ETV Bharat / state

Anubrata Mondal: বিহার-ঝাড়খণ্ড-উত্তরপ্রদেশেও বিপুল সম্পত্তির মালিক কেষ্ট ? তদন্তে ইডি

author img

By

Published : Dec 9, 2022, 7:02 AM IST

Updated : Dec 9, 2022, 7:44 AM IST

Anubrata Mondal
ETV Bharat

বাংলার বাইরে ভিন রাজ্যেও সম্পত্তি রয়েছে তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের ৷ সূত্র মারফৎ এমন খবর পেয়েই তদন্তে নামল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (Anubrata Mondal properties outside state) ৷

কলকাতা, 9 ডিসেম্বর: রাজ্যে হিসাব-বহির্ভূত সম্পত্তি আছে বলে অভিযোগ উঠেছে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ৷ এবার দেশের অন্যত্রও বীরভূমের তৃণমূল সভাপতির সম্পত্তির তদন্তে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট বা ইডি ৷ গরুপাচার কাণ্ডের (Cattle Smuggling Scam) তদন্তে নেমে তাঁর এবং তাঁর পরিবারের সদস্যদের সম্পত্তির হদিশ পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷

'কেষ্ট' এখন আসানসোলের বিশেষ সংশোধনাগারে ৷ ইডি তাঁকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে চায় ৷ এই মর্মে দিল্লি হাইকোর্টে আবেদন জানিয়েছে তদন্তকারী সংস্থা ৷ আদালত এ বিষয়ে এখনও কিছু জানায়নি (ED investigates over properties of Anubrata Mondal outside Bengal) ৷ তার আগেই তদন্তকারীদের সন্দেহ বিহার, ঝাড়খণ্ড থেকে শুরু করে উত্তরপ্রদেশেও বিপুল সম্পত্তি আছে অনুব্রতর ।

ইডি সূত্রে জানা গিয়েছে, অনুব্রত মণ্ডলের ব্যাংক অ্যাকাউন্টের পাশবই খতিয়ে দেখেছে তারা ৷ এছাড়া তাঁর পরিবারের সদস্য, ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদ করে রাজ্যের বাইরে বিপুল সম্পত্তির কথা জানতে পেরেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ সংস্থার দাবি, গরুপাচার কাণ্ড থেকে আসা বিশাল অঙ্কের টাকা দিয়ে পশ্চিমবঙ্গে জমি, সম্পত্তি কিনেছে তৃণমূল নেতা ৷ এছাড়া একইরকম বিনিয়োগ করেছে রাজ্যের বাইরে, বিশেষত ঝাড়খণ্ড ও উত্তরপ্রদেশে ৷

আরও পড়ুন: গরুপাচার মামলায় সায়গল হোসেনের আরও 1.5 কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

তদন্তকারী সংস্থার এক আধিকারিক বলেন, "ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশে অনুব্রত মণ্ডল গরুপাচারের টাকা দিয়ে ফ্ল্যাট, জমি কিনেছেন ৷ এই তথ্য আমরা জানতে পেরেছি ৷ এছাড়া ঝাড়খণ্ড-বিহারে হাওয়ালার মাধ্যমে পাথরখাদানে টাকা বিনিয়োগ করেছেন তৃণমূল নেতা ৷ আরও বিস্তারিত জানতে আমাদের তদন্তকারী আধিকারিকেরা সংশ্লিষ্ট রাজ্য সরকারের দফতরগুলির সঙ্গে কথা বলছেন ৷ "

বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশে গরুপাচারকারীরা অনুব্রত মণ্ডলের এই বিনিয়োগে কোনও ভাবে জড়িত কি না, তাই জানতে চেষ্টা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ 6 ডিসেম্বর ইডি জানায়, 1 কোটি 58 লক্ষ টাকা মূল্যের 32টি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ এই বিপুল সম্পত্তি গরুপাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত অনুব্রতর দেহরক্ষী সেহগাল হোসেন (Anubrata Mondal's bodyguard Sehgal Hossain) এবং তাঁর পরিবারের সদস্যদের ৷ প্রসঙ্গত, সেহগাল হোসেন এখন দিল্লির তিহাড় জেলে বন্দি ৷

আরও পড়ুন: 'প্রয়োজন হলে বোম মারতে হবে, পুলিশকে গুলিতে ঝাঁঝরা করে দেবে কংগ্রেস' ! হুঁশিয়ারি নেত্রীর

Last Updated :Dec 9, 2022, 7:44 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.