ETV Bharat / state

Adhir on CBI Probe : হাইকোর্টের তত্ত্বাবধানে সিবিআই তদন্তের দাবি অধীরের

author img

By

Published : Apr 20, 2022, 4:13 PM IST

বুধবার বীরভূমের শান্তিনিকেতনে যান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury visits Rape Victim's Family at Shantiniketan) ৷ সেখানে তিনি দেখা করেন নির্যাতনের শিকার এক নাবালিকা ও তার পরিবারের সঙ্গে ৷ তার পর তিনি তোপ দাগেন তৃণমূলের বিরুদ্ধে (Adhir Slams TMC) ৷

congress leader adhir chowdhury demands court monitored cbi investigation
Adhir on CBI Probe : হাইকোর্টের তত্ত্বাবধানে সিবিআই তদন্তের দাবি অধীরের

শান্তিনিকেতন, 20 এপ্রিল : আদালতের নজরদারি ছাড়া সিবিআইয়ের পক্ষে নিরপেক্ষ তদন্ত সম্ভব নয় (Congress Leader Adhir Chowdhury Demands Court Monitored CBI Investigation) ৷ এমনটাই মনে করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Bengal PCC President Adhir Ranjan Chowdhury) ৷ তাই বুধবার তিনি বলেন, ‘‘বিজেপির মতো সিবিআই চাই না ৷ আমরা হাইকোর্টের তত্ত্বাবধানে সিবিআই তদন্ত চাই ।"

দিনকয়েক আগে বীরভূমের শান্তিনিকেতনে এক আদিবাসী নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল ৷ এদিন সেই নির্যাতিতার বাড়ি গিয়েছিলেন বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী (Adhir Chowdhury visits Rape Victim's Family at Shantiniketan) ৷ সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই কথা বলেন ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, সাম্প্রতিক অতীতে পশ্চিমবঙ্গে একাধিক অপরাধের ঘটনা ঘটেছে ৷ নারী নির্যাতনের একাধিক অভিযোগ সামনে এসেছে ৷ নদীয়ার হাঁসখালি গণধর্ষণ (Hanskhali Rape), বগটুইয়ে পুড়িয়ে মারার ঘটনা (Bagtui Massacre)-সহ একাধিক অভিযোগের তদন্ত সিবিআইকে দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷

যদিও তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) মতো সিবিআইকে রাজনৈতিক ভাবে ব্যবহারের অভিযোগে এর আগে বারবার সরব হয়েছে কংগ্রেস ৷ এদিন সেই অভিযোগই আবার তুললেন অধীর ৷ পাশাপাশি বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) সরকারের পুলিশের প্রতিও তাঁর কোনও আস্থা নেই ৷

লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর বলেন, "আমরা তো দেখে আসছি মোদির সিবিআই ও দিদির সিআইডি একই ৷’’ সেই কারণেই তিনি আদালতের নজরদারিতে সিবিআই তদন্ত চাইছেন বলে স্পষ্ট করেছেন ৷

Adhir on CBI Probe : হাইকোর্টের তত্ত্বাবধানে সিবিআই তদন্তের দাবি অধীরের

এছাড়া এদিন তিনি সরাসরি তৃণমূল কংগ্রেসকে একাধিক ইস্যুতে আক্রমণ করেছেন ৷ অধীর বলেন, "তৃণমূল মানেই কাটমানি, খুন, ধর্ষণ । এই সরকার নিরাপত্তা দিতে পারছে না । সারা বাংলা জুড়ে বখরার ভাগ নিয়ে মারামারি শুরু হয়েছে । দলে যেমন অঞ্চল কমিটি, গ্রাম কমিটি হয় । তেমন বাংলা জুড়ে তৃণমূলের সিন্ডিকেট কমিটি হয়েছে ।"

আরও পড়ুন : Santiniketan Gang Rape : শান্তিনিকেতনে আদিবাসী নাবালিকাকে গণধর্ষণে ধৃতদের 10 দিনের পুলিশি হেফাজত

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.