ETV Bharat / state

Visva-Bharati Convocation: 28 মার্চ বিশ্বভারতীতে ফের সমাবর্তন, থাকতে পারেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

author img

By

Published : Mar 4, 2023, 7:03 PM IST

2022 সালে উত্তীর্ণ পড়ুয়াদের জন্য ফের সমাবর্তন অনুষ্ঠান হবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ৷ অনুষ্ঠানে থাকতে পারেন বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu to present at Visva Bharati Convocation) ।

Etv Bharat
Etv Bharat

বোলপুর, 4 মার্চ: সমস্তকিছু ঠিক থাকলে সমাবর্তনে যোগ দিতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu)। 28 মার্চ ফের বিশ্বভারতীতে সমাবর্তন রয়েছে । সদ্য 2021 সালের উত্তীর্ণদের নিয়ে হয়ে গেল সমাবর্তন । এবার 2022 সালের উত্তীর্ণদের নিয়ে হবে সমাবর্তন অনুষ্ঠান ৷ এখনও পর্যন্ত এমনই সম্ভাব্য সূচি তৈরি হয়ে রয়েছে (President Droupadi Murmu to present at Visva Bharati Convocation) ।

2019 সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন হয়েছিল । 2020 সালে কোভিড পরিস্থিতির জন্য বন্ধ রাখা হয়েছিল সমাবর্তন অনুষ্ঠান ৷ যদিও 2021 সালে কোভিড বিধি মেনে সমাবর্তন অনুষ্ঠান হয় । সেখানে ভার্চুয়ালি অংশ নিয়েছিলেন বিশ্বভারতীর আচার্য তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । 2022 সালে ছাত্র আন্দোলনের জেরে কার্যত গৃহবন্দি ছিলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী । ফলে সমাবর্তন করা যায়নি ৷

সদ্য বিশ্বভারতীর আম্রকুঞ্জে হয়ে গিয়েছে সমাবর্তন অনুষ্ঠান ৷ প্রধান অতিথি ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার । 2021 সালে উত্তীর্ণদের জন্য এই সমাবর্তন অনুষ্ঠান হয়েছিল । প্রসঙ্গত, ওই সমাবর্তন নিয়ে বিতর্কও শুরু হয়েছিল । বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ এলেছিলেন তৃণমূল সাংসদ সুদীপ চট্টোপাধ্যায় । একই সঙ্গে, সমাবর্তন হলের অদূরে 'ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চেন' দেখানো নিয়েও বিতর্ক বেড়েছে । সেই আবহেই এবার 2022 সালে উত্তীর্ণ পড়ুয়াদের জন্য ফের সমাবর্তন অনুষ্ঠান হবে বিশ্বভারতীতে ৷

আরও পড়ুন: 'বসন্ত তাণ্ডব' রুখতে বসন্তোৎসব বন্ধ করা হয়েছে, ব্যাখ্যা বিশ্বভারতীর উপাচার্যের

বিশ্বভারতী ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, 28 মার্চ ফের সমাবর্তন অনুষ্ঠিত হবে বিশ্বভারতীতে ৷ অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ৷ তিনি বিশ্বভারতীর 'পরিদর্শক' পদে রয়েছেন । রাষ্ট্রপতি সফরের সম্ভাব্য সূচি এমনটাই রয়েছে । সব কিছু ঠিক থাকলে এই প্রথম তিনি শান্তিনিকেতনের মাটিতে পা দেবেন । প্রথা মেনে আম্রকুঞ্জের জহর বেদীতেই হবে সমাবর্তন অনুষ্ঠান ৷

আরও পড়ুন: 'আমি উপাচার্যকে ছাড়ব না, লোকসভার স্পিকারকে চিঠি দেব', বিদ্যুতের বিরুদ্ধে সরব সুদীপ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.