ETV Bharat / state

Amartya Sen House: অমর্ত্য সেনের বাড়ি-জমি বেদখলের আশঙ্কা, পুলিশকে শান্তিরক্ষার নির্দেশ

author img

By

Published : Apr 13, 2023, 7:09 AM IST

Updated : Apr 13, 2023, 8:38 AM IST

Amartya Sen House
অমর্ত্য সেনের বাড়ি

অমর্ত্য সেন বিদেশে ৷ এই অবস্থায় তাঁর বাড়ি ও জমি বেদখল করতে পারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷ এই মর্মে দায়ের হয়েছে মামলা ৷ নিষ্পত্তি না-হওয়া পর্যন্ত অর্থনীতিবিদের প্রতীচী বাড়ির চত্বরে শান্তি বজায় রাখার দায়িত্ব দেওয়া হল শান্তিনিকেতন থানার ওসিকে ৷

বোলপুর, 13 এপ্রিল: পুলিশকে 'শান্তি রক্ষার' নির্দেশ এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ৷ অমর্ত্য সেনের অনুপস্থিতিতে তাঁর শান্তিনিকেতনের বাড়িটি যাতে বেদখল হয়ে না যায় তাই এই পদক্ষেপ ৷ নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বিদেশে রয়েছেন ৷ তাঁর অনুপস্থিতিতে বিশ্বভারতী কর্তৃপক্ষ 'প্রতীচী' বাড়ির জমির দখল নিতে পারে ৷ এই আশঙ্কায় মামলা হয়েছে এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদালতে । মামলার নিষ্পত্তি না-হওয়া পর্যন্ত শান্তিনিকেতন থানার ওসিকে অমর্ত্য সেনের বাড়ির চত্বরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে ৷

তাঁর অনুপস্থিতিতে শান্তিনিকেতনে পৈতৃক 'প্রতীচী' বাড়ির জমি বেদখল হওয়া আটকাতে 145 সিআরপিসি অনুযায়ী বোলপুর এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদালতে আবেদন করেন অমর্ত্য সেনের বাড়ির দেখভালের দায়িত্বে থাকা গীতিকণ্ঠ মজুমদার ৷ সেই আবেদনের ভিত্তিতে মামলার নিষ্পত্তি না-হওয়া পর্যন্ত অমর্ত্য সেনের বাড়ি চত্বরে আইন ও শৃঙ্খলার পরিবেশ বজায় রাখতে শান্তিনিকেতন থানার ওসিকে এই নির্দেশ দেওয়া হয়েছে ৷ এমনকী, ওসিকে এই সংক্রান্ত রিপোর্ট দেওয়ার কথাও বলা হয়েছে ৷ এই নির্দেশিকার প্রতিলিপি বিশ্বভারতীর কর্মসচিবকেও পাঠানো হয়েছে ৷ এই পরিস্থিতিতে বিশ্বভারতী কর্তৃপক্ষ অমর্ত্য সেনের অনুপস্থিতিতে তাঁর 'প্রতীচী' বাড়িতে কোনও রকম মাপজোখও করতে পারবে না ৷

Executive Magistrate of Bolpur
মহকুমাশাসকের আদালতে অমর্ত্য সেনের জমি বাড়ি নিয়ে মামলা

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বিশ্বভারতীর 13 ডেসিমেল জমি দখল করে রেখেছেন ৷ এই অভিযোগ তুলে বিশ্বভারতী কর্তৃপক্ষ 4টি চিঠি দিয়ে তাঁর কাছ থেকে জমি ফেরত চেয়েছে ৷ এমনকী, একাধিকবার বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ভারতরত্ন অমর্ত্য সেনকে বেনজির আক্রমণ করেছেন ৷ অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পরে পিতা আশুতোষ সেনের উইল অনুযায়ী আবেদনের ভিত্তিতে বোলপুর ভূমি ও ভূমি সংস্কার দফতর 1.38 একর জমিই অমর্ত্য সেনের নামে জমি রেকর্ড করে দেয় ৷ এরপর ফের বিশ্বভারতী কর্তৃপক্ষ অমর্ত্য সেনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়ে চিঠি দেয় ৷ সেই চিঠিতে 90 বছর বয়সি অর্থনীতিবিদকে সশরীরে হাজিরাও দিতে বলে বিশ্বভারতী কর্তৃপক্ষ ৷ এই ঘটনায় নিন্দার ঝড় ওঠে রাজ্যে ৷ যদিও তিনি এখন বিদেশে ৷ এবার তাঁর বাড়ির আশপাশে শান্তি বজায় রাখার নির্দেশ দেওয়া হল।

আরও পড়ুন: সরকারি আধিকারিকের হাত ধরে অমর্ত্য সেনের বাড়িতে পৌঁছে গেল জমির রেকর্ড

Last Updated :Apr 13, 2023, 8:38 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.