ETV Bharat / state

Former MLA Returns to TMC : গরুর দুধে সোনার লোভে বিজেপিতে গিয়েছিলাম, তৃণমূলে ফিরে বললেন গদাধর

author img

By

Published : Jun 25, 2022, 6:20 PM IST

বীরভূমের নানুরের প্রাক্তন বিধায়ক গদাধর হাজরা ৷ 2021-এর বিধানসভা নির্বাচনের আগে তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন ৷ শুক্রবার তিনি ফিরলেন তৃণমূলে (Former MLA Returns to TMC from BJP) ৷

former-mla-returns-to-tmc-from-bjp
Former MLA Returns to TMC : গোরুর দুধে সোনার লোভে বিজেপিতে গিয়েছিলাম, তৃণমূলে ফিরে বললেন গদাধর

কীর্ণাহার, 25 জুন : "দিলীপ ঘোষ (BJP MP Dilip Ghosh) বলেছিলেন গরুর দুধে সোনা আছে, ওই লোভে বিজেপিতে (BJP) গিয়েছিলাম", বিজেপি ছেড়ে তৃণমূলে (Trinamool Congress) যোগ দিয়ে একথা বললেন নানুরের প্রাক্তন বিধায়ক গদাধর হাজরা ৷ শুক্রবার প্রকাশ্য মঞ্চ থেকে এমনই ব্যাঙ্গাত্মক স্বীকারোক্তি দেন তিনি । 2021 সালে বিধানসভা নির্বাচনের (Bengal Assembly Elections 2021) আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন একদা অনুব্রত মণ্ডল (TMC Leader Anubrata Mandal) ঘনিষ্ঠ এই নেতা ।

2011 সালে রাজ্যে পালাবদলের সময় বামদূর্গ নানুরে তৃণমূলের টিকিটে জয়লাভ করেন গদাধর হাজরা । 2016 সালে সিপিআইএম (CPIM) প্রার্থী শ্যামলী প্রধানের কাছে পরাজিত হন তিনি ৷ দলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে ওই হার বলে অভিযোগ উঠেছিল ৷ এরপর অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ এই গদাধর হাজরাকে তৃণমূলের বীরভূম জেলা যুব সভাপতি করা হয় ৷

2021 সালে বিধানসভা নির্বাচনের আগে দিল্লিতে গিয়ে কৈলাস বিজয়বর্গীয় হাত ধরে বিজেপিতে যোগ দেন তিনি ৷ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর অনেকবারই অনুব্রত মণ্ডলের বাড়িতে দেখা গিয়েছে গদাধর হাজরাকে ৷ তখন থেকেই ফের তৃণমূলে ফেরার জল্পনা ছিল ।

গোরুর দুধে সোনার লোভে বিজেপিতে গিয়েছিলাম, তৃণমূলে ফিরে বললেন গদাধর

এদিন কীর্ণাহারে তৃণমূলের কর্মী সম্মেলনের মঞ্চ থেকে বিজেপি ছেলে তৃণমূলে যোগ দেন তিনি ৷ উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, বোলপুরের সাংসদ অসিত মাল প্রমুখ ৷ তৃণমূলের যোগ দেওয়ার পর বিজেপি প্রসঙ্গে একাধিক বিস্ফোরক মন্তব্য করেন গদাধর হাজরা ।

তিনি বলেন, "বিজেপি একটি সাম্প্রদায়িক দল ৷ ভাইয়ে ভাইয়ে লড়াই লাগায় ৷ বিজেপি হিজরেদের দল । আমাকে অনেক প্রতিশ্রুতি দিয়ে দিল্লি নিয়ে যাওয়া হয়েছিল ৷ কিছুই হয়নি ৷ ওই যে কথায় বলে দিল্লির লাড্ডু, সেই রকম ৷ কেউ বিজেপি করবেন না, বিজেপিতে যাবেন না ৷"

তিনি আরও বলেন, "আমি কেন বিজেপিতে গিয়েছিলাম জানেন ? ওই যে দিলীপ ঘোষ বলেছিলেন গরুর দুধে সোনা আছে, সেই সোনার লোভে আমি বিজেপিতে গিয়েছিলাম ।"

আরও পড়ুন : Money Embezzlement : প্রাথমিকে চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাৎ তৃণমূল নেতার, ফেরত চেয়ে পা-ধরলেন অভিযোগকারী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.