার টুইট বিতর্কে তারাপীঠ মন্দির কমিটির সভাপতির মন্তব্য

এরপর মহুয়া মৈত্র একটি টুইটও করেন । যেখানে তিনি লেখেন, "সব সঙ্ঘ সদস্যকে বলছি, মিথ্যে কথা বলা আপনাদের আরও ভালো হিন্দু করে তুলবে না ৷ আমি কখনও কোনও সিনেমা বা পোস্টারকে সমর্থন করিনি, ধূমপান শব্দটিও ব্যবহার করিনি ৷ আপনাদের পরামর্শ দেব, আপনারা তারাপীঠে মা কালীর মন্দিরে ঘুরে আসুন ৷ সেখানে মা কালীকে কী ধরনের খাবার, পানীয় ভোগ হিসাবে দেওয়া হয়, দেখে আসুন ৷ জয় মা তারা ৷"

Last Updated :Jul 6, 2022, 10:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.