ETV Bharat / state

শান্তিনিকেতন পোস্টঅফিস কর্মীদের বৈঠক বন্ধ করানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

author img

By

Published : Sep 6, 2020, 9:33 PM IST

বৈঠক শুরুর আগে তৃণমূল পরিচালিত রূপপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রণেন্দ্রনাথ সরকার ও স্থানীয় তৃণমূল নেতা বাপি সিংয়ের নেতৃত্বে কর্মীরা এসে বৈঠক বন্ধ করতে বলেন বলে অভিযোগ ।

Shantiniketan news
ছবি

শান্তিনিকেতন, 6 সেপ্টেম্বর : পোস্ট অফিসের কর্মীদের বৈঠকে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । এদিন শান্তিনিকেতন পোস্ট অফিসে কর্মীদের বিভিন্ন সমস্যা নিয়ে একটি বৈঠক হওয়ার কথা ছিল । সেই সময় স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ তৃণমূল নেতাকর্মীরা এসে বৈঠকে বাধা দেয় বলে অভিযোগ । আজকের মতো বাতিল হয়ে যায় পোস্ট অফিসের বৈঠক । ফিরে যান বৈঠকে আসা কর্মীরা।

বোলপুর মহকুমার বিভিন্ন পোস্ট অফিসে কর্মরত কর্মীরা কাজ করতে নানারকম সমস্যার অভিযোগ তুলেছেন । যেমন, পোস্ট অফিসের অ্যাকাউন্ট খুলতে গেলে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, এছাড়া কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় তা বুঝতেও সমস্যা হচ্ছে কর্মীদের । এইসব সমস্যা নিয়ে আজ শান্তিনিকেতন পোস্ট অফিসে একটি বৈঠক ডাকা হয়েছিল । নিজেদের মধ্যে আলোচনা করে সমস্যাগুলো সমাধান করার জন্য এই বৈঠক ডাকা হয়েছিল ।

ছুটির দিন কোনও বৈঠক করা যাবে না, দাবি স্থানীয় তৃণমূল নেতাদের

অভিযোগ, বৈঠক শুরুর আগে তৃণমূল পরিচালিত রূপপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রণেন্দ্রনাথ সরকার ও স্থানীয় তৃণমূল নেতা বাপি সিংয়ের নেতৃত্বে কর্মীরা এসে বৈঠক বন্ধ করতে বলেন । কোরোনা আবহে ছুটির দিন কোনও বৈঠক করা যাবে না বলে জানান তাঁরা । শুরু হয় দু'পক্ষের বচসা । পোস্ট অফিস যেহেতু কেন্দ্রের আওতাধীন, তাই ওই বৈঠক তৃণমূল কর্মীরা বন্ধ করে দেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে । খবর পেয়ে ঘটনাস্থানে আসে শান্তিনিকেতন থানার পুলিশ । বাতিল হয়ে যায় বৈঠক । ফিরে যান পোস্ট অফিসের কর্মীরা ।

আরও পড়ুন : কোরোনার থাবা শান্তিনিকেতন থানায়, আক্রান্ত এক পুলিশ অফিসার

পোস্ট অফিসের কর্মীরা বলেন, " আমাদের নিজেদের নানান সমস্যা নিয়ে এদিন বৈঠক ছিল । পঞ্চায়েতের লোকজন এসে সেই বৈঠক বন্ধ করে দেয় ।"

যদিও, এই প্রসঙ্গে রূপপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রণেন্দ্রনাথ সরকার বলেন, "ছুটির দিন কেনও বৈঠক হচ্ছে আমরা জানতে এসেছিলাম । আমাদেরকে জানাতে হবে কেন ছুটির দিন এই বৈঠক হচ্ছে, কীসের বৈঠক হচ্ছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.