ETV Bharat / state

Mamata Banerjee Birbhum Visit: মমতার সফরে অনুব্রতকে নিয়ে বড় সিদ্ধান্তের পথে তৃণমূল ? 'কেষ্টহীন' ব্যানার-ফেস্টুনে জল্পনা

author img

By

Published : Jan 29, 2023, 9:59 PM IST

সামনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূম সফর ৷ তবে এবার বীরভূমের আনাচে-কানাচে ব্যানার ও পোস্টারে নেই অনুব্রত মণ্ডলের ছবি ৷ আর 'কেষ্টহীন' ব্যানার-ফেস্টুনে ঘিরে তৈরি হয়েছে জল্পনা ৷ তবে কী অনুব্রতকে নিয়ে বড় সিদ্ধান্তে নিতে চলেছে তৃণমূল ?

Mamata Banerjee
অনুব্রত মণ্ডল

মমতার সফরে অনুব্রতকে নিয়ে বড় সিদ্ধান্তের পথে তৃণমূল ?

বোলপুর, 29 জানুয়ারি: মুখ্যমন্ত্রীর বীরভূম সফরে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) নিয়ে বড় সিদ্ধান্ত হতে চলেছে, এমনটাই দলীয় সূত্রে জানা গিয়েছে । 30 জানুয়ারি বীরভূমের এসেই সাংসদ ও বিধায়ক-সহ 70 জন নেতার সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো । এই বৈঠকেই স্থির হওয়ার কথা পঞ্চায়েত নির্বাচনের বৈতরণী পেরোতে হাল কার হাতে দেওয়া হবে ৷ ইতিমধ্যেই এই সফরের ব্যানার ও পোস্টারে দেখা নেই দিদির প্রিয় কেষ্টর । তাই এই সফরের বৈঠকে অনুব্রতকে নিয়ে কী সিদ্ধান্ত হয়, তা নিয়েই জল্পনা তুঙ্গে ৷ যদিও, অনুব্রতর পর জেলা সভাপতি হওয়ার দৌড়ে তিনটি নাম উঠে এসেছে । যথাক্রমে মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বিধায়ক অভিজিৎ সিংহ, জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী ।

মমতার বীরভূম সফর: 30 জানুয়ারি বিকেলে 'কেষ্টহীন' বীরভূমে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) । থাকবেন শান্তিনিকেতনের বল্লভপুর জঙ্গলে রাঙাবিতান অতিথিশালায় ৷ 31 জানুয়ারি বীরভূম থেকে মালদায় প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন। ওই দিনই বিকেলে বীরভূমের ফিরে আসার কথা রয়েছে তাঁর। 1 ফেব্রুয়ারি বোলপুর ডাকবাংলো মাঠে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী। এই সভা থেকে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন-সহ বেশ কয়েকটি শিলান্যাস করার কথা রয়েছে । এই সফরের মাঝে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরোধী আন্দোলনকারী পড়ুয়া-অধ্যাপকেরা দেখা করবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে । তাঁদের সঙ্গে কথা বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় । এমনই প্রস্তুতি ইতিমধ্যেই নেওয়া হয়েছে । এর পাশাপাশি নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের 'প্রতীচী' বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখার করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর ৷

বীরভূমে মুখ্যমন্ত্রীর কর্মসূচি: তবে উল্লেখযোগ্য বিষয় হল, 30 জানুয়ারি বীরভূমের এসেই রাঙাবিতান অতিথি শালায় দলের দুই সাংসদ, 10 জন বিধায়ক, 19 জন ব্লক সভাপতি, পৌরসভাগুলির চেয়ারম্যান-সহ প্রায় 70 জন নেতার সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করবেন তৃণমূল নেত্রী ৷ দলীয় সূত্রে জানা গিয়েছে, এই বৈঠকে অনুব্রত মণ্ডলকে নিয়ে বড় সিদ্ধান্ত হতে চলেছে ৷ অর্থাৎ, দীর্ঘদিন ধরে গরুপাচার মামলায় আসানসোল সংশোধনাগারে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন অনুব্রত । এখনও পর্যন্ত বীরভূম জেলা সভাপতি পদেই বহাল তিনি ৷ কিন্তু, আসন্ন পঞ্চায়েত নির্বাচন, তারপরেই 2024 সালের লোকসভা নির্বাচন ৷ এই দুই নির্বাচনে দলের ফল ভালো করতেই অনুব্রতর পদ নিয়ে সিদ্ধান্ত নিতে চলেছে দল বলে মনে করা হচ্ছে ৷

Anubrata Mondal
কেষ্টহীন ব্যানার-ফেস্টুনে ঘিরে তৈরি হয়েছে জল্পনা

বীরভূমের জেলা সভাপতি: প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফরের কোনও ব্যানার-ফেস্টুনে ছবি নেই অনুব্রতর । আগেই, ছবি না-দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সর্বভারতীয় তৃণমূল-কংগ্রেস ৷ অন্যদিকে, অনুব্রতর পরবর্তী জেলা সভাপতি হওয়ার দৌড়ে তিনটি নাম উঠে আসছে দলের অন্দর থেকে । যথাক্রমে, বোলপুরের বিধায়ক তথা রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী ও লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ । মুখ্যমন্ত্রীর সফরের জন্য স্বাগত গেটে দেখা গেল মন্ত্রী চন্দ্রনাথ সিংহ ও সভাধিপতি বিকাশ রায়চৌধুরীর ছবি দেওয়া রয়েছে ৷ আর এই সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের রুদ্ধদ্বার বৈঠক ঘিরে জল্পনা তুঙ্গে ৷ অনুব্রতকে নিয়ে কী সিদ্ধান্ত হয় সেদিকেই তাকিয়ে সবাই ৷ তবে এই বিষয়ে কোনও মন্তব্য করতে নারাজ দলের জেলা নেতৃত্ব ৷

আরও পড়ুন: কেষ্টভূমে মমতার সফরে ব্রাত্য অনুব্রতর ছবি !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.