ETV Bharat / state

বাঙালি ও দুর্গাপুজো নিয়ে মন্তব্য-সহ 3 মামলায় বিদ্যুৎ চক্রবর্তীকে 3 ঘণ্টা জিজ্ঞাসাবাদ পুলিশের

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 20, 2023, 2:42 PM IST

ETV BHARAT
ETV BHARAT

Visva-Bharati Plaque Controversy Case: হাইকোর্টের রক্ষাকবচ থাকায় পুলিশ গ্রেফতার করতে পারবে না বিদ্যুৎ চক্রবর্তীকে ৷ কিন্তু, জিজ্ঞাসাবাদের অনুমতি ছিল ৷ সেই মতো তিনটি মামলার প্রেক্ষিতে আজ সকাল থেকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যকে জিজ্ঞাসাবাদ করল শান্তিনিকেতন থানার পুলিশ ৷

বোলপুর, 20 নভেম্বর: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে প্রায় 3 ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল শান্তিনিকেতন থানার পুলিশ ৷ সোমবার সকালে পূর্বপল্লির পূর্বিতা বাসভবনে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ৷ পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের ভিডিয়ো রেকর্ড করা হয়েছে ৷ 4 নভেম্বর বিশ্বভারতীর উপাচার্য হিসেবে মেয়াদ শেষ হয়েছে বিদ্যুৎ চক্রবর্তীর ৷ তাঁর সময়কালে একাধিক সিদ্ধান্ত, মন্তব্য ও কার্যকলাপের জন্য বহু অভিযোগ দায়ের হয়েছিল শান্তিনিকেতন থানায় ৷ লিখিত অভিযোগের ভিত্তিতে মোট 6টি মামলাও রুজু হয় ৷

সোমবার সকালে শান্তিনিকেতন থানার ওসি কস্তুরি মুখোপাধ্যায়ের নেতৃত্বে পুলিশের একটি দল প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর 'পূর্বিতা' বাসভবনে আসে ৷ প্রায় তিনঘণ্টা তাঁকে প্রশ্ন করেন তদন্তকারীরা ৷ উল্লেখ্য, এই সব মামলার প্রেক্ষিতে রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিদ্যুৎ চক্রবর্তী ৷ সেই আবেদনের ভিত্তিতে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছিল, এখনই বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্যকে গ্রেফতার করা যাবে না ৷ পাশাপাশি, বাসভবনে গিয়ে এক ঘণ্টা করে তাঁকে জিজ্ঞাসাবাদ করা যাবে ৷ সেই নির্দেশ অনুযায়ী, তিনটি মামলার হিসেবে এ দিন প্রায় তিনঘণ্টা জিজ্ঞাসাবাদ চলে ৷

প্রসঙ্গত, ঐতিহ্যবাহী উপাসনাগৃহে বসে 'বাঙালি কাঁকড়ার জাত' বলেছিলেন বিদ্যুৎ চক্রবর্তী ৷ এমনকি দুর্গাপুজো নিয়েও বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি ৷ এ ছাড়াও অভিযোগ ওঠে, শান্তিনিকেতনের টোটোচালকদের হেনস্থা করেছিলেন প্রাক্তন উপাচার্য ৷ এই তিনটি মামলায় আজ তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ৷ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ওয়ার্ল্ড হেরিটেজ সম্মানের ফলকে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম না থাকার বিষয়েও একটি মামলা দায়ের হয়েছে ৷ যে ফলকটি সম্প্রতি বদলে ফেলার নির্দেশ দিয়েছে কেন্দ্র ৷ বিতর্কিত ফলক বসানো হয়েছিল মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত শান্তিনিকেতন ট্রাস্টের জায়গায় ৷ এ নিয়ে দায়ের হওয়া মামলায় আগামী 22 নভেম্বর ফের বিদ্যুৎ চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ সূত্রে খবর ৷

বিদ্যুৎ চক্রবর্তী উপাচার্য থাকাকালীন কখনও নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে 'জমি হরফকারী' বলে বেনজির আক্রমণ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ-সহ ঠাকুর পরিবারের সদস্য সুপ্রিয় ঠাকুর, আশ্রমিক, অধ্যাপক-অধ্যাপিকা, প্রাক্তনী, পড়ুয়াদের আক্রমণ করতে দেখা গিয়েছে তাঁকে ৷ যা নিয়ে নিন্দার ঝড় উঠেছিল সর্বত্র । তাই মেয়াদ শেষ হতেই একের পর এক মামলা নিয়ে সক্রিয় পুলিশ ৷

আরও পড়ুন:

  1. ফলক বদলের নির্দেশ মমতার জয় দেখছেন চন্দ্রনাথ, বিতর্কের ইতি টানতে বললেন অনুপম
  2. 'প্রধানমন্ত্রীকে খুশি করতে ফলক, উনি ভণ্ড বিজেপি সাজেন', বিদ্যুতের বিরুদ্ধে বিস্ফোরক অনুপম
  3. বঙ্কিম-শ্যামাপ্রসাদকে মুছে দিয়ে রবীন্দ্রনাথকে নিয়ে আন্দোলন, মন্তব্য এসটি কমিশনের চেয়ারম্যানের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.