ETV Bharat / state

Dr Sushovan Banerjee Demise: পদ্মশ্রী চিকিৎসকের প্রয়াণে শোকবার্তা মমতা-মোদির, কান্নায় ভেঙে পড়লেন অনুব্রত

author img

By

Published : Jul 26, 2022, 7:42 PM IST

Updated : Jul 26, 2022, 8:32 PM IST

সুশোভন বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে শোকজ্ঞাপন করে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(PM Narendra Modi) । শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee) ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ বিজেপি নেতা-মন্ত্রীরা ৷

Dr Sushovan Banerjee Demise
Anubrata

বোলপুর, 26 জুলাই: মঙ্গলবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে পদ্মশ্রী (Padma Shri) চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায়ের(Dr Sushovan Banerjee) ৷ '1 টাকার ডাক্তার'(One rupee doctor) হিসাবে মানুষের কাছে পরিচিত ছিলেন তিনি ৷ সুশোভন বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে শোকজ্ঞাপন করে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) ।

Dr Sushovan Banerjee Demise
বিবৃতি দিয়ে শোকজ্ঞাপন করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী

বার্ধক্যজনিত কারণে বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায় । তাঁর সঙ্গে একটি ছবি-সহ বাংলায় টুইটে নরেন্দ্র মোদি লেখেন, "ডাক্তার সুশোভন বন্দ্যোপাধ্যায় সর্বশ্রেষ্ঠ মানবাত্মার প্রতীক । অসংখ্য মানুষের রোগ উপশমকারী একজন দয়ালু ও উদারহৃদয় চিকিৎসক হিসাবেই তিনি স্মরণীয় হয়ে থাকবেন । পদ্ম পুরষ্কার প্রদান অনুষ্ঠানের সময় তাঁর সঙ্গে মতবিনিময়ের কথা আমার আজও মনে আছে । তাঁর প্রয়াণে আমি ব্যথিত ।"

Dr Sushovan Banerjee Demise
শোকজ্ঞাপন করে ছবি-সহ বাংলায় টুইট নরেন্দ্র মোদির

একই ভাবে টুইটে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)-সহ বিজেপি নেতা-মন্ত্রীরা ৷ মমতা লেখেন, "চলে গেলেন 1 টাকার চিকিৎসক ৷ তাঁর প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত ৷"

Dr Sushovan Banerjee Demise
টুইটে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

সুশোভন বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন অনুব্রত মণ্ডল(Anubrata Mandal) । তিনি বলেন, "সকালে খবরটা শুনেই দুর্বল হয়ে পড়েছি । আমি কিছু ভুল করলে বলত কেষ্ট এটা করিস না ৷ তাঁর সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক ছিল । অভিবাবক হারালাম ।" ৷ শোকবার্তা রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহার । "পুরনো বটগাছ হারালাম", বললেন তিনি(Dr Sushovan Banerjee Demise) ৷

সুশোভন বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিচারণায় কান্নায় ভেঙে পড়লেন অনুব্রত মণ্ডল

আরও পড়ুন: প্রয়াত '1 টাকার ডাক্তার' পদ্মশ্রী সুশোভন বন্দ্যোপাধ্যায়

এছাড়াও বিবৃতি দিয়ে শোকজ্ঞাপন করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী(Adhir Ranjan Chowdhury) । তিনি লেখেন, "পদ্মশ্রী' ডা. সুশোভন বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে আমি গভীর শোকাহত। বাংলার রাজনীতিতে তিনি ছিলেন অপাপবিদ্ধ এক চরিত্র । রাজনীতি এবং মানবসেবা তাঁর কাছে ছিল অভিন্ন । চিকিৎসক ডা. সুশোভন বন্দ্যোপাধ্যায়ের কাছে চিকিৎসার অর্থ ছিল নিরলস-প্রচারবিহীন সেবা এবং সেবা । বোলপুরের 'এক টাকার ' এই ডাক্তারবাবু তাঁর জীবনের ষোল আনাই নিয়োজিত করে গেলেন মানব সমাজের জন্য । আমৃত্যু কংগ্রেসের জাতীয়তাবাদী ভাবধারার আদর্শে বিশ্বাসী ডা.সুশোভন বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ বাংলার রাজনৈতিক এবং সামাজিক জীবনে এক অপূরনীয় ক্ষতি ।"

Last Updated :Jul 26, 2022, 8:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.