ETV Bharat / state

Soma Das Joins in School : আইনি লড়াই জিতে স্কুলে যোগ দিলেন ক্যানসারজয়ী সোমা

author img

By

Published : Jun 4, 2022, 8:04 PM IST

দু’দুবার মারণ রোগ ক্যানসার জয় করেছেন তিনি ৷ এখনও পুরোপুরি সুস্থ নন তিনি ৷ তাও মনের অদম্য জোর ও জয়ের ইচ্ছা তাই আন্দোলন করে ছিনিয়ে নিলেন চাকরি ৷ আজ থেকেই বীরভূমের নলহাটির মধুরা উচ্চ বিদ্যালয়ে কাজে যোগ দিলেন তিনি (Cancer Patient Soma Das)৷

Cancer Patient Soma Das
বীরভূম স্কুলে যোগ দিলেন সোমা দাস

নলহাটি, 4 জুন : একদিকে লড়েছেন ক্যানসারের সঙ্গে ৷ সেই সঙ্গে লড়েছেন জীবন ও জীবীকার তাগিদে ৷ সেই লড়াই তাঁকে এনে দিয়েছে সাফল্য ৷ আজ, শনিবার থেকেই বীরভূমের নলহাটির মধুরা স্কুলে চাকরিতে যোগ দিলেন লড়াকু সোমা দাস ৷ সম্প্রতি কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল দ্রুত তাঁর শিক্ষক পদে যোগ দেওয়ার ব্যবস্থা করতে হবে ৷ তারপর আজই বীরভূমের এই স্কলে শিক্ষিকা পদে যোগ দিলেন সোমা (Soma Das Joins in School)৷

2016 সালে এসএসসি পরীক্ষায় বসেন বীরভূমের নলহাটির আশ্রমপাড়ার বাসিন্দা সোমা দাস । 2018 সালে ফলাফল প্রকাশ হলে তিনি জানতে পারেন উত্তীর্ণ হয়েছেন । তার পরেও চাকরি মেলেনি । চাকরির দাবিতে অন্যান্য চাকরিপ্রার্থীদের মতোই আন্দোলনে যুক্ত হন সোমা । কিন্তু সেই বছরই নভেম্বর মাসে সোমার শরীরে ক্যানসারের লক্ষণ দেখা দিতে শুরু করে । পরীক্ষা-নিরীক্ষা করে 2019 সালের ফেব্রুয়ারি মাসে জানতে পারেন ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি । পরিবারের সদস্যরা চিকিৎসার জন্য নিয়ে যান মুম্বাই টাটা মেমোরিয়াল হাসপাতাল । সেখানে চিকিৎসা চলাকালীন 10 ঘন্টা ধরে চলত কেমো । 6টি কেমো নিয়ে সুস্থ হয়ে সাড়ে সাত মাস পর বাড়ি ফেরেন তিনি । কিন্তু বাড়ি ফিরতেই ফের দ্বিতীয়বারের জন্য তার শরীরে ক্যান্সার ধরা পড়ে । দ্বিতীয়বার ক্যানসার ধরা পড়ার পর ফের সোমা পুনরায় মুম্বাই পাড়ি দেন । ফের একইভাবে শুরু হয় চিকিৎসা । নতুন করে 6টি কেমো দিতে হয় তাঁকে । সুস্থ হয়ে 6 মাস পর বাড়ি ফিরে আসেন তিনি ৷ থেমে থাকেনি তাঁর লড়াই ৷

বীরভূম স্কুলে যোগ দিলেন সোমা দাস

আরও পড়ুন : Soma Das reject Job offer : ‘শিক্ষিকাই হতে চাই’, অন্য চাকরির প্রস্তাব ফেরালেন ক্যানসার যোদ্ধা সোমা

দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে জয় ছিনিয়ে নেওয়া যায় তার উদাহরণ হলেন সোমা । সোমার মা অপর্ণা দাস বলেন, ‘‘দুরারোগ্য চিকিৎসা করাতে গিয়ে আর্থিকভাবে নিঃস্ব হয়ে পড়ি । আর্থিকভাবে নিঃস্ব হলেও সোমার পাশে দাঁড়ান তার বন্ধুবান্ধবরা । মেয়ে চাকরি পাওয়ায় আর্থিক ভাবে একটু স্বচ্ছল হবে আমাদের পরিবার ।’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.