ETV Bharat / state

Amartya Sen Gets Z Plus Security: অমর্ত্য সেনকে জেড প্লাস নিরাপত্তা ঘোষণা মমতার, বোলপুরের বাড়িতে গিয়ে দিলেন জমির নথি

author img

By

Published : Jan 30, 2023, 4:32 PM IST

Updated : Jan 30, 2023, 5:16 PM IST

অমর্ত্য সেনকে (Amartya Sen News) জেড প্লাস নিরাপত্তা দেওয়ার কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Amartya Sen Gets Z Plus Security)৷ বোলপুরের প্রতীচী বাড়িতে গিয়ে অর্থনীতিবিদকে জমির নথি দিলেন মুখ্যমন্ত্রী ৷

Mamata Banerjee in Amartya Sen House ETV bharat
অমর্ত্য সেনের বাড়িতে মমতা

বোলপুর, 30 জানুয়ারি: অমর্ত্য সেনকে (Amartya Sen News) জেড প্লাস নিরাপত্তা দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Amartya Sen Gets Z Plus Security)৷ বিশ্বভারতীর সঙ্গে জমি নিয়ে বিতর্কের মাঝেই আজ অমর্ত্য সেনের বাড়িতে গিয়ে তাঁর জমির আসল নথি তাঁর হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী ৷

অমর্ত্য সেনের বাড়িতে মুখ্যমন্ত্রী: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অমর্ত্য সেনের বোলপুরের জমি নিয়ে বিবাদের মধ্যেই সোমবার নোবেলজয়ী অর্থনীতিবিদের 'প্রতীচী' বাড়িতে যান মুখ্যমন্ত্রী ৷ তিনি দিয়ে দেখা করেন অমর্ত্য সেনের সঙ্গে ৷ বোলপুরের ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিককে ডেকে নোবেলজয়ী অর্থনীতিবিদের জমির কাগজপত্র খতিয়ে দেখেন স্বয়ং মুখ্যমন্ত্রী।

অমর্ত্য সেনের জমির নথি দিলেন মমতা: অমর্ত্য সেনের জমির যে নথি রাজ্য সরকারের কাছে ছিল তা তাঁর হাতে তুলে দেন মমতা ৷ তিনি অমর্ত্য সেনের বোলপুরের বাড়ি প্রতীচীতে গিয়ে বলেন, "অমর্ত্য সেনকে যে ভাবে অপমান করা হয়েছে তা আমার গায়ে লেগেছে ৷ তাঁর জমির রেকর্ড তাঁর হাতে তুলে দিয়েছি ৷ এ বার ওরা যা করার করুক ৷ আইনত কী করব তা পরে জানাচ্ছি ৷ আমি এর শেষ দেখে ছাড়ব ৷"

Mamata Banerjee in Amartya Sen House ETV bharat
অমর্ত্য সেনের বাড়িতে মমতা

আরও পড়ুন: ইটিভি ভারতকে দেওয়া সাক্ষাৎকারের পরই অমর্ত্য সেনকে জমি ফেরত চেয়ে বিতর্কে বিশ্বভারতী

বিশ্বভারতীতে গৈরিকীকরণের অভিযোগ: এ দিন বিশ্বভারতীয় কর্তৃপক্ষকে একহাত নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "গৈরিকীকরণ করে কারওকে অপমানের অধিকার নেই ৷" অমর্ত্য সেনের জমি নিয়ে যে দাবি করা হচ্ছে তা মিথ্যে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নাম না করে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে নিশানা করে মমতা বলেন, "ও জমি পেয়েছে বিনা পয়সায়, ওই আবার খবরদারি করছে ৷" আলাপচারিতায় মুখ্যমন্ত্রী বলেছেন, "উনি কি বিশ্বভারতীর উপাচার্য হওয়ার উপযুক্ত লোক ?"

অমর্ত্য সেনকে মমতা বললেন, কষ্ট পাবেন না: সোমবার অমর্ত্য সেনকে মুখ্যমন্ত্রী বলেন, "আপনি এই নিয়ে একদম কষ্ট পাবেন না ৷ আপনাকে যেভাবে অপমান করা হয়েছে, সেটা বাংলার কেউ ভালো ভাবে দেখছে না ৷ অনেকদিন সহ্য করেছি ৷ এতদিন ধরে আমি সরকারকে দিয়ে সমীক্ষা করিয়েছি ৷ আজ যে রেকর্ড নিয়ে এসেছি এটাই আসল নথি ৷ "

Last Updated :Jan 30, 2023, 5:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.