ETV Bharat / state

পরিযায়ী শ্রমিকের আত্মহত্যা, ক্লোজ়ড লোকপুর থানার OC

author img

By

Published : Jul 22, 2020, 5:05 PM IST

তাঁর বিরুদ্ধে চুরির অভিযোগ মেনে নিতে পারেনি সৌভিক ৷ এরপর সোমবার আত্মহত্যা করেন তিনি। তাঁর একটি সুইসাইড নোট উদ্ধার করা হয় ৷ সেখানে সৌভিক লেখেন, ‘‘ আমি চুরি করিনি, আমাকে ফাঁসানো হয়েছে ৷ ’’

image
ক্লোজ় লোকপুর থানার OC

লোকপুর, 22 জুলাই : এক পরিযায়ী শ্রমিকের আত্মহত্যার ঘটনায় ক্লোজ় করা হল বীরভূমের লোকপুর থানার OC-কে ৷ এছাড়া সাসপেন্ড করা হয়েছে এক সেকেন্ড অফিসারকে ৷ ওই পরিযায়ী শ্রমিককে বিনা তদন্তে চুরির অভিযোগে থানায় আটকে রাখেন লোকপুর থানার OC রমেশ সাহা ৷

লোকপুর থানার রূপুসপুর গ্রামের শিবু রায় ও তাঁর ভাইপো কাজল রায় পরিযায়ী শ্রমিক সৌভিক গড়াইয়ের বিরুদ্ধে তাঁদের বাড়িতে চুরির অভিযোগ করেন ৷ সেই অভিযোগের ভিত্তিতে কোনও তদন্ত না করেই সৌভিককে পুলিশ গ্রেপ্তার করে বলে অভিযোগ ৷ পরে যদিও তাঁকে ছেড়ে দেয় পুলিশ ৷

কিন্তু তাঁর বিরুদ্ধে চুরির অভিযোগ মেনে নিতে পারেননি সৌভিক ৷ এরপর সোমবার আত্মহত্যা করেন তিনি। তাঁর একটি সুইসাইড নোট উদ্ধার করা হয় ৷ সেখানে সৌভিক লেখেন, ‘‘ আমি চুরি করিনি, আমাকে ফাঁসানো হয়েছে ৷ ’’ এরপরই পুরো ঘটনার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন বীরভূমের পুলিশ সুপার শ্যাম সিং ৷ সেই তদন্তের ভিত্তিতে আজ লোকপুর থানার OC রমেশ সাহাকে ক্লোজ় করা হয় ৷ এছাড়া সেকেন্ড অফিসার শরৎ ঘোষকে সাসপেন্ড করা হয়েছে ৷

পাশাপাশি সৌভিকের সুইসাইড নোটে শিবু রায় ও তাঁর ভাইপো কাজল রায়ের নাম উল্লেখ থাকায়, তাঁদের গ্রেপ্তার করে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.