ETV Bharat / state

Satabdi Roy: কেষ্টভূমে চাপে জোড়াফুল ? হাল ধরতে ক্লোজড ডোর ব্লু প্রিন্ট ছকলেন সাংসদ শতাব্দী

author img

By

Published : Aug 17, 2023, 10:52 PM IST

Etv Bharat
Etv Bharat

Satabdi Roy eyes to give TMC a better lead in Lok Sabha Election: বীরভূমের সংখ্যালঘু ভোট ভাগ বসিয়েছে বিরোধীরা ? অনুব্রতহীন বীরভূমে এবার হাঁসন কেন্দ্রের 2টি পঞ্চায়েত দখল করেছে বাম-কংগ্রেস জোট । তা সামাল দিতেই মাঠে নামলেন শতাব্দী রায় ৷

নলহাটি, 17 আগস্ট: লক্ষ্য 2024 সালের লোকসভা ভোট ৷ এই অবস্থায় পঞ্চায়েতকেই ম্যাচ প্র্যাক্টিসের মঞ্চ হিসেবে ধরে নিয়েছিলেন তৃণমূলের নেতা-কর্মীরা ৷ নেট প্র্যাক্টিস মিটতেই লোকসভা ভোটের প্রস্তুতিতে নেমে পড়েছে তৃণমূল ৷ একই সঙ্গে শুরু হয়েছে পঞ্চায়েত ভোটের খামতি খুঁজে বার করে তা মেরামত করা ৷ সেই লক্ষ্যেই এদিন কার্যত ক্লোজড ডোর ব্লু প্রিন্ট ছকলেন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায় ।

সাংবাদিকদের ক্যামেরা বন্ধ করার নির্দেশ দিলেন ৷ গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে দলের নেতাদের বললেন, ‘‘আপনি যদি নেতা হন, যেকোনও প্রার্থীকে জেতানোর ক্ষমতা আপনার থাকবে ৷’’ নলহাটির 2 নং ব্লকের লোহাপুরে কর্মীসভা করতে গিয়ে জানতে চাইলেন লোকসভা ভোটে ভালো ফল হবে তো ? আশ্বাস দিলেন, প্রয়োজনে দ্বন্দ্ব মেটাতে গ্রামে, অঞ্চলে, বুথে যাবেন, ব্যক্তিগত ভাবে সমস্যা মেটাতে বসবেন ৷ হাঁসন কেন্দ্রের লোহাপুর এলাকার স্থানীয় নেতাদের ক্ষোভ উগরে দেন সাংসদ শতাব্দী রায় । স্থানীয় নেতাদের উদ্দেশ্যে বলেন, ‘‘মানুষ তৃণমূলকে চাইছে ৷ আপনাদের চাইছে না । সারা বছর নেতা হচ্ছেন, অথচ প্রার্থীদের জেতাতে পারছেন না । আপনি কিসের নেতা ? আপনার কাজে মানুষ বিরক্ত হচ্ছে ।’’

2019 সালের লোকসভা ভোটে শতাব্দী রায়ের প্রাপ্ত ভোট ছিল 6,54,077 ৷ শতকরা হিসেবে 45.13% ভোট ৷ 5,65,153 ভোট পেয়ে দ্বিতীয় স্থানে ছিলেন দুধকুমার মণ্ডল ৷ শতকরা হিসেবে 38.99% । সিপিআইএম প্রার্থী রেজাউল করিম 75,763টি ও কংগ্রেস প্রার্থী ইমাম হোসেন পেয়েছিলেন 75,545টি ভোট । বিধানসভা ভিত্তিক সাঁইথিয়া বিধানসভা কেন্দ্রে 737টি ভোটের লিড ছাড়া রামপুরহাট, দুবরাজপুর, সিউড়িতে ভরাডুবি হয়েছিল তৃণমূলের । কিন্তু সংখ্যালঘু অধ্যুষিত নলহাটি, হাঁসন ও মুরারই বিধানসভায় ব্যাপক লিড পাওয়ায় জিতেছিলেন শতাব্দী রায় ।

আরও পড়ুন: কংগ্রেসের আগ্রহ না থাকলে প্রধানমন্ত্রী পদে মুখ মমতা, মন্তব্য শতাব্দীর

কিন্তু এখন পরিস্থিতি আলাদা । ‘বীরভূমের বাঘ’ অনুব্রত মণ্ডল গরুপাচার কাণ্ডে এক বছরেরও বেশিদিন ধরে তিহাড় জেলে । অনুব্রতহীন বীরভূমে এবার হাঁসন কেন্দ্রের 2টি পঞ্চায়েত দখল করেছে বাম-কংগ্রেস জোট । নলহাটি 2 নম্বর ব্লকের বাড়া 1 পঞ্চায়েত ও বাড়া 2 পঞ্চায়েত দখল করছে বাম-কংগ্রেস জোট। যেখানে বাড়া 1 পঞ্চায়েতের 22টি আসনের মধ্যে 12টিতে জয়ী হয়েছেন জোট প্রার্থীরা । অন্যদিকে বাড়া 2 পঞ্চায়েতের 17টি আসনের মধ্যে 14টি আসনে জয়ী হয়েছেন জোট প্রার্থীরা । আর স্বাভাবিকভাবেই বিরোধীদের এই জয়লাভের পর চিন্তায় শাসকদল ।

তাহলে কি বীরভূমের সংখ্যালঘু ভোট ভাগ বসিয়েছে বিরোধীরা ? চলছে চুলচেরা বিশ্লেষণ । অনুব্রত-বিরোধী বলে পরিচিত কাজল শেখকে বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি করার পেছনে সংখ্যালঘু ভোটও একটি কারণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.