ETV Bharat / state

Mamata Banerjee Birbhum Visit: নজরে পঞ্চায়েত ভোট, চলতি মাসেই 'কেষ্টভূমে' মমতা !

author img

By

Published : Jan 11, 2023, 5:52 PM IST

Mamata Banerjee will visit Birbhum within January 2023
প্রতীকী ছবি ৷

রাজনৈতিক মহলের নজরে পঞ্চায়েত নির্বাচন (WB Panchayat Election 2023) ৷ তার আগেই চলতি মাসের (January 2023) শেষে বীরভূম সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Birbhum Visit) ৷

কলকাতা, 11 জানুয়ারি: চলতি মাসের (January 2023) শেষেই 'কেষ্টগড়' বীরভূমে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Birbhum Visit) ৷ সূত্রের দাবি, সম্পূর্ণ প্রশাসনিক কারণেই বীরভূম সফরে যাবেন তিনি ৷ তবে, এই সফরে কয়েকটি রাজনৈতিক কর্মসূচিতেও যোগদান করতে পারেন মমতা ৷ এই বিষয়ে পরবর্তীতে বিস্তারিত তথ্য পাওয়া যাবে ৷ এখনও পর্যন্ত নবান্ন সূত্রে যতটুকু জানা গিয়েছে, সেই অনুসারে, আগামী 30 জানুয়ারি বীরভূম যাচ্ছেন মুখ্যমন্ত্রী ৷ আসন্ন পঞ্চায়েত নির্বাচনের (WB Panchayat Election 2023) আগে তাঁর এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷

একদিকে, 'কেষ্টহীন' বীরভূমে অতীতের সাংগঠনিক শক্তি ধরে রাখা রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের কাছে বড় চ্যালেঞ্জ ৷ অন্যদিকে, দেউচা পাঁচামিকে সামনে রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বীরভূমবাসীকে যে বিপুল কর্মসংস্থান ও উন্নয়নের স্বপ্ন দেখিয়েছিলেন, সেই পথ সুগম করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে চলেছে মুখ্যমন্ত্রীর এবারের এই সফর ৷ যত দূর জানা যাচ্ছে, আগামী 30 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত, টানা তিনদিন মমতা বীরভূমে থাকবেন ৷

আরও পড়ুন: 'আমি পাঁচলায় না জিতলে মমতাও নবান্নে বসবেন না !' পাঁচলায় বেফাঁস তৃণমূল বিধায়ক

এখনো পর্যন্ত যা খবর, সেই অনুসারে, 30 জানুয়ারিই মমতা বীরভূমে পৌঁছবেন ৷ এরপর 31 জানুয়ারি বোলপুরে প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন তিনি ৷ পরদিন, অর্থাৎ 1 ফেব্রুয়ারি সরকারি পরিষেবা প্রদানের একটি অনুষ্ঠানেও যোগ দেবেন মুখ্যমন্ত্রী ৷ সংশ্লিষ্ট মহলের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারের বীরভূম সফরে দেউচা পাঁচামি কয়লা খনি প্রকল্প সকলের নজরে থাকবে ৷ এবারের সফরেই দেউচা পাচামি প্রকল্পের জন্য জমিদাতা পরিবারগুলির সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র-সহ একাধিক সুযোগ, সুবিধা তুলে দিতে পারেন মুখ্যমন্ত্রী ৷

এর পাশাপাশি পরিষেবা প্রদানের মঞ্চ থেকে অন্যান্য সরকারি প্রকল্পের সুযোগও মানুষের কাছে পৌঁছে দিতে পারেন মুখ্যমন্ত্রী ৷ প্রাথমিকভাবে তাঁর এই বীরভূম সফরের জন্য নবান্নের তরফ থেকে শুধুমাত্র প্রশাসনিক বৈঠক এবং পরিষেবা প্রদান অনুষ্ঠানের কথাই জেলা প্রশাসনকে জানানো হয়েছে ৷ আর সেই মতোই জেলা প্রশাসনের তরফ থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে ৷

কিন্তু রাজনৈতিক মহল মনে করছে, আলাদা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোনও রাজনৈতিক কর্মসূচিতে যোগ নাও দেন, তাও পঞ্চায়েত নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের এই সফর জেলার নেতা, কর্মীদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ ৷ কারণ, সেক্ষেত্রে এই সমস্ত কর্মসূচির মঞ্চ থেকেই তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতাদের প্রয়োজনীয় নির্দেশ দিতে পারেন দলের সুপ্রিমো ৷ আর সেই কারণেই তাঁর এই বীরভূম সফরের দিকে নজর থাকবে সারা বাংলার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.