ETV Bharat / state

Lalan Sheikh: 'আমার স্বামীর দেহের উপর অনেক অত্য়াচার হয়েছে, আর নয় !' বললেন লালনের স্ত্রী

author img

By

Published : Dec 15, 2022, 3:11 PM IST

Lalan Sheikh wife does not agree for Second Time Postmortem of her husband body
Lalan Sheikh: 'আমার স্বামীর দেহের উপর অনেক অত্য়াচার হয়েছে, আর নয় !' বললেন লালনের স্ত্রী

লালন শেখের (Lalan Sheikh) দেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের অনুমতি তিনি দেবেন না, স্পষ্ট জানিয়ে দিলেন লালনের স্ত্রী রেশমা বিবি ৷ আর কী বললেন তিনি ?

সুবিচারের দাবিতে সরব রেশমা বিবি ৷

রামপুরহাট, 15 ডিসেম্বর: লালন শেখের (Lalan Sheikh) দেহের দ্বিতীয়বার ময়নাতদন্তে (Second Time Postmortem) রাজি নন তাঁর স্ত্রী রেশমা বিবি ৷ বৃহস্পতিবার তাঁকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "আমার স্বামীর দেহের উপর অনেক অত্য়াচার করা হয়েছে ৷ আর আমি কাটাছেঁড়া চাই না ৷" উল্লেখ্য, সিবিআই হেফাজতে থাকাকালীন মৃত্যুর (Lalan Sheikh Death in CBI Custody) পর ইতিমধ্য়েই একবার লালন শেখের দেহের ময়নাতদন্ত করা হয়েছে ৷ তারপর যাবতীয় রীতিনীতি মেনেই তাঁর দেহ কবরস্থ করা হয় ৷ কিন্তু, পরবর্তীতে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) সংশ্লিষ্ট মামলার শুনানি চলাকালীন লালনের দেহের দ্বিতীয়বার ময়নাতদন্ত করানোর প্রস্তাব উঠে আসে ৷ এর ভিত্তিতে আদালত জানিয়ে দেয়, লালনের দেহের দ্বিতীয়বার ময়নাতদন্ত হতে পারে ৷ কিন্তু, এক্ষেত্রে তাঁর স্ত্রী'র অনুমতি বাধ্যতামূলক ৷

এই প্রসঙ্গেই রেশমা বিবি সাফ জানিয়ে দেন, তিনি তাঁর স্বামীর দেহ কবর খুঁড়ে তুলে আনার পক্ষপাতী নন ৷ তিনি শুধুমাত্র ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং সংশ্লিষ্ট সিবিআই আধিকারিকদের আইন মাফিক শাস্তি চান ৷ এমনকী, তিনি যে ঘটনার সিআইডি তদন্তে খুশি, কার্যত তাও স্বীকার করে নেন রেশমা ৷

আরও পড়ুন: লালন শেখের মৃত্যুকে অস্ত্র করছে রাজ্য ! ষড়যন্ত্রের অভিযোগ শুভেন্দুর

এদিকে, বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বুধবারই অভিযোগ করেছিলেন, লালন শেখের মৃত্যু নিয়ে রাজ্য সরকার ষড়যন্ত্র করছে ৷ এই মৃত্যু হাতিয়ার করে এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে, যাতে গরুপাচার-সহ সংশ্লিষ্ট অন্য়ান্য মামলার তদন্ত করতে গিয়ে বিপাকে পড়ে সিবিআই ! আর সেই কারণেই লালন শেখের স্ত্রীর করা এফআইআরে সিবিআই আধিকারিক সুশান্ত ভট্টাচার্যের নাম রয়েছে ! লক্ষ্যণীয় বিষয় হল, এই সুশান্ত ভট্টাচার্য আদতে গরুপাচার মামলার তদন্তকারী আধিকারিক ৷ তাঁর সঙ্গে বগটুই মামলার কোনও সম্পর্ক নেই ৷ তবুও তাঁকে লালন শেখের মৃত্যুর সঙ্গে জড়ানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন শুভেন্দু ৷

এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে লালনের স্ত্রী রেশমা জানান, "আমার স্বামীকে গ্রেফতার করার পর আমি ওঁর সঙ্গে দেখা করেছিলাম ৷ আমাকে তিনি বলেছিলেন, তাঁর উপর সিবিআই খুব অত্যাচার করছে ৷ বড় বড় মাথাদের নাম বলতে বলছে ! আমার স্বামীই আমাকে সুশান্ত ভট্টাচার্যের নাম বলে গিয়েছিলেন ৷ তাই ওদের নামে অভিযোগ করেছি ৷ আমি শুধু আদালতের কাছে সুবিচার চাই ৷" যদিও শুভেন্দুর দাবি ছিল, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নির্দেশে এবং ফিরহাদ হাকিমের মধ্যস্থতায় তৃণমূল কংগ্রেসের দুই স্থানীয় নেতা রেশমা বিবির হয়ে অভিযোগপত্র লিখে দিয়েছিলেন ৷ তাঁরাই উদ্দেশ্যপ্রণোদিতভাবে সুশান্ত ভট্টাচার্যের নাম এফআইআরে জুড়ে দিয়েছেন !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.