ETV Bharat / state

Amartya Sen Land Dispute: অমর্ত্য সেনের পাশে নোবেলজয়ী অর্থনীতিবিদ জোসেফ স্টিগলিটজ, চিঠি রাষ্ট্রপতিকে

author img

By

Published : Jul 20, 2023, 7:11 AM IST

Updated : Jul 20, 2023, 9:55 AM IST

ETV Bharat
অমর্ত্য সেন ও জোসেফ

বিশ্বভারতীর সঙ্গে অমর্ত্য সেনের বাড়ি প্রতীচীর জমি বিবাদ এখনও চলছে ৷ এবার ভারতের নোবেলজয়ী অর্থনীতিবিদের হয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখলেন মার্কিন নোবেলজয়ী অর্থনীতিবিদ জোসেফ স্টিগলিটজ ৷

বোলপুর, 20 জুলাই: বিশ্বভারতীর জমি বিতর্কে অধ্যাপক অমর্ত্য সেনের পাশে দাঁড়ালেন আরও এক নোবেলজয়ী মার্কিন অর্থনীতিবিদ জোসেফ ইউজিন স্টিগলিটজ ৷ অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি দিলেন তিনি ৷ এছাড়া, বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে রাষ্ট্রপতিকে চিঠি লিখলেন ভারতীয় অর্থনীতিবিদ অমিয় কুমার বাগচিও ৷

উল্লেখ্য, এর আগে দেশ-বিদেশের 304 জন বিশিষ্ট শিক্ষাবিদ অমর্ত্য সেনের সমর্থনে রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছিলেন ৷ তাঁদের মধ্যে অন্যতম মার্কিন অর্থনীতিবিদ জর্জ আর্থার একারলফ ৷ 2001 সালে মার্কিন অর্থনীতিবিদ জোসেফ ইউজিন স্টিগলিটজ, জর্জ আর্থার একারলফ ও অ্যান্ড্রু মাইকেল স্পেন্স একসঙ্গে নোবেল পুরস্কার পেয়েছিলেন ৷

অর্থনীতিবিদ অমর্ত্য সেন 1.38 ডেসিমেল জমি দখল করে রেখেছেন ৷ এই অভিযোগ তুলে 'ভারতরত্ন' অধ্যাপক সেনকে 'জমি কব্জাকারী' বলে উল্লেখ করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ ৷ তাঁর কাছ থেকে এই জমি ফেরত চেয়ে উচ্ছেদের নোটিশও দিয়েছে তারা ৷ সংবাদমাধ্যমে প্রবীণ অর্থনীতিবিদকে তির্যক ভাষায় আক্রমণ করে বিতর্কে জড়িয়েছেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ৷ যদিও, বিশ্বভারতীর উচ্ছেদের নোটিশ নিয়ে ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছেন অমর্ত্য সেন ৷

Joseph Stiglitz writes to President Droupadi Murmu
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ জোসেফ স্টিগলিটজ

নোবেলজয়ী অমর্ত্য সেনকে হেনস্তার প্রতিবাদে সরব হয়েছেন বিভিন্ন স্তরের বিশিষ্টরা ৷ পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ এছাড়া, সঙ্গীত শিল্পী কবীর সুমন, পরিচালক গৌতম ঘোষ, চিত্রকর যোগেন চৌধুরী ও শুভাপ্রসন্ন ভট্টাচার্যের মতো বিদ্বজ্জনেরাও সরব হয়েছেন ৷ শান্তিনিকেতনে এসেও প্রতিবাদে সামিল হয়েছেন তাঁরা। প্রতিবাদ করতে এগিয়ে এসেছেন দেশ-বিদেশের প্রখ্যাত শিক্ষাবিদদের একটা বড় অংশ ।

আরও পড়ুন: 13 শতক জমি কার ? অমর্ত্যর বাড়িতে সরেজমিনে তদন্তে ভূমি-সংস্কার দফতর ও বিশ্বভারতী

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে 304 জন শিক্ষাবিদ চিঠি দিয়ে বিশ্বভারতীর উপাচার্যের ভূমিকা নিয়ে সরবও হয়েছিলেন ৷ সেই তালিকায় ছিলেন মার্কিন অর্থনীতিবিদ জর্জ আর্থার একারলফ, বিশ্ব ব্যাংকের প্রাক্তন প্রধান তথা ভারত সরকারের প্রাক্তন প্রধান অর্থনৈতিক উপদেষ্টা কৌশিক বসু, বিশ্ববন্দিত মার্কিন ভাষাবিজ্ঞানী নোম চমস্কি-সহ আরও অনেকে।

Last Updated :Jul 20, 2023, 9:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.