ETV Bharat / state

Jogen Chowdhury: অমর্ত্য সেনকে হেনস্তা মানে রবীন্দ্রনাথের আদর্শকে অপমান, মত যোগেন চৌধুরীর

author img

By

Published : May 6, 2023, 5:16 PM IST

Updated : May 6, 2023, 5:27 PM IST

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে হেনস্তা অভিযোগ তুলে ও তাঁর পাশে থাকার বার্তা দিয়ে শনিবার থেকে শান্তিনিকেতনে ধরনায় বসেছেন বিশিষ্টজনেরা ৷ তাতে যোগ দিয়েছেন শিল্পী যোগেন চৌধুরীও ৷

Etv Bharat
যোগেন চৌধুরী

যোগেন চৌধুরীর বক্তব্য

বোলপুর, 6 মে: "রবীন্দ্রনাথ বিজেপির আদর্শের বিরুদ্ধে, আর অমর্ত্য সেনকে অপমান করা মানে বিশ্বভারতীকে ও রবীন্দ্রনাথকে অপমান করা ।" শনিবার এমনই মন্তব্য করলেন চিত্রশিল্পী যোগেন চৌধুরী। জমি বিতর্কের জেরে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে তার 'প্রতীচী' বাড়ি থেকে উচ্ছেদ করার হুমকি দিয়ে রেখেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ ৷ তাদের এই আচরণ ও 'ভারতরত্ন' অমর্ত্য সেনকে হেনস্তা প্রতিবাদে সরব হয়েছেন এরাজ্যের বিশিষ্টজন ও বুদ্ধিজাবীরা ৷

বিশিষ্টজনেদের এই প্রতিবাদের অংশ হিসেবে শনিবার শান্তিনিকেতনে অমর্ত্য সেনের বাড়ির কাছে সকাল থেকে চলছে ধরনা-অবস্থান । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে 'ভারতরত্ন' অমর্ত্য সেনকে জমি সংক্রান্ত বিষয়ে হেনস্তা করার প্রতিবাদে এই অবস্থানে যোগ দিয়েছেন চিত্রশিল্পী তথা শান্তিনিকেতনের আশ্রমিক যোগেন চৌধুরী, পরিচালক গৌতম ঘোষ থেকে শুরু করে চিত্রকর শুভাপ্রসন্ন ভট্টাচার্য, সমাজকর্মী প্রসূন ভৌমিক প্রমুখ ৷

এদিন, ইটিভি ভারতে একান্ত সাক্ষাৎকারে যোগেন চৌধুরী বলেন, "অমর্ত্য সেনকে অসম্মান করার জন্যই বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে । একইসঙ্গে রবীন্দ্রনাথকেও অসম্মান করা হচ্ছে ৷ অমর্ত্য সেনকে অপমান করা মানে রবীন্দ্রনাথকে অপমান করা, বিশ্বভারতীরকে অসম্মান করা ৷ রবীন্দ্রনাথ হিন্দু-মুসলমানকে এক হওয়ার কথা বলেছেন, সম্প্রীতির কথা বলেছেন । তাই এই প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিতে চায় ওরা ৷ রবীন্দ্রনাথের আদর্শ বিজেপি, বর্তমান কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে । তাই একটা ছুতোয় অমর্ত্য সেনকে অসম্মান করছে ।"

আরও পড়ুন: অমর্ত্য সেনের পাশে বিদ্বজ্জনেরা; 'জমি কাণ্ডে' ধরনায় গৌতম ঘোষ, শুভাপ্রসন্ন-সহ শাসকদলের মন্ত্রীরাও

এক প্রশ্নের উত্তরে প্রখ্যাত এই চিত্র শিল্পী আরও জানিয়েছেন, এমন অভিজ্ঞতা তাঁর পূর্বে হয়নি ৷ সর্বস্তরে এর প্রতিবাদ গড়ে উঠছে দেখেও তিনি খুশি ৷ মাত্র 13 ডেসিমাল জমির জন্য বিশ্ববরেণ্য এই ব্যক্তিকে যে ভাবে হেনস্তা করা হচ্ছে, যোগেন চৌধুরী মনে করেন এর পিছনে অন্য বৃহৎ উদ্দেশ্য ও নীতি আছে ৷ বিজেপি ও বর্তমান কেন্দ্রীয় সরকার রবীন্দ্রনাথের আদর্শের বিরোধী ৷ তাই এক্ষেত্রে বিশ্বভারতীর উপাচার্য নিমিত্ত মাত্র । এটা আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শকে ধ্বংস করা দেওয়ার চেষ্টা ৷

Last Updated : May 6, 2023, 5:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.