ETV Bharat / state

Murarai Murder : মুরারইতে সম্পত্তি বিবাদ, ছোট ভাইকে খুনের অভিযোগ দাদার বিরুদ্ধে

author img

By

Published : Feb 22, 2022, 10:54 AM IST

বাবার সম্পত্তির ভাগ নিয়ে ঝামেলা বাধে দুই ভাইয়ের মধ্যে ৷ পরিণতিতে প্রাণ গেল ভাইয়ের (Murarai Murder) ৷

Birbhum Crime News
নিহত আবসার আলি

মুরারই, 22 ফেব্রুয়ারি : ভাইয়ের গলা কেটে খুনের অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে ৷ সোমবার রাত 1টা নাগদা ঘটনাটি ঘটেছে বীরভূমের মুরারই থানার দরগাতলা এলাকায় ৷ নিহতের নাম আবসার আলী (Murder at Murarai over property dispute) ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পারিবারিক সম্পত্তির ভাগ নিয়ে আবসার আলী ও তাঁর দাদা আব্বাস আলির মধ্যে বিবাদ চলছিল ৷ সেই ক্ষোভের জেরে গতকাল রাতে দাদা আব্বাস আলি ধারালো অস্ত্র দিয়ে ভাই আবসার আলীকে হত্যা করেছে । এর পর এলাকা ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত দাদা ।

আরও পড়ুন : Double Murder in Diamond Harbour : প্রকাশ্য রাস্তায় জোড়া খুন, আতঙ্ক ডায়মন্ড হারবারে

অভিযুক্ত আব্বাস আলি তাঁর বাবাকে জমি বিক্রির জন্য চাপ দিচ্ছিল । কিন্তু পরিবারের কোনও সদস্য জমি বিক্রির পক্ষে ছিল না । সোমবার এ নিয়ে সকলের মধ্যে একটি আলোচনাও হয় । কিন্তু সম্পত্তি বিক্রি নিয়ে বচসা বাধে দুই ভাইয়ের মধ্যে । তারপর রাতে আব্বাস তার ছোট ভাই আবসারের গলা কেটে খুন করে এবং বাড়ি থেকে পালিয়ে যায় ।

মুরারইতে জমি বিবাদে দাদার হাতে প্রাণ গেল ভাইয়ের

ঘটনার তদন্ত শুরু করেছে মুরারই থানার পুলিশ । অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে । মৃতদেহটি উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.