ETV Bharat / state

Suri TMC Councillors: সিউড়ি পৌরসভায় তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব ! অভিষেককে চিঠি 14 কাউন্সিলরের

author img

By

Published : Jan 8, 2023, 10:00 PM IST

খাতায়-কলমে অনুব্রত মণ্ডল বীরভূম জেলা তৃণমূলের সভাপতি থাকলেও, বর্তমানে তিনি জেলে ৷ এই অবস্থায় সিউড়িতে প্রকাশ্যে এল তৃণমূলের অন্দরের দ্বন্দ্ব ৷ পৌরসভার সিদ্ধান্তের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন 14 জন তৃণমূল কাউন্সিলর (Suri TMC Councillors write letter to Abhishek Banerjee)।

ETV Bharat
অভিষেককে চিঠি সিউড়ির 14 জন তৃণমূল কাউন্সিলরের

অভিষেককে চিঠি সিউড়ির 14 জন তৃণমূল কাউন্সিলরের

সিউড়ি, 8 জানুয়ারি: খেলার মাঠ দখল করে দোকান ঘর নির্মাণের বিরোধিতা করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) চিঠি দিলেন সিউড়ি পৌরসভার 14 জন কাউন্সিলর । সিউড়ি পৌরসভার চেয়ারম্যান অঞ্জন করের বিরুদ্ধে সরব দলেরই একাংশ । বিষয়টিকে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব হিসেবেই দেখা হচ্ছে ৷

জেলার রাজনৈতিক মহল মনে করছে, পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে জেলার শীর্ষ নেতাদের উপর আস্থা হারিয়ে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিতে হচ্ছে তৃণমূল কাউন্সিলরদের ৷ বিষয়টি নিয়ে রীতিমতো জল্পনা শুরু হয়েছে । বিষয়টি নিয়ে রবিবার তৃণমূলের জেলা কমিটির বৈঠকেও আলোচনা হয় (Suri TMC Councillors write letter to Abhishek Banerjee) ৷

বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নে দলের বীরভূম জেলা সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন,"আমরা এই খবর শুনেছি । জেলা কমিটিতে আলোচনা হয়েছে । যতক্ষণ না সমস্যার সমাধান হয় আমরা নির্মাণ কাজ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি ৷ এতে কোন গোষ্ঠীদ্বন্দ্ব নেই ৷" জানা গিয়েছে, 1949 সালে হেতমপুরের রাজা খেলাধুলার জন্য তৎকালীন বীরভূম জেলা শাসকে একটি জায়গা দিয়েছিলেন । সেই জায়গাটি বর্তমানে সিউড়ি পৌরসভার 16 নম্বর ওয়ার্ডে অবস্থিত । অভিযোগ, বীরভূম জেলা স্পোর্টস অথারিটির তত্ত্বাবধানে থাকা মাঠটিতে দোকানঘর নির্মাণ কাজ শুরু হয়েছে । সিউড়ি পৌরসভার পক্ষ থেকে এখানে 42টি দোকানঘর নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে (TMC inner clash in Suri Municipality)।

আরও পড়ুন: তৃণমূল কর্মীর অস্বাভাবিক মৃত্যুতে অভিযুক্ত সিপিএম, আগুন জ্বালিয়ে পথ অবরোধ

আর এতেই আপত্তি পৌরসভার কাউন্সিলদের ৷ তাঁদের অন্ধকারে রেখে খেলার মাঠে দোকানঘর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করে সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিস্ফোরক চিঠি দিয়েছেন 14 জন কাউন্সিলর (Suri TMC Councillors) । উল্লেখ্য, পদাধিকার বলে এই জেলা স্পোর্টস অথারিটির সভাপতি হলেন খোদ জেলা শাসক ও নির্বাচিত সভাপতি হলেন বিদ্যাসাগর সাউ । তিনি আবার সিউড়ি পৌরসভার (suri municipality) উপ-পৌরপতিও । অর্থাৎ, সিউড়ি পৌরসভার পৌরপতি ও উপ-পৌরপতির বিরুদ্ধে ক্ষুব্ধ দলের অন্যান্য কাউন্সিলরা ৷ খেলার মাঠ দখলের অভিযোগ বীরভূম জেলা কমিটি কাছে বা প্রশাসনের কাছে না করে, সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন চিঠি দেওয়া হল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে । স্বভাবতই অনেকেই মনে করছে অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে বীরভূমে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এসে পড়ছে ৷ আর সেটা তৃণমূলের কাছে সবদিক থেকেই অস্বস্তির।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.